২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

SLST: প্রার্থনা সমাজ

প্রার্থনা সমাজ: SLST MCQ Question Suggestion প্রার্থনা সমাজ থেকে WBSSC / SLST পরীক্ষার জন্য MCQ Question Answer Suggestion দেওয়া হল।

WBSLST: প্রার্থনা সমাজ

১। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় –

(ক) মহারাষ্ট্রে

(খ) পাঞ্জাবে

(গ) বোম্বাইয়ে

(ঘ) বাংলায়

উত্তর:- (ক) মহারাষ্ট্রে।

২। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬৮ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে।

৩। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন –

(ক) মহাদেব গোবিন্দ রানাডে

(খ) আত্মারাম পান্ডুরঙ্গ

(গ) রামকৃষ্ণ ভাণ্ডারকর

(ঘ) দীনবন্ধু এণ্ড্রুজ

উত্তর:- (খ) আত্মারাম পান্ডুরঙ্গ।

৪। আত্মারাম পান্ডুরঙ্গ কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন?

(ক) রাজা রামমোহন রায়

(খ) শ্রী রামকৃষ্ণ

(গ) স্বামী দয়ানন্দ সরস্বতী

(ঘ) কেশব চন্দ্র সেন

উত্তর:- (ঘ) কেশব চন্দ্র সেন।

৫। প্রার্থনা সমাজের প্রাণপুরুষ ছিলেন –

(ক) মহাদেব গোবিন্দ রানাডে

(খ) আত্মারাম পান্ডু রঙ্গ

(গ) রামকৃষ্ণ ভান্ডারকর

(ঘ) দীনবন্ধু অ্যান্ড্রুজ

উত্তর:- (ক) মহাদেব গোবিন্দ রানাডে।

৬। মহাদেব গোবিন্দ রানাডে ছিলেন –

(ক) কলকাতা হাইকোর্টের বিচারপতি

(খ) মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি

(গ) বোম্বাই হাইকোর্টের বিচারপতি

(ঘ) বোম্বাই হাইকোর্টের ব্যারিস্টার

উত্তর:- (গ) বোম্বাই হাইকোর্টের বিচারপতি।

৭। কার উদ্যোগে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠিত হয় –

(ক) আত্মারাম পান্ডু রঙ্গ

(খ) মহাদেব গোবিন্দ রানাডে

(গ) রামকৃষ্ণ ভান্ডারকর

(ঘ) দীনবন্ধু অ্যান্ড্রুজ

উত্তর:- (খ) মহাদেব গোবিন্দ রানাডে।

৮। মহাদেব গোবিন্দ রানাদের উদ্যোগে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৮৬৪ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে

উত্তর:- (ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে।

৯। স্ত্রী শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে পুনা শহরে বালিকা বিদ্যালয় স্থাপন করেন –

(ক) মহাদেব গোবিন্দ রানাডে

(খ) আত্মারাম পান্ডু রঙ্গ

(গ) রামকৃষ্ণ ভান্ডারকর

(ঘ) দীনবন্ধু অ্যান্ড্রুজ

উত্তর:- (ক) মহাদেব গোবিন্দ রানাডে।

১০। স্ত্রী শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে মহাদেব গোবিন্দ রানাডে পুনা শহরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন –

(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬১ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬৩ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮৬২ খ্রিস্টাব্দে।

১১। দাক্ষিণাত্য শিক্ষা সমাজ বা দোকান এডুকেশন সোসাইটি গঠন করেন –

(ক) আত্মারাম পান্ডু রঙ্গ

(খ) মহাদেব গোবিন্দ রানাডে

(গ) রামকৃষ্ণ ভান্ডারকর

(ঘ) দীনবন্ধু অ্যান্ড্রুজ

উত্তর:- (খ) মহাদেব গোবিন্দ রানাডে।

১২। মহাদেব গোবিন্দ রানাডে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ বা দোকান এডুকেশন সোসাইটি গঠন করেন –

(ক) ১৮৮১ খ্রিস্টাব্দে

(খ) ১৮৮২ খ্রিস্টাব্দে

(গ) ১৮৮৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮৪ খ্রিস্টাব্দে

উত্তর:- (ঘ) ১৮৮৪ খ্রিস্টাব্দে।

১৩। ডেকান এডুকেশন সোসাইটির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় –

(ক) পুনার ফার্গুসন কলেজ

(খ) সাংলির উইলিংডন কলেজ

(গ) ক ও খ উভয়েই

(ঘ) সারদা সদন

উত্তর:- (গ) ক ও খ উভয়েই।

১৪। পুনায় সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৮৬৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে।

