পাঠকরা লাইব্রেরিতে কেন যাবেন তার কারণগুলি জেনে নিন – (১) টাকা সাশ্রয়, (২) পড়ার সুন্দর পরিবেশ, (৩) রুচিশীল মানুষ হতে, (৪) সম্মান পেতে।
লাইব্রেরিতে কেন যাবেন
মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম হাতিয়ার হলো বই। আর বইয়ের অফুরন্ত ভান্ডার হলো লাইব্রেরি বা গ্রন্থাগার। একজন শিক্ষার্থী যদি নিয়মিত লাইব্রেরিতে সময় দেন, তাহলে তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের অনেক উপকার সাধিত হয়।
বই পড়ার মাধ্যমে আত্মোন্নয়নের পাশাপাশি সমাজে আলো ছড়ানো সম্ভব। লাইব্রেরিতে গেলে আরও কী কী উপকার পাওয়া যায় আজকে আমরা তাই দেখব।
সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষাসহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বিভিন্ন বই এবং বইয়ের লেখকদের নাম, কবি-সাহিত্যিকদের সম্পর্কে প্রশ্ন এসে থাকে।
ছাত্রজীবন থেকে কেউ যদি নিয়মিত লাইব্রেরিতে যাতায়াত করেন, তাহলে তাকে চাকরির প্রস্তুতির সময় কষ্ট করে আলাদাভাবে তোতাপাখির মতো এসব মুখস্থ করতে হবে না। লাইব্রেরিতে এসব বই দেখতে দেখতে আর পড়তে পড়তেই তাঁর বিভিন্ন বইয়ের লেখক সম্পর্কে জানা হয়ে যাবে।
এমন শিক্ষার্থী অন্য চাকরিপ্রার্থীদের তুলনায় এগিয়ে থাকবেন। এ ছাড়া লাইব্রেরিতে নিয়মিত পত্রিকা থাকে। সেখানে নিয়মিত পত্রিকা পড়লে চাকরির পরীক্ষায় দেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির প্রস্তুতিও অনেকাংশে হয়ে যাবে।
সম্মান পেতে লাইব্রেরি
এ সমাজে কে না সম্মান পেতে চায়! একজন শিক্ষার্থী যদি নিয়মিত লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন বই পড়েন, পত্রিকা পড়েন, তাহলে তিনি নানান বিষয়ের জ্ঞানে সমৃদ্ধ হবেন। ফলে সমাজে বিভিন্ন জায়গায় আড্ডায় ও আলোচনাতে তিনি গঠনমূলক কথা বলতে পারবেন। নিজের জ্ঞানের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে তিনি সমাজে দ্রুতই একটা অবস্থান করে নেবেন। এতে করে মানুষের চোখে এমন শিক্ষার্থীর প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি তৈরি হবে।
টাকা সাশ্রয় হবে
কোনো শিক্ষার্থী যদি নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করেন, তাহলে তাঁর অনেক টাকা বেঁচে যাবে। জীবনে পড়াশোনার বিকল্প নেই। লাইব্রেরিগুলোতে দেশি-বিদেশি অসংখ্য বই থাকে। একসঙ্গে একজন শিক্ষার্থীর পক্ষে এত বই কেনা সম্ভব হয় না। তা ছাড়া টাকার অভাবেও অনেকে বই কিনতে পারেন না। কিন্তু কেউ যদি নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করেন, তাহলে তাঁর এ খাতে টাকাগুলো সাশ্রয় করতে পারেন।
পড়ার সুন্দর পরিবেশ
পড়াশোনার জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করলে পড়ার সুন্দর পরিবেশ পাওয়া যায়। লাইব্রেরিতে গেলে দেখা যায়, সবাই নীরবে শুকনো বইয়ের পাতায় চোখে চোখ রেখে নিজেকে সমৃদ্ধ করছেন। চমৎকার এই পরিবেশ দেখে আপনি চাইলেও সময় নষ্ট করতে পারবেন না। তাই ওখানে যতটা সময় থাকা হবে, পুরো সময়ই পড়াশোনার কাজে ব্যয় করা হবে। আপনি পড়াশোনা করতে অনুপ্রেরণা পাবেন।
রুচিশীল মানুষ হতে
ভালো বই মানুষকে রুচিশীল বানায়। যে মানুষ যত ভালো বই পড়েন, তিনি তত উন্নত রুচির অধিকারী হন। লাইব্রেরিতে গেলে আপনি ভালো বইয়ের সন্ধান পাবেন। সেগুলো পড়লে ধীরে ধীরে আপনার মধ্যে উন্নত রুচির মানসিকতা তৈরি হবে। পৃথিবীর সবকিছু ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন। নিজেকে একাকী মনে হবে না। একাকিত্ব দূর করার অন্যতম সেরা জায়গা হলো লাইব্রেরি।