উইপ্রোয় চাকরি কলকাতায়

কলকাতায় উইপ্রোয় চাকরি

কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে লোক নিচ্ছে তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো।

বিভিন্ন পদে নিয়োগ

পশ্চিমবঙ্গ-এর কলকাতায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সার্ভিস ডেলিভারি লিড, কনফিগারেটর, প্রোসেস অ্যাসোসিয়েট ইত্যাদি পদে নিয়োগের প্রক্রিয়া চলেছে। সেইসঙ্গে সংস্থা দেশের বিভিন্ন শহরে ফিনান্স বিভাগে লোক নিচ্ছে।

দরখাস্ত বা আবেদন

আগ্রহীরা আবেদন করতে পারেন। কোনও পদে আবেদনের সময়সীমা পেরিয়ে গেলেও সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে চলতে পারেন। উইপ্রোয় নিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া।

বিশেষ তথ্য

পদ, সংশ্লিষ্ট পদের দায়িত্ব ও যোগ্যতা সম্পর্কে বিশদ তথ্য পাবেন এই ওয়েবসাইটে: https:// careers.wipro.com/opportunities লোকেশনের ঘরে ‘কলকাতা’ লিখলে এ শহরে উইপ্রোর শূন্যপদ সম্পর্কে তথ্য পাওয়া যাবে। ইমেল: careers@wipro.com

Leave a Comment