নিরামিষ চানা পনির

সুস্বাদু নিরামিষ চানা পনির

নিরামিষ চানা পনির বানানোর উপকরণ

  • ৩০০ গ্রাম কাবলি চানা
  • ২ টি আলু
  • ২০০ গ্রাম পনির
  • ১ চা চামচ আদা বাটা
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  • ১ চা চামচ জিরে গুঁড়ো
  • ১ চা চামচ ধনে গুড়ো
  • স্বাদমতো নুন
  • স্বাদ অনুযায়ী চিনি
  • ১/২ চা চামচ গোটা গরম মশলা
  • ১ টা টম্যাটো
  • পরিমাণমতো ধনে পাতা
  • পরিমাণ মতো সাদা তেল
  • পরিমাণ মতো জল

সুস্বাদু নিরামিষ চানা পনির প্রস্তুত প্রণালী

  • (১) প্রথমে আগের রাত থেকে ভিজিয়ে রাখা চানা গুলিকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিন ও পনির গুলিকে সাদা তেল-এ ভেজে তুলে রাখুন।
  • (২) তারপর সেই তেল-এ কেটে রাখা আলু দিয়ে ভেজে লাল করে বার করে নিন। তারপর সেই তেল-এ গোটা গরম মশলা ফোড়ন দিন মধ্যম আচে।
  • (৩) এবার আস্তে আস্তে আদা বাটা ও সমস্ত গুড়ো মশলা গুলো পরিমাণ মতো যোগ করে মশলা গুলি ভালো করে কষিয়ে নিন এবার ভেজে রাখা আলু ও সিদ্ধ চানা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিন।
  • (৪) তারপর নুন, চিনি, টমেটো, ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমান মতো জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ চানা পনির

Leave a Comment