ক্ষীর ডুবি মুগ পাকন পিঠা

সুস্বাদু ক্ষীর ডুবি মুগ পাকন পিঠা

ক্ষীর ডুবি মুগ পাকন পিঠা বানানোর উপকরণ

  • ২ কাপ মুগ ডাল
  • ৪ কাপ লিকুইড দুধ
  • ২ টো এলাচ
  • ১/২ কাপ চিনি
  • পরিমাণ মত জল
  • ১ কাপ চালের গুঁড়ো
  • ১ কাপ গুঁড়ো দুধ
  • ১ চিমটি লবণ

সুস্বাদু ক্ষীর ডুবি মুগ পাকন পিঠা প্রস্তুত প্রণালী

  • (১) প্রথমে মুগডাল ভেজে নিতে হবে হালকা আঁচে। তারপর এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে।
  • (২) এবার একটা কড়াইয়ে দুধ দিয়ে দিতে হবে এক চিমটি লবণ। তারপর মুগ ডাল দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করতে হবে এবং নাড়তে হবে যেন তলায় লেগে না যায়।
  • (৩) ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে মুগ ডাল গুলো ঘুটনি সাহায্যে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশান হয়ে গেলে চালের গুঁড়ো দিয়ে আবার একটা ডো তৈরি করতে হবে।
  • (৪) ডো হয়ে গেলে অল্প সাদা তেল নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে মাখানো হলে অল্প অল্প ডো নিয়ে ডিজাইন করে নিতে হবে ইচ্ছামত। এখানে ছাচ দিয়ে ডিজাইন করে নিয়েছি।
  • (৫) অন্যদিকে একটা কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে পিঠা গুলো দিয়ে দিতে হবে দুই পাশ লালচে হয়ে গেলে তুলে নিতে হবে।
  • (৬) এবার জল, গুঁড়ো দুধ, দুটো এলাচ আর ১/২ কাপ চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার গ্যাস অফ করে দিতে হবে।
  • (৭) তারপর তুলে রাখা মুগপাকন পিঠা গুলো হাল্কা গরম মালাইয়ের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ২০ মিনিট পর রেডি হয়ে যাবে ক্ষীর ডুবি মুগ পাকন পিঠা।

Leave a Comment