শব্দ গঠন বলতে বোঝায় যার মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়। একাধিক মৌলিক শব্দ বা মৌলিক শব্দের সাথে উপসর্গ, প্রত্যয়, বিভক্তি ইত্যাদি যোগ করে এই নতুন শব্দগুলি তৈরি করা হয়। এখন আমরা শব্দ গঠন উদাহরণ, স্বরবর্ণ দিয়ে, শুধু স্বরবর্ণ দিয়ে ইত্যাদি নানা ভাবে শব্দ গঠন দেখবো।
অ থেকে ঔ পর্যন্ত শব্দ গঠন
অ দিয়ে কয়েকটি শব্দ
অজগর, অজু, অটল, অতিথি, অমর, অলস, অহি |
আ দিয়ে কয়েকটি শব্দ
আইন, আখ, আগুন, আজান, আটা, আঠা, আতর, আতা, আদব, আদর, আদা, আপন, আপেল, আম, আমন, আমল, আরব, আরশ, আলনা, আলু, আলো, আশা, আশি, আসন, আসর, আসল, আয়ু |
ই দিয়ে কয়েকটি শব্দ
ইগল, ইট, ইতি, ইমারত, ইলিশ, ইশারা, ইসলাম |
ঈ দিয়ে কয়েকটি শব্দ
ঈগল (অপ্রমিত), ঈদ (অপ্রমিত) |
উ দিয়ে কয়েকটি শব্দ
উট, উঠান, উষা, উৎসব |
ঊ দিয়ে কয়েকটি শব্দ
ঊরু, ঊষর, ঊষা (অপ্রমিত)
ঋ দিয়ে কয়েকটি শব্দ
ঋজু, ঋণ, ঋতু, ঋষি
এ দিয়ে কয়েকটি শব্দ
এক, একক, একতা, এলাকা
ঐ দিয়ে কয়েকটি শব্দ
ঐক্য, ঐতিহ্য, ঐরাবত, ঐশী
ও দিয়ে কয়েকটি শব্দ
ওজন, ওজর, ওজু, ওঝা, ওল, ওষুধ, ওয়াদা, ওল, ওহি
ঔ দিয়ে কয়েকটি শব্দ
ঔরস, ঔষধ
ক দিয়ে কয়েকটি শব্দ
কই, কচু, কণা, কথা, কদম, কদর, কনুই, কপাল, কফি, কবর, কবি, কবুতর, কমলা, করমচা, কলম, কলস, কলা, কলি, কসম, কসাই, কাগজ, কাজল, কাতল, কাপড়, কাফন
খ দিয়ে শব্দ তৈরি
খই, খইল, খড়, খনি, খবর, খরচ, খরগোশ, খসড়া
গ দিয়ে শব্দ তৈরি
গগন, গজ, গজল, গজা, গণিত, গদি, গম, গরম, গরু (গোরু), গলা, গয়না/গহনা, গাজর
ঘ দিয়ে শব্দ তৈরি
ঘটি, ঘড়ি, ঘর
ঙ দিয়ে কয়েকটি শব্দ
নোঙর, ব্যাঙ, লাঙল, হাঙর
চ দিয়ে কয়েকটি শব্দ
চক, চড়ুই, চশমা
ছ দিয়ে কয়েকটি শব্দ
ছক, ছড়া, ছড়ি, ছতর, ছন, ছবি, ছয়
জ দিয়ে কয়েকটি শব্দ
জগ, জজ, জনক, জবা, জমি, জয়, জল
ঝ দিয়ে কয়েকটি শব্দ
ঝগড়া, ঝরনা, ঝলক, ঝড়
ঞ দিয়ে কয়েকটি শব্দ
মিঞ (বিড়ালের ডাক), মিঞা, বড়োমিঞা
ট দিয়ে কয়েকটি শব্দ
টগর, টফি, টব, টমটম, টমেটো, টহল
ঠ দিয়ে কয়েকটি শব্দ
ঠক, ঠগ, কাঠ, পাঠ, শঠ
ড দিয়ে কয়েকটি শব্দ
ডগা, ডজন, ডর, ডলার, ডাব
