বি. এ. জেনারেল (1st Semister) ইতিহাস তৃতীয় অধ্যায়: হরপ্পা সভ্যতা থেকে ৫ নাম্বারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন – সিন্ধু সভ্যতার ব্যাপ্তি নির্ণয় করা হল।
সিন্ধু সভ্যতার ব্যাপ্তি নির্ণয় কর
প্রশ্ন:- সিন্ধু সভ্যতার ব্যাপ্তি নির্ণয় কর।
ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা স্যার জন মার্শালের তত্ত্বাবধানে ১৯২১ খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি হরপ্পায় এবং ১৯২২ খ্রিস্টাব্দে বাঙালি প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদাড়োতে সিন্ধু সভ্যতার নিদর্শন খুঁজে পান।
সিন্ধু নদের বিস্তীর্ণ অববাহিকা জুড়ে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। সিছু উপত্যকার উল্লেখযোগ্য কেন্দ্রগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদাড়ো, চানহুদাড়ো, সুতকাজেনদোর ইত্যাদি। তবে এই সভ্যতার বিস্তৃতি কেবলমাত্র সিন্ধু-উপত্যকা অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না। পশ্চিমে ইরান ও পাকিস্তানের মধ্যবর্তী অঞ্চলে, উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে কাম্বে উপসাগর পর্যন্ত এই সভ্যতা প্রসারিত ছিল।
গুজরাটে ভোগাবর নদীর তীরে লোথাল, শতদ্রু নদীর তীরে রোপার, ঘর্ঘরা নদীর তীরে কালিবঙ্গান, উত্তরপ্রদেশের আলমীরপুর প্রভৃতি স্থানেও এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এই সভ্যতা পূর্ব-পশ্চিমে প্রায় ১১০০ কিমি ও উত্তর-দক্ষিণে ১৬০০ কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল।