ক্ষুদিরাম বসুর বাণী
ক্ষুদিরাম বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অমর নাম। দেশের স্বাধীনতার জন্য ফাঁসির মঞ্চে যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাঁদের মধ্যে প্রথম বিপ্লবী ছিলেন তিনি। ভারতবর্ষকে স্বাধীন করতে ক্ষুদিরাম বসুর এই আত্মত্যাগ আজও অনুপ্রেরণা যোগায় এবং উৎসাহিত করে দেশপ্রেমের অগ্নিমন্ত্রে শপথ নিতে।
জীবন অত্যন্ত সুখদ, যখন তাকে শেষ করে দেওয়া হয়। – “Life is most enjoyable when it ends.”
আমরা স্বয়ংক্রিয় হয়ে থাকি, কিন্তু আমরা প্রতিনিধি নয়। – “We are active, but we are not representatives.”
জীবনে কিছু বিশেষ করতে চাইলে আপনার কর্মগতি উত্তম হতে হবে। – “If you want to do something special in life, your performance must be excellent.”
কষ্ট ভোগ যদি সহজ হত, তবে সবাই এটা করত। – “If suffering were easy, everyone would do it.”
একটি উদ্দেশ্য নির্ধারণ না করা হলে পূর্ণাঙ্গ জীবন কেন্দ্রিক হয় না। – “Without setting a goal, life cannot be fully centralized.”
সত্য বলার দায়িত্ব রাষ্ট্রদুতেরও চলে। – “The responsibility of speaking the truth applies to diplomats as well.”
সত্য বলতে পারলে প্রত্যেকের সম্মান তাকালে। – “If one can tell the truth, everyone will respect them.”
মানুষ জীবনের সাথে ভয়ংকর সম্পর্ক আছে, সেটি চিন্তাটি ভয়ংকর। – “There is a terrible relationship between humans and life, and that thought is terrible.”
সমস্ত মানবজাতি আকাশে প্রতিচ্ছবি বারান্নিক ছেঁড়ে দিলে সে মাটি তোলে তিনি ভাঙবেন না। – “If all humanity throws shadows on the sky, he will not break the soil.”
বিশ্বের যেকোনো স্থানে আমি হিন্দু হই না, আমি একজন মুক্ত আধুনিক বাংলাদেশি। – “I am not a Hindu anywhere in the world, I am a free modern Bangladeshi.”
সত্য অধিক প্রভাবশালী তারকা। – “Truth is a highly influential star.”
শান্তি হল প্রতিনিধিত্বের মতো একটি গুণ। – “Peace is a quality like representation.”
কখনও ভুলে যাওয়া যেতে না, এটি আগামীর জন্য ঘটে যেতে পারে। – “Never forget, it can happen in the future.”
আমি সমস্ত ভুলের জন্য দায়ী নই, কেবল আমরা সবাই হ্রদেদ্বেষি। – “I am not responsible for all mistakes, we are all heart-haters.”
আরাম দেওয়া ও প্রসঙ্গবিধুন আমার ক্ষমতার অন্যতম হাতিয়ার। – “Giving rest and arranging meetings are my main weapons of power.”
স্বেচ্ছাসেবকের জন্য প্রেরণা দিতে হবে। – “Volunteers must be motivated.”
আমি আমার জীবনের মাধ্যমে অধিকারকে গড়ে তুলেছি। – “I have built rights through my life.”
ঝুঁকি সাতক নেই, কিন্তু যে তা গ্রহণ করেন তার জন্য সাতক একেবারেই পর্যাপ্ত। – “There is no danger of seven, but it is more than enough for those who accept it.”
আমি একজন স্বেচ্ছাসেবক হিসাবে জীবনের নির্দেশনা পালন করে চলেছি। – “I have pursued the directives of life as a volunteer.”
উচ্ছ্বাসিত আলাপ সাধারণত ভোগ করা যেতে না। – “Elevated conversations are generally not enjoyed.”
বিভাজন বিপ্লব শেষ করে একজোটে উত্থান করার সময়। – “Time to rise together after the end of the partition revolution.”
জীবন প্রতিয়াগ করলে কোনও নষ্টজনক সম্পর্ক নষ্ট হয় না। – “When life is boycotted, no harmful relationship is lost.”
আমার কর্মক্ষেত্র সদাই অনন্ত। – “My field of work is always infinite.”
শপথ নেওয়ার সময় আমার মধ্যে একটি কথা ছিল, আমি একজন পতিত মানব। – “When taking an oath, I had one thing in my mind, I am a fallen human being.”
একবার বিদায় দে মা ঘুরে আসি
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী