বি. এ. জেনারেল (1st Semister) ইতিহাস তৃতীয় অধ্যায়: হরপ্পা সভ্যতা থেকে ৫ নাম্বারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন – হরপ্পা-সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার সাদৃশ্য সম্পর্কে আলোচনা করা হল।
হরপ্পা-সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার সাদৃশ্য সম্পর্কে আলোচনা
প্রশ্ন:- হরপ্পা-সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার সাদৃশ্য সম্পর্কে লেখো।
সিন্ধু-সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হওয়ার আগে পর্যন্ত ধারণা ছিল বৈদিক সভ্যতাই ভারতের প্রাচীনতম সভ্যতা। অনেকের মতে, হরপ্পা-সংস্কৃতি (সিন্ধু-সভ্যতা) ও বৈদিক-সংস্কৃতি অভিন্ন। এঁদের মতে, সিন্ধু-সভ্যতা ছিল বৈদিক সভ্যতারই অঙ্গ।
সিন্ধু-সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে অনেকগুলি ক্ষেত্রেই আপাত সাদৃশ্য দেখা যায়। যেমন –
প্রথমত, সিন্ধুবাসী ও বৈদিক আর্যদের খাদ্য ও পোশাক ছিল প্রায় একরকম। গম, যব, ছাতু প্রভৃতি উভয় যুগেই খাদ্যরূপে গৃহীত হত।
দ্বিতীয়ত, সিন্ধু-সভ্যতার নারীদের মতো বৈদিক যুগের নারীরাও মণিমুক্তোখচিত অলংকার পরিধান করত। উভয় আমলেই কেশবিন্যাসের রীতি ছিল একই রকম।
তৃতীয়ত, উভয় সভ্যতার ক্ষেত্রেই বয়নশিল্পে সাদৃশ্য দেখা যায়। সিন্ধুবাসী ও বৈদিক আর্য উভয় সম্প্রদায়ই তুলার চাষ করত এবং তুলা থেকে সুতো তৈরি করে বস্ত্রবয়ন করত।
পরিশেষে বলা যায় যে, নৃতাত্ত্বিক পরীক্ষার দ্বারা সিন্ধু-উপত্যকা অঞ্চলে আর্যদের কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। তাই ধরে নেওয়া যেতে পারে, ওই অঞ্চলে আর্যরাও ছিল।