কোকাকোলায় চাকরি

দেশ-বিদেশে কোকাকোলায় চাকরি

বহুজাতিক নরম পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকাকোলায় চাকরির সুযোগ রয়েছে দেশে-বিদেশে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা চাকরি-সংক্রান্ত তথ্যের জন্য সংস্থার ‘ট্যালেন্ট কমিউনিটি’তে নাম নথিভুক্ত করাতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে https://coke.wdl.myworkdayjobs.com/ এখানে জীবনপঞ্জি উল্লেখ করার ব্যবস্থা রয়েছে। দেশের তালিকায় ভারত-এর নাম পাওয়া যাবে। কর্তৃপক্ষ প্রয়োজন অনুসারে প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে নেবেন।

চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়ক

সংস্থার তরফে জানানো হয়েছে, সংস্থার কর্মসংস্কৃতি ও কাজের ধরন সম্পর্কে জানা থাকলে তা চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। কোকাকোলায় কর্মরত ব্যক্তির সঙ্গে পরিচয় থাকলে তাঁর কাছ থেকে অথবা সোশ্যাল মিডিয়ার সাহায্যে এ সংক্রান্ত খবরাখবর নেওয়া যেতে পারে।

নিয়োগ পদ্ধতি

প্রার্থী বাছাই করা হয় অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে।

বিশেষ নির্দেশ

কোকাকোলায় ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য দেখতে পারেন এই ওয়েবসাইটটি https://www.indeed.com/career-advice/interviewing এখানে ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন টিপস পাবেন।

Leave a Comment