ভারতীয় বিমানবাহিনীতে ট্রেনিং দিয়ে ৩৩৬ অফিসার
ট্রেনিং দিয়ে ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল) শাখায় ৩৩৬ জন কমিশন্ড অফিসার নিয়োগ করবে ভারতীয় বিমানবাহিনী। এর পাশাপাশি এন সি সি স্পেশ্যাল এন্ট্রির মাধ্যমে ফ্লাইং শাখাতেও কিছু তরুণ-তরুণীকে কমিশন্ড অফিসার পদে নেওয়া হবে। প্রার্থী বাছাই করা হবে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (এ এফ সি এ টি-০১/২০২৫)-এর মাধ্যমে। এন সি সি স্পেশ্যাল এন্ট্রির মাধ্যমে নিয়োগ হবে পার্মানেন্ট ও শর্ট সার্ভিস কমিশনে। বাকি সব ক্ষেত্রে নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনে। মহিলারা কেবল শর্ট সার্ভিস কমিশনের জন্য আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ শুরু হবে ২০২৬-এর জানুয়ারিতে।
এ এফ সি এ টি এন্ট্রির মাধ্যমে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ট্রেনিং হবে ২১৯/২৬এফ/এস এস সি/এম অ্যান্ড ডব্লু (শর্ট সার্ভিস কমিশন) কোর্সে। গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) ব্রাঞ্চের ক্ষেত্রে পুরুষ-মহিলা উভয়ের ক্ষেত্রে ট্রেনিং হবে ২১৮/২৬টি/এস এস সি/১০৮ এ ই সি/এম অ্যান্ড ডব্লু (শর্ট সার্ভিস কমিশন) কোর্সে। গ্রাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল) ব্রাঞ্চের ক্ষেত্রে ট্রেনিং হবে পুরুষ-মহিলা উভয়ের ক্ষেত্রে ২১৮/২৬জি/এস এস সি/এম অ্যান্ড ডব্লু (শর্ট সার্ভিস কমিশন) কোর্সে। এন সি সি স্পেশ্যাল এন্ট্রির মাধ্যমে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে পুরুষদের ট্রেনিং হবে ২১৯/২৬ এফ/পি সি/এম (পার্মানেন্ট কমিশন) কোর্সে এবং পুরুষ-মহিলা উভয়ের ক্ষেত্রে ট্রেনিং হবে ২১৯/২৬ এফ/এস এস সি/এম – অ্যান্ড ডব্লু (শর্ট সার্ভিস কমিশন) কোর্সে।
ফ্লাইং শাখা
এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট
শর্ট সার্ভিস কমিশন
পুরুষ ২১টি, মহিলা ৯টি। এন সি সি স্পেশ্যাল এন্ট্রির ক্ষেত্রে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন এবং এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মোট ২০ শতাংশ শূন্যপদ সংরক্ষিত হবে।
শিক্ষাগত যোগ্যতা
মোট অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ যে-কোনও শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছরের স্নাতক। অথবা মোট অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ ৪ বছরের বিই বা বিটেক ডিগ্রি। অথবা মোট অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ অ্যারোনটিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া বা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের (ইন্ডিয়া) অ্যাসোসিয়েট মেম্বারশিপের সেকশন এ, বি পাশ। সব ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ও ম্যাথমেটিক্সে ৫০ শতাংশ করে নম্বর থাকতে হবে। পূর্বে কম্পিউটারাইজড পাইলট সিলেকশন সিস্টেম বা পাইলট অ্যাপ্টিটিউড ব্যাটারি টেস্টে ব্যর্থ হয়ে থাকলে আর আবেদন করবেন না। এন সি সি স্পেশ্যাল এন্ট্রির মাধ্যমে নিয়োগ করা প্রার্থীদের ক্ষেত্রে এন সি সি ‘সি’ সার্টিফিকেট পেয়ে থাকতে হবে।
দৈহিক মাপজোক
উচ্চতা ১৬২.৫ সেমি। পায়ের দৈর্ঘ্য হতে হবে ৯৯ থেকে ১২০ সেমির মধ্যে। থাইয়ের দৈর্ঘ্য সর্বাধিক ৬৪ সেমি। বসে থাকা অবস্থায় উচ্চতা হতে হবে ৮১.৫ থেকে ৯৬ সেমি। উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে।
গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) শাখা
বিষয় অনুসারে শূন্যপদ
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স)
