সূর্য দেবের অষ্টোত্তর শতনাম

সূর্য দেবের অষ্টোত্তর শতনাম pdf, সূর্য দেবের ১০৮ নাম, সূর্য দেবের ১০৮ নাম pdf, সূর্য দেবের অষ্টোত্তর শতনাম lyrics, Ashtottara Shatanama of surya dev in bengali.

Table of Contents

শ্রীশ্রী সূর্য দেবের অষ্টোত্তর শতনাম

ওং অরুণায় নমঃ
ওং শরণ্য়ায় নমঃ
ওং করুণারসসিংধবে নমঃ
ওং অসমানবলায় নমঃ
ওং আর্তরক্ষণায় নমঃ
ওং আদিত্য়ায় নমঃ
ওং আদিভূতায় নমঃ
ওং অখিলাগমবেদিনে নমঃ
ওং অচ্য়ুতায় নমঃ
ওং অখিলজ্ঞায় নমঃ
ওং অনংতায় নমঃ
ওং ইনায় নমঃ
ওং বিশ্বরূপায় নমঃ
ওং ইজ্য়ায় নমঃ
ওং ইংদ্রায় নমঃ

সূর্য দেবের ১০৮ নাম

ওং ভানবে নমঃ
ওং ইংদিরামংদিরাপ্তায় নমঃ
ওং বংদনীয়ায় নমঃ
ওং ঈশায় নমঃ
ওং সুপ্রসন্নায় নমঃ
ওং সুশীলায় নমঃ
ওং সুবর্চসে নমঃ
ওং বসুপ্রদায় নমঃ
ওং বসবে নমঃ
ওং বাসুদেবায় নমঃ
ওং উজ্বলায় নমঃ
ওং উগ্ররূপায় নমঃ
ওং ঊর্ধ্বগায় নমঃ
ওং বিবস্বতে নমঃ
ওং উদ্য়ত্কিরণজালায় নমঃ

শ্রী শ্রী সূর্য দেবের অষ্টোত্তর শতনাম

ওং হৃষিকেশায় নমঃ
ওং ঊর্জস্বলায় নমঃ
ওং বীরায় নমঃ
ওং নির্জরায় নমঃ
ওং জয়ায় নমঃ
ওং ঊরুদ্বয়াভাবরূপয়ুক্তসারথয়ে নমঃ
ওং ঋষিবংদ্য়ায় নমঃ
ওং রুগ্ফ্রংতে নমঃ
ওং ঋক্ষচক্রায় নমঃ
ওং ঋজুস্বভাবচিত্তায় নমঃ
ওং নিত্য়স্তুতায় নমঃ
ওং ঋকার মাতৃকাবর্ণরূপায় নমঃ
ওং উজ্জলতেজসে নমঃ
ওং ঋক্ষাধিনাথমিত্রায় নমঃ
ওং পুষ্করাক্ষায় নমঃ

সূর্য দেবের অষ্টত্তর শতনাম

ওং লুপ্তদংতায় নমঃ
ওং শাংতায় নমঃ
ওং কাংতিদায় নমঃ
ওং ঘনায় নমঃ
ওং কনত্কনকভূষায় নমঃ
ওং খদ্য়োতায় নমঃ
ওং লূনিতাখিলদৈত্য়ায় নমঃ
ওং সত্য়ানংদস্বরূপিণে নমঃ
ওং অপবর্গপ্রদায় নমঃ
ওং আর্তশরণ্য়ায় নমঃ
ওং একাকিনে নমঃ
ওং ভগবতে নমঃ
ওং সৃষ্টিস্থিত্য়ংতকারিণে নমঃ
ওং গুণাত্মনে নমঃ
ওং ঘৃণিভৃতে নমঃ

বাংলায় শ্রী শ্রী সূর্য দেবের অষ্টোত্তর শতনাম

ওং বৃহতে নমঃ
ওং ব্রহ্মণে নমঃ
ওং ঐশ্বর্য়দায় নমঃ
ওং শর্বায় নমঃ
ওং হরিদশ্বায় নমঃ
ওং শৌরয়ে নমঃ
ওং দশদিক্ সংপ্রকাশায় নমঃ
ওং ভক্তবশ্য়ায় নমঃ
ওং ওজস্করায় নমঃ
ওং জয়িনে নমঃ
ওং জগদানংদহেতবে নমঃ
ওং জন্মমৃত্য়ুজরাব্য়াধি বর্জিতায় নমঃ
ওং ঔন্নত্য়পদসংচাররথস্থায় নমঃ
ওং অসুরারয়ে নমঃ
ওং কমনীয়করায় নমঃ

শ্রী শ্রী সূর্য দেবের অষ্টোত্তর শতনাম pdf download

ওং অব্জবল্লভায় নমঃ
ওং অংতর্বহিঃ প্রকাশায় নমঃ
ওং অচিংত্য়ায় নমঃ
ওং আত্মরূপিণে নমঃ
ওং অচ্য়ুতায় নমঃ
ওং অমরেশায় নমঃ
ওং পরস্মৈজোতিষে নমঃ
ওং অহস্করায় নমঃ
ওং রবয়ে নমঃ
ওং হরয়ে নমঃ
ওং পরমাত্মনে নমঃ
ওং তরুণায় নমঃ
ওং বরেণ্য়ায় নমঃ
ওং গ্রহাণাংপতয়ে নমঃ
ওং ভাস্করায় নমঃ

সূর্য দেবের ১০৮ নাম pdf download

ওং আদিমধ্য়াংতরহিতায় নমঃ
ওং সৌখ্য়প্রদায় নমঃ
ওং সকল জগতাংপতয়ে নমঃ
ওং সূর্য়ায় নমঃ
ওং কবয়ে নমঃ
ওং নারায়ণায় নমঃ
ওং পরেশায় নমঃ
ওং তেজোরূপায় নমঃ
ওং শ্রীং হিরণ্য়গর্ভায় নমঃ
ওং হ্রীং সংপত্করায় নমঃ
ওং ঐং ইষ্টার্থদায় নমঃ
ওং সুপ্রসন্নায় নমঃ
ওং শ্রীমতে নমঃ
ওং শ্রেয়সে নমঃ
ওং ভক্তকোটিসৌখ্য়প্রদায়িনে নমঃ
ওং নিখিলাগমবেদ্য়ায় নমঃ
ওং নিত্য়ানংদায় নমঃ
ওং শ্রী সূর্য়নারায়ণ স্বামিনে নমঃ

কবিতার মাধ্যমে শ্রীশ্রী সূর্য দেবের অষ্টোত্তর শতনাম

ভাস্কর প্রথম নাম শুন যাদুধন
আমার দ্বিতীয় নাম হয় দিবাকর
তৃতীয় আমার নাম সর্ব্বরোগ হর
চতুর্থ আমার নাম হয় বিকর্ত্তন
তাপ দান করি বলে পঞ্চম তপন
জানিবে আমার ষষ্ট নাম বিবস্বান্
মার্কন্ড সপ্তম নাম শুন মতিমান্
লোক-প্রকাশক নাম অষ্টম জানিবে
লোকসাক্ষী নাম মোর নবম হইবে
গ্রহশ্রেষ্ঠ বলি নাম হ’ল গ্রহেশ্বর
একাদশ নাম মোর হয় যে ভূধর
আমার দ্বাদশ নাম তপন হইল
অশুদ্ধে করিয়ে শুদ্ধ শুচি নাম হ’ল
সপ্ত অশ্বে চড়ি তাই সপ্তাশ্ববাহন
শ্রীগভস্তিহস্ত নাম জানে সর্ব্বজন

সূর্য দেবের কবিতার মাধ্যমে১০৮ নাম

রবি নামে খ্যাত আমি নিখিল-ভুবনে
শ্রীমান্ নামেতে মোর দেবগণ ভণে
ব্রহ্মাও আমার নাম জেনো সর্ব্বজনে
তীক্ষ্ণ-রশ্মি নাম হ’ল সুতীক্ষ্ণ কিরণে
সর্ব্বদেব-নমস্কৃত নামটি আমার
গ্রহপতি নাম মোর জগতে প্রচার
আমার দ্বাবিংশ নাম জগৎ-সহায়
ঊর্দ্ধরতি ত্রয়োবিংশ নাম যদুরায়
কিরণ আছয়ে বলি নাম রশ্মিমালী
শূন্যেতে আমার বাস তাই শূন্যাচারী
ত্রিভুবন ভ্রমি তাই বিশ্বব্যাপী নাম
সর্ব্বসাক্ষী নামে মোরে করিবে প্রণাম
হরিও আমার নাম জেনো তপোধন
কালজয়ী নাম মোর দেবতা ভবন
সকলেরে করি জয় তাইত অজেয়

শ্রী শ্রী সূর্য দেবের কবিতার মাধ্যমে অষ্টোত্তর শতনাম

সর্ব্বতেজা নামটিও হইল  বিধেয়
শক্তির আধার তাই নাম পূর্ণশক্তি/ভক্তিভাবে ডাকে যেই তারে করি মুক্তি
তমোহন্তা নামে আমি আঁধার ঘুচাই
তমিস্রহা নামে তাই পূজে সর্ব্ব ঠাঁই
ধ্বান্তনাশী নাম হ’ল অন্ধকার নাশি
হর্ত্তা নাম তাই বিশ্ব প্রলয়ে বিনাশি
কর্ত্তা নামে আমি পুনঃ জগতে উদ্ধারি
কমলিনী-পতি বলে ভকত লহরী
পদ্মিনী-জীবন নাম বলে সর্ব্বলোক
শুষ্ক করি সব তাই নামটি শোষক
সকলের গতি করে অগতির গতি
সূর্য্যবংশস্রষ্টা ব’লে আমারই খ্যাতি
সূর্য্যকুলপতি ব’লে আমিই বিখ্যাত
বুধপ্রিয় নাম মোর জগতে বিদিত
গতিশীল বলি মোর ইন নামে খ্যাতি

