২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

ক্লাসের পড়ায় কাজে লাগে যে সব এ আই টুল

ক্লাসের পড়ায় কাজে লাগে যে সব এ আই টুল

গ্রামারলি

নানা প্রয়োজনে ক্লাসের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে ই-মেইলও লিখতে হয় ইংরেজিতে। ইংরেজি লিখতে গিয়ে অনেকেরই বানান বা ব্যাকরণগত ভুল হয়। এ ক্ষেত্রে এ আই নির্ভর ওয়েবসাইট গ্রামারলি বেশ কাজের, যেখান থেকে শিক্ষার্থীরা যেকোনো ইংরেজি লেখার বানান ও ব্যাকরণগত ভুল ঠিক করে নিতে পারেন। দ্রুতগতিতে ব্যাকরণ, বানান, বিরামচিহ্ন ও লিখনশৈলী ঠিক করার পাশাপাশি লেখার ধরন উন্নত করতে কাজ করে গ্রামারলি। আপনার লেখার কোথায় কী ধরনের ভুল হচ্ছে, কীভাবে সেগুলো শুধরে নেওয়া যায়, চাইলে গ্রামারলি ব্যবহার করে শিখে নিতে পারেন। ওয়েবসাইট : www.grammarly.com

নোশন অ্যাপ

এখন দেখা যায় বিশ্ববিদ্যালয়ে চারটা কোর্সের চারটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। আবার ক্লাসের ভেতর যখন গ্রুপ প্রজেক্ট জমা দিতে হয়, সেসবের জন্য আলাদ্য গ্রুপ খুলতে হয়। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, ক্লাস প্রেজেন্টেশনসহ নানা কাজে শিক্ষার্থীরা পুরো সপ্তাহ ব্যস্ত থাকেন। সবকিছু মাথায় রাখা কঠিন। এই সমস্যা সমাধানে নোশন অ্যাপ বেশ কার্যকর। বিভিন্ন কাজের তথ্য, প্রয়োজনীয় নোটিশের ছবি, লেখাসহ নানা কিছু এই অ্যাপে সংরক্ষণ করে রাখা যায়। ক্লাস নোট নেওয়া, বিভিন্ন অ্যাইনমেন্ট ও গ্রুপের কাজ ব্যবস্থাপনাসহ দৈনন্দিন সব কাজের তথ্যাদি তালিকা আকারে রাখাতে নোশন অ্যাপ ব্যবহার করতে পারেন। ওয়েবসাইট : www.notion.so

চ্যাটজিপিটি

শিক্ষার্থীদের কাছে চ্যাটজিপিটিই সম্ভবত সবচেয়ে জনপ্রিয়। এমনকি গুগল সার্চের বদলেও অনেকে তথ্য অনুসন্ধানের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করতে শুরু করেছেন। বন্ধুর সঙ্গে গল্প করার মতো করেই আপনি চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশনের কাজ গুছিয়ে নিতে অনেকে চ্যাটজিপিটি ব্যবহার করেন। পরীক্ষার আগে নিজেকে যাচাই করার জন্যও আপনি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন। নির্দিষ্ট কিছু তথ্য দিয়ে আপনি যদি চ্যাটজিপিটিকে প্রশ্নপত্র তৈরি করে দিতে বলেন, সে চমৎকার সাড়া দেবে। ফলে মডেল টেষ্ট দেওয়া সহজ হয়ে যাবে। তবে ‘কপি-পেষ্ট করা যাবে না একদমই। কোনো টেক্সট চ্যাটজিপিটি বা এ আই-এর সাহায্য নিয়ে লেখা কিনা, তা-ও কিন্তু এ আই ব্যবহার করেই বের করে ফেলা যায়। ওয়েবসাইট। chatgpt.com ।

ডাল-ই

মূলত ছবি বা ডিজাইন তৈরির টুল হল ডাল-ই। চ্যাটজিপিটির মতো ডাল-ই-ও প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই-এর তৈরি। ক্লাসের প্রেজেন্টেশনসহ ভিজ্যুয়াল আর্টনির্ভর নানা কাজে শিক্ষার্থীরা এই টুলটি ব্যবহার করতে পারেন। ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্যও এ ধরনের টুলের ব্যবহার শিখে রাখা ভালো। ওয়েবসাইট। openai.com/index/dall-e-3 ।

মেন্ডেলি

নানা প্রয়োজনেই এখন অ্যাসাইনমেন্ট ও ক্লাসওয়ার্কের জন্য বিভিন্ন সাময়িকী, গবেষণাপত্র ও বই থেকে নিবন্ধ-প্রবন্ধ পড়তে হয়। এত এত পিডিএফ আর ওয়েবসাইটের তথ্য পড়ে লেখার সময় ব্যবহার করতে মেন্ডেলি রেফারেন্স ম্যানেজমেন্ট টুল বেশ সহায়ত করে। এই টুলের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের গবেষণাপত্র ও বিভিন্ন নিবন্ধ গুছিয়ে রাখতে পারেন। ওয়েবসাইট : www.mendeley.com ।

নোটবুক এলএম

গুগলের নোটবুকএলএমে বিভিন্ন লেখা পডকাস্ট আকারে শোনার সুযোগ আছে। ক্লাসের বিভিন্ন বই ও পিডিএফ, ওয়েবসাইট, ইউটিউব ভিডিও, অডিও ফাইল, গুগল ডক বা গুগল ফ্লাইড আপলোড করে সংক্ষিপ্ত আকারে পড়ার সুযোগ করে দেয় এই টুল। ব্যবহারের ঠিকানা – notebooklm.google

মাইক্রোসফট কোপাইলট

শিক্ষার্থীরা ক্লাসরুমের বিভিন্ন কাজের জন্য মাইক্রোসফট কোপাইলট ব্যবহার করতে পারেন। বিভিন্ন তথ্য সংক্ষিপ্ত করা, অ্যাসাইনমেন্টের জন্য ধারণা নেওয়া, জটিল ধারণার সহজ উপস্থাপন ও ব্যাখ্যা পাওয়া, লেখার দক্ষতা উন্নত করা, প্রশ্নের দ্রুত উত্তর খুঁজে নেওয়া, এমন নানা কাজে অনেকে এই টুলের সহায়তা নেন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টের মতো অ্যাপ্লিকেশান গাইড্রেনসফট কোপাইলট ব্যবহার করা যায়। বিস্তারিত দেখতে পারেন এখানে – copilot.microsoft.com ।

পিডিএফ এ আই

ক্লাসের নানা প্রয়োজনে শিক্ষার্থীদের প্রচুর পিডিএফ পড়তে হয়। এত এত পিডিএফের হাজার হাজার পৃষ্ঠার তথ্য মনে রাখা বা খুঁজে বের করা কঠিন। এ ক্ষেত্রে পিডিএফ এ আই বেশ কার্যকর একটা টুল। পিডিএফ ডকুমেন্টের তথ্য নোট আকারে জানতে ও বুঝতে সহায়তা করে এই প্ল্যাটফর্মটি। বিস্তারিত দেখুন – pdf.ai

গামা অ্যাপ

এআই নির্ভর একটি অনলাইন অ্যাপ হল গামা। এই অ্যাপের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে টেক্সট থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ডকুমেন্ট। আর ওয়েবসাইট তৈরি করা যায়। বিস্তারিত পাবেন এখানে – gamma.app ।

Leave a Comment