শূন্যপদ
পুরুষ ১৫টি, মহিলা ২৭টি।
শিক্ষাগত যোগ্যতা
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স) ব্রাঞ্চের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। অথবা ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। অথবা নিম্নলিখিত বিষয়ের যে-কোনও একটিতে মোট অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ অ্যারোনটিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া বা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের (ইন্ডিয়া) অ্যাসোসিয়েট মেম্বারশিপের সেকশন এ, বি পাশ অথবা ৬০ শতাংশ নম্বর-সহ ইনস্টিটিউট অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্সের গ্র্যাজুয়েট মেম্বারশিপ এক্সামিনেশন পাশ। বিষয়গুলি হল অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, ইলেক্ট্রনিক্স সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (মাইক্রোওয়েভ), ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনফর্মেশন টেকনোলজি, স্পেসক্রাফট টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ইলেক্ট্রিক পাওয়ার অ্যান্ড মেশিনারি ইঞ্জিনিয়ারিং, ইনফোটেক ইঞ্জিনিয়ারিং এবং সাইবার সিকিউরিটি। সব ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ও অঙ্কে ৫০ শতাংশ করে নম্বর থাকতে হবে।
দৈহিক মাপজোক
উচ্চতা ১৫৭.৫ সেমি (মহিলাদের ক্ষেত্রে ১৫২ সেমি)। গোর্খা প্রার্থীরা ৫ সেমি ছাড় পাবেন। উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে।
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
শূন্যপদ
পুরুষ ৫৩টি, মহিলা ১৪টি।
শিক্ষাগত যোগ্যতা
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) ব্রাঞ্চের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। অথবা ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। অথবা নিম্নলিখিত বিষয়ের যে-কোনও একটিতে মোট অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ অ্যারোনটিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া বা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের (ইন্ডিয়া) অ্যাসোসিয়েট মেম্বারশিপের সেকশন এ, বি পাশ। বিষয়গুলি হল অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (প্রোডাকশন), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (রিপেয়ার অ্যান্ড মেইন্টেন্যান্স), মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস অ্যান্ড অ্যাপ্লায়েড মেকানিক্স, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, ন্যানোটেকনোলজি, রাবার টেকনোলজি অ্যান্ড রাবার ইঞ্জিনিয়ারিং। সব ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ও অঙ্কে ৫০ শতাংশ করে নম্বর থাকতে হবে।
দৈহিক মাপজোক
উচ্চতা ১৫৭.৫ সেমি (মহিলাদের ক্ষেত্রে ১৫২ সেমি)। গোর্খা প্রার্থীরা ৫ সেমি ছাড় পাবেন। উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে।
গ্রাউন্ড ডিউটি নন-টেকনিক্যাল শাখা
বিভাগ অনুসারে শূন্যপদ
ওয়েপন সিস্টেমস
পুরুষ ১৪টি, মহিলা ৩টি।
অ্যাডমিনিস্ট্রেশন
পুরুষ ৪২টি, মহিলা ১১টি।
লজিস্টিক্স
পুরুষ ১৩টি, মহিলা ৩টি।
অ্যাকাউন্টস
পুরুষ ১১টি, মহিলা ২টি।
এডুকেশন
পুরুষ ৭টি, মহিলা ২টি।
মেটিওরোলজি
পুরুষ ৭টি, মহিলা ২টি।
শিক্ষাগত যোগ্যতা
অ্যাডমিনিস্ট্রেশন ও লজিস্টিক্স
মোট অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ যে-কোনও শাখায় গ্র্যাজুয়েট। অথবা মোট অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ অ্যারোনটিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া বা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের (ইন্ডিয়া) অ্যাসোসিয়েট মেম্বারশিপের সেকশন এ, বি পাশ।