ঢ দিয়ে কয়েকটি শব্দ
অঢেল, ঢং, ঢল, ঢাকা, ঢেউ, ঢেকুর, ঢোল, ধনাঢ্য, বর্ণাঢ্য
ণ দিয়ে কয়েকটি শব্দ
ঋণ, কিরণ, কৃপণ, কোণ, গুণ, ঘুণ, চরণ, তরুণ, তৃণ, তোরণ, দূষণ, পণ, মসৃণ, লবণ, শণ, হরিণ
ত দিয়ে কয়েকটি শব্দ
তবলা, তরকারি, তরমুজ, তরুণ
থ দিয়ে কয়েকটি শব্দ
থলে, পথ
দ দিয়ে কয়েকটি শব্দ
দই, দর, দরদ, দল, দশ, দড়ি, দয়া
ধ দিয়ে কয়েকটি শব্দ
ধন, ধনিয়া, ধনুক, ধরণি
ন দিয়ে কয়েকটি শব্দ
নকল, নখ, নগদ, নগর, নদী, নফল, নবী (প্রমিত নবি), নরক, নরম, নল, নয়ন
প দিয়ে কয়েকটি শব্দ
পকেট, পটল, পণ, পতাকা, পথ, পদক, পরশ, পলক, পলি, পলাশ, পশম, পড়া
ফ দিয়ে কয়েকটি শব্দ
ফকির, ফজর, ফজল, ফটক, ফণা, ফরজ, ফড়িং, ফল, ফলক, ফসল
ব দিয়ে কয়েকটি শব্দ
বই, বউ, বক, বকুল, বছর, বট, বটি, বন, বর, বয়স, বরই, বরফ, বল, বলদ, বলাকা, বংশ
ভ দিয়ে কয়েকটি শব্দ
ভক্তি, ভবন, ভরসা, ভয়, ভর
ম দিয়ে কয়েকটি শব্দ
মই, মগ, মগজ, মটর, মণি, মন, মরু, মলম, মলা, মশা, মশক, মসজিদ, মহল, মহৎ, মহিষ, ময়না, ময়ূর
য দিয়ে কয়েকটি শব্দ
যব, যম, যমুনা
র দিয়ে কয়েকটি শব্দ
রকেট, রগ, রজনী, রণ, রতন, রব, রবি, রশি, রসুন, রহম, রং
ল দিয়ে কয়েকটি শব্দ
লতা, লবণ
শ দিয়ে কয়েকটি শব্দ
শখ, শজারু, শণ, শতক, শপথ, শরৎ, শলা, শসা, শসা, শহর
ষ দিয়ে কয়েকটি শব্দ
ষড়ঋতু, মহিষ
স দিয়ে কয়েকটি শব্দ
সই, সকল, সতেজ, সদয়, সদর, সন, সনদ, সফর, সফল, সবল, সবুজ, সভা, সময়, সমর, সরল, সরস, সরু, সহজ, সড়ক, সৎ, সংঘ
হ দিয়ে কয়েকটি শব্দ
হক, হকি, হজ, হজম, হরফ, হরিণ, হল হলুদ
ড় দিয়ে কয়েকটি শব্দ
অড়হর, অনড়, অসাড়, আঁচড়, আঁতুড়, আইড়, আগড়, আছাড়, আড়, আড়ং, আড়চোখ, আড়ত, আড়মোড়া, আড়ম্বর, আড়ষ্ট, আলোড়ন, আস্তাকুঁড়, উজাড়, উড়শ, ওড়না, কড়ই, কড়চা, কড়তা, কাপড়, কামড়, কুঁড়, কুড়, কুড়মুড়, কোঁচড়, কোঁড়, ক্রোড়, খড়, খড়ম, খিড়কি, খেলোয়াড়, খোঁয়াড়, গড়, গড়ন, গাড়ল, গুড়, গৌড়, ঘাড়, ঘূর্ণিঝড়, চড়, চড়ক, চাঙড়, চাপড়, ছাড়, ছাড়পত্র, জড়, জড়জগৎ, জড়তা, জাড়কাঁটা, জাবড়, জোগাড়, জোড়, জোড়সংখ্যা, ঝড়, ঝাড়, ঝাড়ন, ঝোপঝাড়, ঢ্যাঁড়শ, তড়কা, তুখোড়, থাপ্পড়, থুড়থুড়ে, থোড়, দাঁড়কাক, দেড়, দৌড়, ধড়, নড়চড়, নড়নচড়ন, নড়বড়, নড়বড়ে, নাছোড়, নাছোড়বান্দা, নিপীড়ন, নিবিড়, নীড়, পড়শি, পাঁড়, পাঁপড়, পাকড়, পাকুড়, পাড়, পাপড়, পাহাড়, পীড়ক, পীড়ন, পোকামাকড়, পোড়, ফোঁড়, ফোড়ন, বড়দা, বড়দি, বড়শি, বনবাদাড়, বাঁওড়, বাগাড়ম্বর, বাড়ই, বাড়তি, বাদুড়, বিজোড়, বিড়বিড়, বিড়ম্বন, বিতাড়ন, বেজোড়, বেড়, বেধড়ক, ভাঁড়, ভাগাড়, ভিড়, ভোঁদড়, মড়ক, মাকড়, মাকড়সা, মুড়কি, মোচড়, মোড়ক, মোড়ল, লেজুড়, লেজুড়বৃত্তি, শঙ্খচূড়, শড়কা, শিকড়, শুঁড়, শেকড়, ষড়, ষড়ঋতু, ষড়ভুজ, ষড়যন্ত্র, ষাঁড়, ষোড়শ, সড়ক, সড়কি, সাবাড়, সুড়ঙ্গ, সুড়সুড়, হড়কা, হাওড়, হাড়, হাড়গিলা, হাড়গিলে, হুড়কা, হুড়কি, হুড়কো, হুল্লোড়, হোঁদড়, হোড়
ঢ় দিয়ে কয়েকটি শব্দ
আষাঢ়, গাঢ়, গূঢ়, দৃঢ়, প্রৌঢ়, মূঢ়
য় দিয়ে কয়েকটি শব্দ
অক্ষয়, অছিয়ত, অতিশয়, অনুনয়, অন্বয়, অপচয়, অবয়ব, অভিনয়, আদায়, আধেয়, আনয়ন, আমাশয়, আয়, আয়তন, আয়ত্ত, আয়না, আলয়, আশয়, আশ্রয়, উদয়, উপায়, উভয়, এশীয়, কয়, কয়লা, কায়দা, কিশলয়, ক্রয়, ক্ষয়, গয়না, গায়ক, চয়ন, ছয়, জয়, জলাশয়, জলীয়, জাতীয়, জায়গা, জায়ফল, টয়লেট, তনয়, তন্ময়, তৃতীয়, দলীয়, দায়, দায়রা, দেশীয়, নবায়ন, নবুয়ত, নমনীয়, নয়, নয়ন, নায়ক, নিয়ত, নিয়তি, নিয়ন, নিয়ম, ন্যায়, পয়সা, পরিচয়, পানীয়, পায়রা, প্রলয়, প্রায়, প্রিয়, ফায়দা, বনায়ন, বয়কট, বয়লার, বয়স, বলয়, বায়না, বিজেয়, বিদায়, বিধায়, বিনয়, বিষয়, ব্যয়, ভয়, ভায়রা, ভূয়সী, ময়দা, ময়দান, ময়না, ময়লা, মহাশয়, মহোদয়, মেয়র, রসায়ন, রায়, রেয়ন, লয়, শয়তান, শয়ন, শরিয়ত, শিয়র, শ্রেয়, সংশয়, সঞ্চয়, সঞ্জয়, সদয়, সমবায়, সময়, সয়লাব, সহায়, সহায়ক, সায়, সায়, সৈয়দ, স্বীয়, হয়রান, হৃদয়
ৎ দিয়ে কয়েকটি শব্দ
