২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

WBSSC History Pass Question Paper 2001

WBSSC History Pass Question Paper 2001. পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস পাস প্রশ্নপত্র ২০০১ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিমার্জিত WBSSC / SLST History Pass / Hons Question Paper with Answer (পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস পাস / অনার্স প্রশ্নপত্র ও উত্তর ) pdf Download Link নিম্নে দেওয়া হল।

Exam Name WBSSC
Exam Year2001
Total Question20
Question PatternSAQ (2 Marks)
Total Marks2×20=40
OrganizationWest Bengal School Service Commission

West Bengal School Service Commision History Pass Question Paper 2001 (পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস পাস প্রশ্নপত্র ২০০১)

(পরীক্ষার্থীর স্মৃতি থেকে সংগৃহীত)

  • 1. সিন্ধুসভ্যতার পতনকে কীভাবে ব্যাখ্যা করা হয়?
  • 2. মহাযান এবং হীনযান বৌদ্ধধর্মের মধ্যে প্রধান পার্থক্য কী?
  • 3. কৌটিল্য কোন্ সময় অর্থশাস্ত্র রচনা করেন? গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কী?
  • 4. পাল যুগে শিক্ষা, সাহিত্য এবং শিল্পের উৎকর্ষের কয়েকটি উদাহরণ দাও।
  • 5. অল-বেরুনী কে ছিলেন? সমকালীন ভারতবর্ষ সম্পর্কে তাঁর মতামত গুরুত্বপূর্ণ কেন?
  • 6. আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের প্রধান উদ্দেশ্য কী ছিল?
  • 7. দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেছিলেন? কেন করেছিলেন?
  • 8. ঔরঙ্গজেব অনুসৃত এমন তিনটি নীতির উল্লেখ করো, যা মোগল সাম্রাজ্যের পক্ষে ক্ষতিকর হয়েছিল?
  • 9. দেওয়ানি বলতে কী বোঝায়? কোন্ সালে কার কাছ থেকে কে দেওয়ানি লাভ করে?
  • 10. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের তিনজন নেতার নাম উল্লেখ করো। কোন্ কোন্ অঞ্চলে বিদ্রোহ ব্যাপকভাবে প্রসারলাভ করেছিল?
  • 11. বঙ্গভঙ্গের সঙ্গে স্বদেশি আন্দোলনের যোগসূত্র কী? বঙ্গভঙ্গ কবে রদ করা হয়েছিল?
  • 12. গান্ধিজি লবণকে আইন অমান্য আন্দোলনের মুখ্য উপলক্ষ করেছিলেন কেন?
  • 13. পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়? এই প্রস্তাবের তাৎপর্য কী?
  • 14. স্ট্রাফোর্ড ক্রিপস কে ছিলেন? কী প্রস্তাব নিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন?
  • 15. ওয়াভেল পরিকল্পনা কী ছিল?
  • 16. নেপোলিয়ন বোনাপার্টের পতনের তিনটি প্রধান কারণ উল্লেখ করো।
  • 17. কী কারণে ভিয়েনা সম্মেলন আহূত হয়েছিল? এই সম্মেলনে আগত দুই মুখ্য প্রতিনিধির নাম কী?
  • 18. কোন্ তিনটি যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল? ঐ সময় প্রাশিয়ার রাজা কে ছিলেন?
  • 19. ট্রিপল অ্যালায়েন্স এবং ট্রিপল আঁতাত গোষ্ঠীভুক্ত দেশগুলির নাম লেখো।
  • 20. প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল?

আরোও পড়ুন

West Bengal School Service Commission এর History Previous Years Question Paper নিচে দেওয়া হল।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস পাস কোর্স প্রশ্নপত্র

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস অনার্স (পি. জি.) প্রশ্নপত্র

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস SLST নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র

Leave a Comment