সূর্য দেবের কবিতার মাধ্যমে অষ্টত্তর শতনাম

ভয়হারী নামে ডাকে ভকত সংহতি
ব্রাহ্মণ-রক্ষক নাম সর্ব্বলোকে জানে
ভক্তিপ্রিয় বলি মোরে ভক্তগণ ভণে
বরদান করি ব’লে নাম বরদাতা
বসুধা-ঈশ্বর নামে জগতের ধাতা
আর এক নাম মম সংক্রান্তির পতি
বশিষ্ঠ আমার নাম অগতির গতি
গরিষ্ঠ নামেতে মোরে সর্ব্বজনে ভজে
অনাদি বলিয়া মোরে সকলেই পূজে
আমার অনন্ত নাম সর্ব্বলোকে খ্যাত
বদান্য নামেতে আমি সর্ব্বত্র পূজিত
বসুদাতা বলে মোরে সব সুধীজন
মহাবল ব’লে ডাকে যত বীরগণ
মহামানী নামে  মোরে সর্ব্বলোকে ভণে
পঞ্চভূতাত্মক নাম সকলেই জানে

বাংলায় শ্রী শ্রী সূর্য দেবের অষ্টোত্তর শতনাম কবিতার মাধ্যমে

শূন্যেতে ভ্রমণ করি তাই শূন্যপতি
পদ্মেশ্বর নাম মোর কমলার প্রতি
সুন্দর নয়নে পদ্মপলাশ-লোচন
পদ্মিনী-পূঁজিত নাম বিদিত ভুবন
প্রপঞ্চনায়ক বলে যত মুনিগণ
ধর্মাত্মা  নামেতে খ্যাতি নিখিল ভুবন
ধর্ম্মের রক্ষক হেতু নাম ধর্ম্মপাল
পূর্ণানন্দ বলে মোরে ঠাকুর গোপাল
তেজের স্বরূপ তাই তেজোমূর্তি নাম
ভবভূতি নামে আমি পুরি মনস্কাম
অভয় প্রদান হেতু অভয়-প্রদাতা
কৃষকেরা বলে মোরে শস্যোর বিধাতা
মনুষ্যলোকেতে নাম সংসার-তারণ
ধ্যেয় নামে পূজে মোরে তাপস সুজন
জ্ঞেয় নামে পূজে মোরে ভকত-নিকর

শ্রী শ্রী সূর্য দেবের কবিতার মাধ্যমে অষ্টোত্তর শতনাম pdf download

অনন্তমহিম নাম জ্ঞাত চরাচর
জ্বলম্মূর্তি বলে মোরে যত সৌরগণ
দন্ডধর নাম মোর যমের ভবন
নাগগণ-মাঝে আমি হই নাগপতি
ভূধর নায়ক বলে মহীধর-পতি
দর্প চুর্ণ করি ব’লে নাম দর্পহারী
পরাত্পর  নামে আমি গগনবিহারী
পঞ্চবায়ু নামে মোরে জানে সর্ব্বজন
মেঘ নাশি ব’লে ঘন গর্জ্জন-বারণ
বিক্রম অতুল ব’লে অতুল বিক্রম
দেবগুহ্য নামে আমি দেবের উত্তম
বৈরীর নিধনে আর অরাতির অরি
সচ্চিদ-আনন্দ নামে গোলোকবিহার
তীর্থেতে নিবাস হেতু সর্ব্বতীর্থময়
শ্রীযজ্ঞ-রক্ষক নাম যজ্ঞস্থলে হয়

কবিতার মাধ্যমে সূর্য দেবের ১০৮ নাম pdf download

অনন্তে বিহার তাই অনন্তবিহারী
অসীম আমার নাম সীমা দিতে নারি
কৈলাসে আমিই হই কৈলাস রক্ষক
শান্তিকৃত হই আমি সকলভক্ষক
শঙ্খধ্বনি-প্রিয় নাম জানে মুনিগণ
জবাকুসুম-সঙ্কাশ বলে গুণীজন
বিনাশি আঁধার তাই বলে যে ধ্বান্তরি
কাশ্যপেয় নামে আমি জগতবিহারী
দীপ্তিময় সদা তাই নাম মহাদ্যুতি
সর্ব্বপাপ-বিনাশন হয় মোর খ্যাতি
পতিতপাবন মোরে সকলেই বলে
সত্যবান নামে আমি থাকি সর্ব্বস্থলে
সুখদান করি ব’লে নাম সুখদাতা
জবাপুষ্পপ্রিয় নামে পাদপ-প্রপাতা
জগৎ-আলোক লোকে আমাকেই বলে
সর্ব্বসিদ্ধিদাতা নাম হয় যজ্ঞস্থলে
যোগীশ্বর নামে পূজে যত মুনিচয়
সর্ব্বমঙ্গল-মঙ্গল্য নাম মোর হয়

    

Leave a Comment