ভারতের দীনদয়াল পোর্টে অ্যাপ্রেন্টিস
বিভিন্ন ট্রেডে ৭০ জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে দীনদয়াল পোর্ট অথরিটি। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, ১৯৬১ ও অ্যাপ্রেন্টিসশিপ (অ্যামেন্ডমেন্টস) রুলস, ২০১৯ অনুসারে ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ক্যাটেগরিতে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি নম্বর
এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর ML/PS/1503/2024-25.
ক্যাটেগরি অনুসারে আসনের বিবরণ
অ্যাপ্রেন্টিস
শূন্যপদ
ফিটার ১টি, ড্রাফটসম্যান (সিভিল) ১টি, মেকানিক (ডিজেল) ১টি, ইলেক্ট্রিশিয়ান ২টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট/প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট ৫টি, স্টেনোগ্রাফার (ইংলিশ) ৫টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ১টি।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট।
স্টাইপেন্ড
নির্দিষ্ট মাসিক ১৪,০০০ টাকা।
সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ
৫টি।
শিক্ষাগত যোগ্যতা
যে-কোনও শাখায় স্নাতক।
স্টাইপেন্ড
নির্দিষ্ট মাসিক ১৮,০০০ টাকা।
টেকনিক্যাল (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস
শূন্যপদ
মেকানিক্যাল ৫টি, ইলেক্ট্রিক্যাল ৫টি, সিভিল ৫টি, ইলেক্ট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/ইনফর্মেশন টেকনোলজি ২টি।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা।
স্টাইপেন্ড
নির্দিষ্ট মাসিক ১৬,০০০ টাকা।
ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস
শূন্যপদ
মেকানিক্যাল ৫টি, ইলেক্ট্রিক্যাল ৫টি, সিভিল ৫টি, ইলেক্ট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/ইনফর্মেশন টেকনোলজি ২টি।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি।
স্টাইপেন্ড
নির্দিষ্ট মাসিক ১৮,০০০ টাকা।
গ্র্যাজুয়েট (জেনারেল স্ট্রিম)
শূন্যপদ
১৫টি।
শিক্ষাগত যোগ্যতা
যে-কোনও শাখায় স্নাতক। বিসিএ বা বিবিএ ডিগ্রিধারীরাও আবেদনের যোগ্য।
স্টাইপেন্ড
নির্দিষ্ট মাসিক ১৮,০০০ টাকা।
সংরক্ষিত আসন
প্রতিটি ক্ষেত্রেই সংরক্ষিত ক্যাটেগরি ও দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকবে।
ট্রেনিংয়ের মেয়াদ
সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট শাখার ক্ষেত্রে ১৫ মাস। বাকি সবকটি ট্রেড ও শাখার ক্ষেত্রে ১ বছর।
বয়স
১০-১২-২০২৪ তারিখে ২৮ বছরের মধ্যে। তফসিলি-রা ৫, ওবিসি-রা ৩ বছরের ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে।
আবেদন বা দরখাস্ত
প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে https://apprenticeshipindia.gov.in । ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://nats.education.gov.in এর পর অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.deendayalport.gov.in ।
দরখাস্ত বা আবেদনের শেষ তারিখ
অনলাইন আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর। অনলাইন আবেদনের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের ফটো ও প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
জরুরী নির্দেশ
বিশদ জানতে দেখুন উপরোক্ত ওয়েবসাইট।