পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের WBSLST Bengali XI XII Honours Question Paper 2016 একাদশ, দ্বাদশ (অনার্স) বাংলা বিষয়ের বিগত ২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রশ্নপত্রগুলি ডাউনলোড করুণ।
ডাউনলোড লিংক 👇
WBSLST Bengali XI XII Honours Question Paper 2016 PDF Download
slst Bengali previous year question paper, slst bengali question paper 2016, slst bengali question, 2016 slst bengali question paper, slst 2016 bengali question paper
1. ‘আফ্রিকা’ কবিতাটি আছে রবীন্দ্রনাথের –
(A) ‘পত্রপুট’ কাব্যগ্রন্থে
(B) ‘শ্যামলী’ কাব্যগ্রন্থে
(C) ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থে
(D) ‘শেষ সপ্তক’ কাব্যগ্রন্থে।
2. ‘কাজলা দিদি’ কবিতার কবি –
(A) সত্যেন্দ্রনাথ দত্ত
(B) কালিদাস রায়
(C) যতীন্দ্রমোহন বাগচী
(D) কাজি নজরুল ইসলাম।
3. ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন –
(A) বিদ্যাপতি
(B) চন্দীদাস
(C) গানদাস
(D) গোবিন্দদাস।
4. “আমরা তো এতেই খুশি; বলো আর অধিক কে চায়?
হেসে খেলে, কষ্টকরে, আমাদের দিন চলে যায়’ – কোন কবিতার পংক্তি?
(A) মানুষের নামে
(B) জনমদুখিনী
(C) নুন
(D) ঘর।
5. ‘নানা বিদ্যার আয়োজন’ লেখাটি আছে রবীন্দ্রনাথের –
(A) ‘ছেলাবেলা’ গ্রন্থে
(B) ‘আত্মপরিচয়’ গ্রন্থে
(C) ‘বিচিত্র প্রবন্ধ’ গ্রন্থে
(D) ‘জীবনস্মৃতি’ গ্রন্থে।
6. ‘এটি বড়ো সুন্দর প্রাকৃতিক বন্দর, প্রায় তিনদিকে বালির ঢিপি আর পাহাড় জলও খুব গভীর। যে বন্দরের কথা বলা হয়েছে, সেটি হল –
(A) নেপলস
(B) সুয়েজ
(C) মার্সাই
(D) সিডনি।
7. উৎপল কুমার বসুর পরিচিতি একজন –
(A) গল্পকার হিসাবে
(B) কবি হিসাবে
(C) নাট্যকার হিসাবে
(D) গীতিকার হিসাবে।
৪. ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
(A) এভাবে কাঁদেনা
(B) জলপাই কাঠের এসরাজ
(C) ধানক্ষেত
(D) গপনে হিংসার কথা বলি।
9. ‘গোদান’ উপন্যাসটির লেখক –
(A) প্রেমচন্দ্র
(B) গোপীনাথ মহান্তি
(C) অমৃতা প্রিতম
(D) বিজয় তেন্ডুলকার
10. ‘তিন পাহাড়ের কোলে’ কবিতার কবি –
(A) প্রেমেন্দ্র মিত্র
(B) সমর সেন
(C) সুকুমার রায়
(D) শক্তি চট্টোপাধ্যায়।
11. “আমি কালি-খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল-পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই।” – এই মন্তব্য যার তিনি হলেন –
(A) বুদ্ধদেব বসু
(B) শ্রীপান্থ
(C) সুনীল গঙ্গোপাধ্যায়
(D) শঙ্খ ঘোষ।
12. ‘বারো ঘর এক উঠোন’ উপন্যাসের রচয়িতা –
(A) জ্যোতিরিন্দ্র নন্দী
(B) নরেন্দ্রনাথ মিত্র
(C) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(D) সুবোধ ঘোষ।
13. ‘বিভাব’ নাটকটির রচয়িতা –
(A) বিজন ভট্টাচার্য
(B) মনোজ মিত্র
(C) শম্ভু মিত্র
(D) এদের কেউ না।
14. ‘শিক্ষার সার্কাস’ কবিতাটির অনুবাদক –
(A) সুনীল গঙ্গোপাধ্যায়
(B) উৎপল কুমার বসু
(C) শঙ্খ ঘোষ
(D) শক্তি চট্টোপাধ্যায়।
15. ‘ইন্দ্রনাথ শ্রীকান্ত’ পাঠ্যাংশে নিবিড় নীশীথে কোন বগানের সামনে বনপথ দিয়ে যাত্রার কথা আছে?
(A) বাঁশবাগাণ
(B) হালোড়াড় বাগান
(C) গোঁসাই বাগান
(D) চালতা বাগানা
16. ‘কোনি’ উপন্যাসের একেবারে সূচনায় যে ব্রত অনুষ্ঠানের বর্ণনা আছে, তা হল –
(A) বারুণী
(B) পুণ্যি পুকুর
(C) ভাদু
(D) টুসু।
17. শ্রীরামপুর শহর কারা সংস্থাপন করেছিলেন?
