Skip to contentলোভনীয় তক্তি পিঠা
তক্তি পিঠা বানানোর উপকরণ
- নারকেল বড় ১ টি
- সুজি ৩/৪ কাপ
- চিনি ৩ কাপ
- ঘি ১/২ কাপ
- জল ১/২ কাপ
সুস্বাদু তক্তি পিঠা প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে একটি প্যানে ঘি দিয়ে সুজি হালকা করে ভেজে নিতে হবে।
- (২) এবার অন্য একটি প্যানে চিনি এবং জল দিয়ে জাল দিতে হবে। ফুটে উঠলে নারকেল কোরা দিয়ে দিতে হবে।
- (৩) চিনির জল শুকিয়ে গেলে সুজি দিয়ে পাঁচ মিনিট নেড়ে নামিয়ে নিতে হবে।
- (৪) এখন একটি ট্রেতে ঘি মেখে তার মধ্যে নারকেলের মিশ্রন ১ ইঞ্চি পুরু করে রাখতে হবে।
- (৫) ঠান্ডা হলে ত্রিকোনা আকার কেটে নিতে হবে ও তার উপরে দাগ দিতে হবে। এটা খুব মজার একটা পিঠা সবাই ট্রাই করে দেখতে পারেন।