Skip to content মুখরোচক পটেটো স্টিক পটেটো স্টিক বানানোর উপকরন ২৫০ গ্রাম আলু ১ কাপ চিড়া ৪ টে কাঁচা লঙ্কা ৩ চা চামচ ধনেপাতা কুচি ১ চা চামচ আদা কুচি ১/২ চা চামচ ভাজা জিরে গুঁডো ১/২ চা চামচ ধনে গুঁড়ো ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো ১.৫ চা চামচ নুন ১/৪ চা চামচ চিনি ২ কাপ রিফাইন তেল মুখরোচক পটেটো স্টিক প্রস্তুত প্রণালি(১) প্রথমে ভালো করে ধুয়ে আলু সেদ্ধ করে নিন। (২) এবার ধনেপাতা, লঙ্কা, আদা কুচি করে নিন। শুকনো চিড়ে গুঁড়ো করে নিন। (৩) তারপর আলু, চিড়ে, গুঁড়ো মশলা, নুন, চিনি , ধনেপাতা, কাচালঙ্কা, আদা কুচি সমস্ত উপকরণ একসঙ্গে মেখে নিন। (৪) এবার মাখা উপকরণটা অল্প করে নিয়ে ছোটো ছোটো স্টিকের মতো তৈরি করে নিন। (৫) তারপর তেল গরম করে, আঁচ কমিয়ে ডুবো তেলে ৪-৫ মিনিট ভেজে নিলেই তৈরি পটেটো স্টিক। এবার টোমাটো সস্ সহযোগে পরিবেশণ করুন।