(A) ওলন্দাজরা
(B) ইংরেজরা
(C) ফরাসিরা
(D) দিনেমাররা।
18. অক্ষয় চন্দ্র সরকার কারিগরদের সম্পর্কে কী বিশেষণ প্রয়োগ করেছিলেন?
(A) বদমেজাজি
(B) খামখেয়ালি
(C) গোবেচারা
(D) আলাপী।
19. ‘পাহাড়ের বুকে রাবণের চিতা’ কোথায় দেখেছিলেন লেখক?
(A) পোর্ট সৈয়দ-এ
(B) মার্সেলস্ এ
(C) সিসিলিতে
(D) স্ট্রম্বোলিতে।
20. ‘তবুও তোমায় খুঁজে মরে সারা দেশে’ – কোন কবিতার অংশ?
(A) এই জীবন
(B) সাত ভাই চম্পা
(C) খড়
(D) নোঙর।
21. স্নানের পর শকুন্তলার হাতের আংটি কোথায় খুলে পড়েছিল?
(A) নদীতে
(B) তীর্থক্ষত্রে
(C) শচীতীর্থে
(D) ঝর্নায়া
22. ‘কর্তার ভূত’ গল্পের অন্তিমে কর্তা দেশের মানুষদের কী বলে সম্বোধন করেছিল?
(A) অর্বাচীন
(B) নির্বোধ
(C) অবোধ
(D) মূর্খ।
23. “আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই – আছে শুধু প্রতিহিংসা।” – ‘সিরাজদ্দৌলা’ নাটকে এই উক্তি –
(A) মীরজাফর-এর
(B) ঘসেটি বেগম-এর
(C) মোহনলাল-এর
(D) মীরমদন-এর
24. ‘পৌরব সরসে নলিনী’ – কার সম্পর্কে বলা হয়েছে?
(A) পাঞ্চালী
(B) কুন্তী
(C) জনা
(D) শিখন্ডী।
25. “আহা অ লোভ কী আর ছাড়া যায়?” – কিসের লোভ?
(A) তিমির দেহের
(B) শিকারের
(C) হাঙর-চোষা মাছের
(D) শুয়োরের মাংসের।
26. গ্যালিলিও-কে দিয়ে শিকার করানো হয়েছিল যে –
(A) তিনি ধর্মদ্রোহী
(B) তিনিও দেশদ্রোহী
(C) তিনি নাস্তিক
(D) তার লেখা অজ্ঞতা ও অসতর্কতা-প্রসূত।
27. “তোমারা মেরে ফেলতে পারো, তার বেশি ক্ষমতা তোমাদের নেই।” – এই উক্তি –
A) দর্ভক-এর
(C) দাদাঠাকুর-এর
(B) মহাপঞ্চক-এর
(D) আচার্যের।
28. প্রোফেসার শঙ্কুর জন্মদিন –
(A) ২০ জানুয়ারি
(B) ২৫ ডিসেম্বর
(C) ১৬ জুন
(D) ২ মে।
29. ‘নদীর বিদ্রোহ’ গল্পের নায়ক নদেরচাঁদ পেশায় –
(A) স্কুলমাস্টার
(B) পোস্টমাস্টার
(C) ব্যান্ডমাস্টার
(D) স্টেশনমাস্টার।
30. ‘কালপ্যাঁচা’ কার ছদ্মনাম?
(A) আবু সয়ীদ আইয়ুব
(B) সুধীরঞ্জন মুখোপাধ্যায়
(C) বিনয় ঘোষ
D) অন্নদাশঙ্কর রায়
31. ‘আলিবাবা’ কার শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে অন্যতম?
