সব কৃষকরাই ধান চাষে ক্ষতিপূরণের শস্য বীমার টাকা পাবেন | Bangla Shasya Bima

সব কৃষকরা ক্ষতিপূরণের শস্য বীমার টাকা (Bangla Shasya Bima) পাবে, কবে টাকা ঢুকবে দেখুন? এখনই শস্য বীমার জন্য আবেদন পত্র পূরণ করুণ কাজ চলছে।

bsb form fill up 2024, bangla shasya bima form fill up, বাংলা শস্য বীমা, bangla shasya bima form fill up 2024, bangla shasya bima form fill up online, bsb form fill up 2024 online, bangla shasya bima status check, bangla shasya bima status check 2024

পশ্চিমবঙ্গ রাজ্যের সব কৃষকরাই ধান চাষে ক্ষতিপূরণের শস্য বীমার টাকা পাবেন | Bangla Shasya Bima

Bangla Shasya Bima Payment: সাম্প্রতিক ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারী বৃষ্টির ফলে রাজ্যের বেশ কিছু জায়গায় বন্যা হয়েছিল। আর এই বন্যার ফলে বিভিন্ন জমিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতির ফলে চাষীরা চরম দুর্ভোগের শিকার হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা

এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন যে কৃষকদের চাষের ক্ষতির জন্য শস্যবীমা দেওয়া হবে। এখন সেই শস্য বীমার আবেদন পত্র গ্রহণের কাজ চলছে।

কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশ

ইতিমধ্যে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে একজন কৃষকও যেন এই শস্য বিমার টাকা পাওয়া থেকে বঞ্চিত না হয়। সেই ব্যাপারে এবার শস্য বীমার জন্য কৃষকদের নামের তালিকা তৈরীর উপর জোর দেওয়া হয়েছে।

কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বৈঠক

৪ঠা নভেম্বর বিকেলে হাওড়ার উলুবেরিয়া ১ নম্বর বিডিও অফিসে আধিকারিকদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে  সামিল হন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। ওই বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে শিবির করে এই শস্য বীমার জন্য কৃষকদের কাছ থেকে আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। কৃষিমন্ত্রীর পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় সহ কৃষি দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা, জেলাশাসক পি দীপাপ্রিয়া প্রমুখরা।


bangla shasya bima new update,bangla shasya bima kharif 2024, bangla shasya bima kharif 2024 form fill up, বাংলা শস্য বীমা ফরম ফিলাপ 2024, বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক, krishak bandhu taka kobe dibe 2024, krishak bandhu


শস্য বীমার আবেদনের শেষ সময়সীমা

হাওড়া জেলাতেই এই শস্য বীমার জন্য কৃষকদের আবেদনের সংখ্যা হল ১ লক্ষ ২১ হাজারের বেশি। অন্যান্য জেলাতে কাজ ভালো হচ্ছে।  এই বিষয়ে তিনি বিভিন্ন জেলাতে পরিদর্শনে যাবেন। এই শস্য বীমার আবেদনের শেষ সময়সীমা ছিল ৩১ শে অক্টোবর। কিন্তু সেই সময় বর্ধিত করে ৩০ শে নভেম্বর করা হয়েছে।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত ফসল

দানার কারণে বৃষ্টির প্রভাবে রাজ্যের প্রায় ৯ টি জেলায় প্রায় ১ লক্ষ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এরমধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতে ২০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ২০ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন হয়েছিল। তার মধ্যে ১৭ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছিল। ৩০০০ হেক্টর জমিতে পান, ফুল,সবজি চাষ করা হয়েছিল যা এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফসলের ক্ষতিপূরণের টাকা কবে দেবে

বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে সমস্ত কৃষকদের টাকা দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একজন কৃষকও ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সতর্ক রয়েছে কৃষি দপ্তর । বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদনের সময়সীমা একমাস বাড়িয়ে করা হয়েছে ৩০ শে নভেম্বর পর্যন্ত। সুতরাং ৩০শে নভেম্বর পর্যন্ত সমস্ত কৃষকরা ফসলের বীমা করতে পারবে। ৩০ নভেম্বরের পর আবেদন খতিয়ে দেখে এপ্রুভেল দেওয়া হবে। তারপর ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহ থেকে বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা কৃষকদের একাউন্টে পাঠানো শুরু হবে।

শস্য বীমা ফর্ম পূরণ করার জন্য ভিডিওটি দেখুন


আরোও পড়ুন

Leave a Comment