বেঙ্গলি পত্রিকা -র সম্পাদক, প্রকাশকাল, ধরণ, পত্রিকার প্রতিষ্ঠাতা, জাতীয়তাবাদী আন্দোলনে গুরুত্ব, জনপ্রিয়তা, সর্বাধিক প্রচলিত পত্রিকা, নাম পরিবর্তন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ও পত্রিকার প্রকাশনা বন্ধ সম্পর্কে জানবো।
বেঙ্গলি পত্রিকা প্রসঙ্গে বেঙ্গলি পত্রিকার প্রকাশ কাল, বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা, বেঙ্গলি পত্রিকার প্রথম সম্পাদক, সাপ্তাহিক পত্রিকা বেঙ্গলি, বেঙ্গলি পত্রিকার নতুন নাম স্টার অব ইন্ডিয়া, জাতীয়তাবাদী আন্দোলনে বেঙ্গলি পত্রিকার গুরুত্ব, সর্বাধিক প্রচারিত পত্রিকা বেঙ্গলি, জনমতের উপর বেঙ্গলি পত্রিকার প্রভাব, বেঙ্গলি পত্রিকার জনপ্রিয়তা হ্রাস, বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, বেঙ্গলি পত্রিকার বিভাগ ও বেঙ্গলি পত্রিকার প্রকাশনা বন্ধ।
সাপ্তাহিক বেঙ্গলি পত্রিকা
ধরণ | সাপ্তাহিক |
প্রকাশকাল | ১৮৬২ |
প্রথম সম্পাদক | সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় |
ভাষা | ইংরেজি |
প্রকাশনা স্থান | কলকাতা |
ভূমিকা :- ব্রিটিশ শাসনকালে কলকাতা থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত একটি সংবাদপত্র হল দি বেঙ্গলি। এই পত্রিকাটি ১৮৬২ থেকে ১৯৩১ সাল পর্যন্ত প্রকাশিত হয়।
বেঙ্গলি পত্রিকার প্রথম সম্পাদক
পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা
১৮৬২ সালে গিরিশচন্দ্র ঘোষ কলকাতায় ইংরেজি ভাষার সংবাদপত্র হিসাবে দি বেঙ্গলি প্রতিষ্ঠা করেন।
সাপ্তাহিক পত্রিকা বেঙ্গলি পত্রিকা
দৈনিক সংবাদপত্র হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীকালে এটি সাপ্তাহিকীতে পরিণত হয়।
পত্রিকার শহর ও মফস্বল সংখ্যা বেঙ্গলি পত্রিকা
১৯৩১ সালে ক্যালকাটা ইভিনিং নিউজ নামে পত্রিকাটির শহর কেন্দ্রীক সান্ধ্যকালীন সংখ্যা বের করা শুরু হয়। মফস্বল সংখ্যা দি বেঙ্গলি নামেই পরিচিত ছিল।
বেঙ্গলি পত্রিকার নতুন নাম স্টার অব ইন্ডিয়া
শহর ও মফস্বল সংখ্যা ১৯৩২ সাল থেকে একত্রিত হয়ে একটি পত্রিকায় পরিনত হয় এবং বেঙ্গলি পত্রিকার নতুন নাম রাখা হয় স্টার অব ইন্ডিয়া।
জাতীয়তাবাদী আন্দোলনে বেঙ্গলি পত্রিকার গুরুত্ব
প্রকাশনার শুরু থেকেই দি বেঙ্গলি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বেঙ্গলি পত্রিকার জনমতের উপর প্রভাব বিস্তার
অ্যাংলো-ভারতীয় সম্প্রদায়ের বাড়াবাড়ি, ইলবার্ট বিল, জাতিগত সমাজসমূহের সংরক্ষণ, ভূমিসন্বন্ধীয় সম্পর্কাবলি, দুর্ভিক্ষ ও সমকালীন সামাজিক আন্দোলনসমূহ সম্পর্কে এর সুস্পষ্ট মতামত ঐ সময়কার জনমতকে প্রবলভাবে প্রভাবিত করে।
সর্বাধিক প্রচারিত সংবাদপত্র বেঙ্গলি পত্রিকা
এই পত্রিকা উনিশ শতকের শেষ এবং বিশ শতকের গোড়ার দিকে সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক সংবাদপত্র ছিল।
মধ্যপন্থীদের সমর্থনে বেঙ্গলি পত্রিকা
সুরাট সম্মেলনের (১৯০৭) পর কংগ্রেসে ভাঙ্গন সৃষ্টি হলে পত্রিকাটি বিভক্ত কংগ্রেসের মধ্যপন্থীদের সমর্থন করে।
বেঙ্গলি পত্রিকার জনপ্রিয়তা হ্রাস
পত্রিকাটি স্বদেশী আন্দোলন -এর মতো আন্দোলনের ক্ষেত্রে মধ্যপন্থা নীতি গ্রহণ করে। এর ফলে সংবাদপত্রের জনপ্রিয়তা হ্রাস পায়।
বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথের মৃত্যু
১৯২৫ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে সংবাদপত্রের প্রচার আরও কমে যায়।
বেঙ্গলি পত্রিকার বিভাগ
১৯৩১ সালে পত্রিকাটি দুটি সংস্করণে বিকশিত হয় সকালের সংস্করণটিকে দ্য বেঙ্গালি বলা হত। এটি মহানগরী অঞ্চলের জন্য প্রকাশিত হত। আর গ্রামীণ অঞ্চলের জন্য ক্যালকাটা ইভিনিং নিউজ নামে সান্ধ্য সংস্করণ প্রকাশিত হত।
বেঙ্গলি পত্রিকার প্রকাশনা বন্ধ
শেষ পর্যন্ত দি বেঙ্গলি পত্রিকাটি ১৯৩১সালে বন্ধ হয়ে যায়। ১৯৩২ সালে দুটি সংস্করণকে একীভূত করে দি স্টার অব ইন্ডিয়া নামকরণ করা হয়।
উপসংহার :- কার্জন ঘোষণা করেছিলেন যে, বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা। এর উত্তরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর সম্পাদিত ‘দি বেঙ্গলি ‘ পত্রিকায় লেখেন, আমরা স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেব।
প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “বেঙ্গলি পত্রিকা” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই sikshalay.co.in ওয়েবসাইটের পাশে থাকুন। যে কোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন।
সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।
(FAQ) বেঙ্গলি পত্রিকা সম্পর্কে জিজ্ঞাস্য?
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৮৬২ খ্রিস্টাব্দে।
বেঙ্গলি ও সঞ্জীবনী।
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।