এডুকেশন
অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর ডিগ্রি কোর্স পাশ। স্নাতকস্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
ওয়েপন সিস্টেমস
অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতক অথবা বিই বা বি টেক কোর্স পাশ। উচ্চ মাধ্যমিকে ম্যাথস ও ফিজিক্সে অন্তত ৫০ শতাংশ করে নম্বর পেয়ে থাকতে হবে।
অ্যাকাউন্টস
অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ বি কম পাশ। অথবা ফিনান্সে স্পেশ্যালাইজেশন-সহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্ট স্টাডিজ বা বিজনেস স্টাডিজে স্নাতক। অথবা সি এ বা সি এম এ বা সি এস বা সি এফ এ। ফিনান্সে স্পেশ্যালাইজেশন-সহ বি এসসি পাশ প্রার্থীরাও আবেদন করতে পারেন।
দৈহিক মাপজোক
উচ্চতা ১৫৭.৫ সেমি (মহিলাদের ক্ষেত্রে ১৫২ সেমি)। গোর্খা প্রার্থীরা ৫ সেমি ছাড় পাবেন। উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে।
মেটিওরোলজি
মোট অন্তত ৬০ শতাংশ নম্বর ও ফিজিক্স এবং ম্যাথমেটিক্স-সহ বি এসসি অথবা নিম্নলিখিত বিষয়গুলির যে-কোনওটিতে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বিষয়গুলি হল: কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, ইলেক্ট্রনিক্স সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (মাইক্রোওয়েভ), ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইনফর্মেশন টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
দৈহিক মাপজোক
উচ্চতা ১৫৭.৫ সেমি (মহিলাদের – ক্ষেত্রে ১৫২ সেমি)। গোর্খা প্রার্থীরা উচ্চতায় ৫ সেমি ছাড় • পাবেন। উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে।
বয়স
ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ১-১-২০২৬ তারিখে ২০ থেকে ২৪ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-১- ২০০২ থেকে ১-১-২০০৬-এর মধ্যে। কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীরা ২৬ বছর পর্যন্ত ছাড় পাবেন। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-১-২০০০ থেকে ১-১-২০০৬-এর মধ্যে। গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল) শাখার ক্ষেত্রে ১-১-২০২৬ তারিখে ২০ থেকে ২৬ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-১-২০০০ থেকে ১-১- ২০০৬-এর মধ্যে। ২৫ বছরের কমবয়সিদের অবিবাহিত হতে হবে।
ট্রেনিংয়ের মেয়াদ
ট্রেনিংয়ের মেয়াদ ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) শাখার ক্ষেত্রে ৬২ সপ্তাহ এবং গ্রাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল) শাখার ক্ষেত্রে ৫২ সপ্তাহ। ট্রেনিং শুরু হবে ২০২৬-এর জানুয়ারিতে।
বেতনক্রম
ফ্লাইং অফিসার পদের ক্ষেত্রে ৫৬,১০০- ১,৭৭,৫০০ টাকা, সঙ্গে মিলিটারি সার্ভিস পে প্রতি মাসে ১৫,৫০০ টাকা।
দরখাস্ত
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://careerindianairforce.cdac.in, https:// afcat.cdac.in অনলাইন দরখাস্ত করা যাবে ২ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে ৫৫০ টাকা (জি এস টি অতিরিক্ত)। এন সি সি ক্যাটেগরিতে আবেদনকারী প্রার্থীদের কোনও ফি লাগবে না। দরখাস্তের সময় প্রার্থীর জে পি জি বা জেপেগ ফর্ম্যাটে স্ক্যান করা ফটো, সই ও বাঁ-হাতের বুড়ো আঙুলের ছাপ আপলোড করতে হবে।
আগ্রহীরা খুঁটিনাটি তথ্যের জন্য দেখতে পারেন উপরোক্ত ওয়েবসাইটগুলি।