অর্থাৎ, ঈষৎ, উৎকট, উৎকণ্ঠা, উৎকর্ণ, উৎকর্ষ, উৎকোচ, উৎখাত, উৎপন্ন, উৎপল, উৎপাটন, উৎপাত, উৎপাদ, উৎপাদক, উৎপাদন, উৎপীড়ন, উৎস, উৎসব, উৎসর্গ, উৎসাহ, উৎসাহী, কদাচিৎ, কিয়ৎ, কুৎসা, কুৎসিত, ক্বচিৎ, গৎ, চমৎকার, চলৎ, চিকিৎসা, চিৎ, চিৎকার, ছলাৎ, জগৎ, তড়িৎ, তৎকাল, তৎপর, তৎপরতা, তৎসম, তাবৎ, তৃণবৎ, দৈবাৎ, নাৎসি, পথিকৃৎ, পরভৃৎ, পশ্চাৎ, পিৎজা, ফুৎকার, বৎস, বৎসর, বৎসল, বিবৎসা, বীভৎস, বীরুৎ, বৃহৎ, ভর্ৎসনা, মৎস্য, মহৎ, মৃৎ, যকৃৎ, শরৎ, সংবিৎ, সৎ, সৎকার, সোৎসাহ, হঠাৎ, হৃৎ
ং দিয়ে কয়েকটি শব্দ
অংশ, আংটা, আংটি, আড়ং, ইংরেজি, ইংলিশ, এবং, কংস, কিংবা, কুংফু, গং, গাং, ঘুংনি, চিংড়ি, চেকিং, চোং, জং, জংকার, জংলি, জংশন, ঝংকার, টং, ঢং, তাং, দংশন, দংশা, ধ্বংস, নং, নৃশংস, নোংরা, পাংশু, পালং, পুটিং, পুডিং, ফড়িং, বংশ, বংশী, বরং, বাংলা, বাংলো, বিংশ, বেডিং, ব্যাং, ব্যাং, ভয়ংকর, ভাংতি, ভেংচি, ভ্রংশ, মাংস, মিটিং, রং, রংধনু, রংবাজ, রংমহল, রাং, রাংতা, রেলিং, লং, লংকা, লজিং, লেংটি, ল্যাং, শংকর, শিং, সং, সংকট, সংকর, সংকলন, সংকেত, সংকোচ, সংগঠন, সংগত, সংগীত, সংঘ, সংঘটন, সংঘাত, সংবরণ, সংবাদ, সংবিৎ, সংযত, সংযম, সংযমী, সংযোগ, সংলাপ, সংশয়, সংসদ, সংসার, সংহতি, সংহার, সাং, সাংসদ, সারেং, সিংহ, সিলিং, স্বয়ং, হংস, হিংসা
ঃ দিয়ে কয়েকটি শব্দ
অতঃপর, অধঃপতন, অন্তঃকরণ, অন্তঃকলহ, অন্তঃকোণ, অন্তঃপুর, অন্তঃসত্তা, অন্তঃসত্ত্বা, অন্তঃসারশূন্য, অন্তঃস্থ, ইতঃপূর্বে, দুঃখ, দুঃশাসন, দুঃসময়, দুঃসহ, দুঃসাধ্য, দুঃসাহস, দুঃসাহসিক, দুঃসাহসী, দুঃস্থ, দুঃস্বপ্ন, নিঃশব্দ, নিঃশর্ত, নিঃশেষ, নিঃশ্বাস, নিঃসংকোচ, নিঃসঙ্গ, নিঃসন্তান, নিঃসম্বল, নিঃসহায়, নিঃসৃত, নিঃস্ব, নিঃস্বার্থ, পয়ঃপ্রণালি, পুনঃপ্রচার, পুনঃপ্রবেশ, পৌনঃপুনিক, প্রাতঃকাল, প্রাতঃস্মরণীয়, বয়ঃপ্রাপ্ত, বয়ঃসন্ধি, বহিঃপ্রকাশ, বহিঃশক্তি, বহিঃশত্রু, বহিঃশুল্ক, বহিঃস্থ, বহিঃস্থিত, মনঃকল্প, মনঃকষ্ট, মনঃক্ষুণ্ন, মনঃপীড়া, শিরঃকোণ, শিরঃপীড়া, স্বতঃপ্রণোদিত, স্বতঃপ্রবৃত্ত, স্বতঃপ্রমাণিত, স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত, স্রোতঃস্বিনী
ঁ দিয়ে কয়েকটি শব্দ