১৫। মহারাষ্ট্রের সংস্কার আন্দোলনের ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন –

(ক) জ্যোতিবা ফুলে

(খ) সাবিত্রী বাই ফুলে

(গ) গোপাল হরি দেশমুখ

(ঘ) উপরের সকলেই

উত্তর:- (ঘ) উপরের সকলেই।

১৬। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন –

(ক) জ্যোতিবা ফুলে

(খ) সাবিত্রী বাই

(গ) গোপাল হরি দেশমুখ

(ঘ) গোপাল গনেশ আগারকার

উত্তর:- (ক) জ্যোতিবা ফুলে।

১৭। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন –

(ক) ১৮৭১ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৪ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮৭৩ খ্রিস্টাব্দে।

১৮। সত্যশোধক সমাজের মুখপত্র ছিল –

(ক) দীনবন্ধু

(খ) দীনমিত্র

(গ) গুলামগিরি

(ঘ) কোনোটিই নয়

উত্তর:- (খ) দীনমিত্র।

১৯। জ্যোতিবা ফুলের উচিত গ্রন্থ হল –

(ক) ব্রাহ্মণাচে কসাব

(খ) শ্বেতকার্যচ অসুদ (কৃষকদের চাবুক)

(গ) গুলামগিরি

(ঘ) উপরের সবগুলি

উত্তর:- (ঘ) উপরের সবগুলি।

২০। ১৯২৪ খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন –

(ক) শ্রী নারায়ণ গুরু

(খ) জ্যোতিবা ফুলে

(গ)  বাবা সাহেব আম্বেদকর

(ঘ) এদের কেউ নয়

উত্তর:- (ক) শ্রী নারায়ণ গুরু।

২১। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কাকে ?

(ক) গোপাল হরি দেশমুখ কে

(খ) শ্রী নারায়ণ গুরু কে

(গ) বীরসালিঙ্গম পান্তুলু কে

(ঘ) কেশব মেননকে

উত্তর:- (গ) বীরসালিঙ্গম পান্তুলু কে।

২২। হেলেনা ব্লাভাটস্কি ও কর্নেল এইচ এস ওলকট থিয়োসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন –

(ক) রাশিয়ায়

(খ) আমেরিকা যুক্তরাষ্ট্রে

(গ) ফ্রান্সে

(ঘ) ইংল্যান্ডে

উত্তর:- (খ) আমেরিকা যুক্তরাষ্ট্রে।

২৩। আমেরিকা যুক্তরাষ্ট্রে থিওসফিকাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৩ খ্রিস্টাব্দ

(গ) ১৮৭৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

উত্তর:- (ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে।

২৪। মাদ্রাজের আদিয়ারে থিওসফিক্যাল সোসাইটির প্রধান কার্যালয় স্থাপিত হয় –

(ক) ১৮৮৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৮৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৮৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮৩ খ্রিস্টাব্দে

উত্তর:- (ক) ১৮৮৬ খ্রিস্টাব্দে।

২৫। শ্রীমতি অ্যানি বেসান্ত থিওসফিক্যাল সোসাইটিতে যোগদান করেন –

(ক) ১৮৮৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৮৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৮৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮৮৯ খ্রিস্টাব্দে।

২৬। মহাদেব গোবিন্দ রানাডের উদ্যোগে মাদ্রাজে ভারতীয় জাতীয় সমাজ সম্মেলন আহ্বান করা হয় –

(ক) ১৮৮৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৮৭ খ্রিস্টাব্দে

(গ) ১৮৮৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮৯ খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) ১৮৮৭ খ্রিস্টাব্দে।

২৭। লোকহিতৈষণার জন্য লোকহিতবাদী হিসেবে পরিচিত –

(ক) বীরেন্দ্রনাথ শাসমল

(খ) বীরসালিঙ্গম পান্তুলু

(গ) গোপাল গণেশ আগরকর

(ঘ) গোপাল হরি দেশমুখ

উত্তর:- (ঘ) গোপাল হরি দেশমুখ।

২৮। নব্য হিন্দু আন্দোলনের উল্লেখযোগ্য নায়ক ছিলেন –

(ক) রাধাকান্ত দেব

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) নবীনচন্দ্র সেন ও ভূদেব মুখোপাধ্যায়

(ঘ) উপরের সকলেই

উত্তর:- (ঘ) উপরের সকলেই।

Leave a Comment