(A) হরলাল রায়
(B) ক্ষিরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
(C) জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুর
(D) গিরিশচন্দ্র ঘোষ।
32. সম্রাট হোসেন শাহ হিন্দু কবিদের ভাষায় যে নামে পরিচিত ছিলেন তা হল –
(A) নৃপতিকুলতিলক
(B) রাজ চক্রবর্তী
(C) ন্যায়াধীশ
(D) নৃমণি।
33. ‘বাংলার পাখি’ বইটির লেখক –
(A) জগদানন্দ রায়
(B) গোপালচন্দ্র ভট্টাচার্য
(C) চারুচন্দ্র ভট্টাচার্য
(D) জগদীশ চন্দ্র বসু।
34. সন-তারিখ যুক্ত প্রথম বাংলা কাব্যের নাম –
(A) চৈতন্য মঙ্গল
(B) শ্রীকৃষ্ণমঙ্গল
(C) শ্রীকৃষ্ণবিজয়
(D) শ্রীকৃষ্ণবিলাস।
35. জ্ঞানান্বেষণ পত্রিকার প্রথম প্রকাশ কাল –
(A) ১৮৩২ খ্রিঃ
(B) ১৮৩৩ খ্রিঃ
(C) ১৮৪০ খ্রিঃ
(D) ১৮৩১ খ্রিঃ।
36. ১৩০৫ সনে ‘ভারতী’ পত্রিকার সম্পাদক ছিলেন –
(A) স্বর্ণকুমারী বসু
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) মণিলাল গঙ্গোপাধ্যায়
(D) সরলা দেবী।
37. ‘পদুমাবৎ’ কাব্যের রচয়িতা –
(A) সৈয়দ আলাওল
(B) মিঞা সাধন
(C) মুহম্মদ জায়সী
(D) মহম্মদ খান।
38. ‘বঙ্গবাসী’ পত্রিকার সম্পাদনা করতেন –
(A) যোগ্রন্দ্র চন্দ্র বসু
(B) অক্ষয় চন্দ্র সরকার
(C) উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(D) শ্রীশ চন্দ্র মজুমদার।
39. ‘কুসুমের মাস’ কাব্যর কবি –
(A) বুদ্ধদেব বসু
(B) দেবেন্দ্রনাথ সেন
(C) কালিদাস রায়
(D) অজিত দত্ত।
40. ‘ময়মনসিংহ গীতকা’-র সংগ্রাহক –
(A) দীনেশ চন্দ্র সেন
(B) চন্দ্রকুমার দে
(C) আশুতোষ ভট্টাচার্য
(D) সুকুমার সেন।
41. বঙ্কিম সমসাময়িক প্রাবন্ধিক হলেন –
(A) হীরেন্দ্রনাথ দত্ত
(B) নলিনীকান্ত গুপ্ত
(C) রামদাস সেন
(D) জগদানন্দ রায়।
42. বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনী লিখেছেন –
(A) পাঁচকড়ি দে
(B) শশধর দত্ত
(C) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
(D) সত্যজিৎ রায়।
43. বাংলায় চিত্রকলার সূত্রপাত –
(A) অশোকের সময়
(B) সেন যুগে
(C) পাল যুগে
(D) গুপ্ত যুগে।
44. অবনীন্দ্রনাথের একটি বিখ্যাত ছবির নাম –
(A) বঙ্গমাতা
(B) ভারতমাতা
(C) যক্ষ-যক্ষী
(D) ভারতবর্ষ।
45. বাংলা সিনেমা দেখানো প্রাতিষ্ঠানিক রূপ পায় যাঁর উদ্যোগে, তিনি হলেন –
(A) জে. এফ. ম্যাডান
(B) রুস্তমজী ধোতিওয়ালা
(C) বি. এন. সরকার
(D) মধু বসু।
46. নীচের আগন্তুক শব্দটি হল –
(A) গিরি
(B) ইঁদারা
(C) ঝাঁটা
(D) সাঁঝ
47. ‘আমার অনেক কাজ পড়ে আছে’ – এখানে ‘আমার’
(A) আত্মবাচক সর্বনাম
(B) নির্দেশক সর্বনাম
(C) পারস্পারিক সর্বনাম
(D) ব্যাক্তিবাচক সর্বনাম।
48. মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষাকে নিয়ে গড়ে উঠেছে, সেটি হল –
(A) রাঢ়ী
(B) বঙ্গালী
(C) কামরূপী
(D) ঝাড়খণ্ডী।
49. মস্তিষ্ক-কে ভাষা শেখার যন্ত্র LAD বলেছেন –
(A) সোস্যুর
(B) চমস্কি
(C) ব্লুমফিল্ড
(D) ফিশম্যান।
50. বাংলায় তাড়িত অল্পপ্রাণ ধ্বনি হল –
(A) র্
(B) ভূ
(C) ড়্
(D) ল্
51. দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি’-কে এককথায় বলে –
(A) দিসা
(B) দেহলী
(C) দ্রোণি
(D) দেয়াসীন।
52. ‘ধর্মঘট’ পদটি যে সমাসের উদাহরণ তা হল –
(A) নিমিত্ত তৎপুরুষ
(B) একশেষ দ্বন্দ্ব
(C) রূপক কর্মধারয়
(D) মধ্যলোপী বহুব্রীহি।
53. রবীন্দ্রনাথের ‘সমুদ্রের প্রতি’ কবিতাটি একটি বিখ্যাত –
(A) সনেট
(B) ওড
(C) এলিজি
(D) ভিলানেল।
54. ষড়যন্ত্রমূলক কমেডির দৃষ্টান্ত –
(A) বিবাহবিভ্রাট
(B) আবু হোসেন
(C) পরপারে
(D) চন্দ্রগুপ্ত।
55. বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্যদলের নাম –
(A) নান্দীপট
(B) নান্দীকার
(C) শতাব্দী
(D) নান্দী