আঁকা, আঁখি, আঁচ, আঁচড়, আঁচল, আঁটি, আঁত, আঁতুড়, আঁধার, আঁশ, ইঁদুর, উঁকি, উঁচু, কাঁকর, কাঁচা, কাঁচি, কাঁটা, কাঁদা, কাঁধ, কাঁপন, কাঁপা, কাঁসর, কাঁসা, কুঁচ, কুঁজ, কুঁজো, কুঁড়া, কুঁড়ি, কেঁচো, খাঁচা, খাঁজ, খাঁটি, খুঁটি, খুঁড়া, খোঁচা, খোঁজা, খোঁটা, খোঁড়া, খোঁপা, গঁদ, গাঁ, গাঁট, গাঁথা, গাঁদা, গিঁট, গুঁড়া, গুঁড়ি, গুঁতা, গোঁ, গোঁজা, গোঁড়া, গোঁফ, ঘাঁটা, ঘাঁটি, ঘুঁটি, চাঁছা, চাঁটা, চাঁদ, চাঁদা, ছাঁকনি, ছাঁচ, ছাঁট, ছাঁটা, ছাঁদ, ছিঁড়া, ছুঁচ, ছুঁচা, ছুঁচো, ছেঁড়া, ছোঁয়া, জাঁক, জাঁতা, জুঁই, জোঁক, ঝাঁক, ঝাঁকি, ঝাঁজ, ঝাঁজরি, ঝাঁঝ, ঝাঁটা, ঝাঁপ, ঝাঁপি, ঝিঁঝি, ঝুঁকা, ঝুঁকি, ঝুঁটি, ঝোঁক, ঝোঁকা, টাঁক, ঠাঁই, ঠুঁটো, ঠেঁটি, ডাঁটা, ঢেঁকি, ঢোঁড়া, তাঁত, তাঁতি, তাঁবু, তুঁত, থোঁতা, দাঁড়, দাঁড়া, দাঁড়ি, দাঁত, ধাঁচ, ধাঁধা, ধোঁকা, ধোঁয়া, পঁচিশ, পাঁক, পাঁচ, পাঁজর, পাঁজা, পাঁজি, পাঁঠা, পাঁড়, পাঁপড়, পাঁপর, পিঁড়ি, পুঁই, পুঁজ, পুঁজি, পুঁটি, পুঁতা, পেঁপে, পোঁতা, পৌঁছা, প্যাঁচা, ফাঁক, ফাঁকা, ফাঁকি, ফাঁড়া, ফাঁড়ি, ফাঁদ, ফাঁপর, ফাঁপা, ফাঁস, ফাঁসি, ফুঁ, ফুঁকা, বাঁওড়, বাঁক, বাঁকা, বাঁচা, বাঁজা, বাঁটা, বাঁদর, বাঁধ, বাঁধন, বাঁশ, বাঁশি, বিঁধা, বুঁদ, বেঁটে, বোঁটা, ভাঁজ, ভাঁজা, ভাঁটা, ভাঁড়, ভুঁড়ি, ভেঁপু, ভোঁতা, ভোঁদড়, রাঁধা, শাঁখ, শাঁখা, শাঁস, শুঁড়, শোঁকা, ষাঁড়, সাঁকো, সাঁঝ, সাঁটা, সাঁতার, সিঁড়ি, সিঁথি, সিঁধ, সুঁই, সেঁকা, হাঁটা, হাঁটু, হাঁড়ি, হাঁস, হুঁকা, হুঁশ, হেঁট, হোঁচট, হ্যাঁ
(FAQ) শব্দ গঠন থেকে জিজ্ঞাস্য?
এক কাল থেকে অন্য যুগে পরিবর্তন করাকেও শব্দ গঠনের এক প্রকার হিসাবে বিবেচনা করা যেতে পারে, কারণ শব্দটি ইংরেজি ভাষায় বারোটি ভিন্ন কালকে নির্দেশ করতে অনুপ্রাণিত হয়।
(i) কৃৎ প্রত্যয় যোগে পড় আ-পড়া, পঠ+ অক পাঠক ইত্যাদি। যা তদ্ধিত প্রত্যয়যোগেঃ কলম দানি: কলমদানি, নাম তা নামতা ইত্যাদি।৫ বিভক্তির সাহায্যে শব্দ গঠন শব্দের শেষে বিভক্তি যোগ করেও নতুন শব্দ গঠন করা যায়।
গঠনের দিক থেকে শব্দ দুই প্রকার। যথা- (i) মৌলিক শব্দ ও (ii) সাধিত শব্দ।