পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI History Question Paper 2014, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৪ উত্তর সহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
Class XI History Question Paper 2014
GROUP – A
1. সঠিক উত্তরটি নির্বাচন কর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
i) ‘প্রাক-ইতিহাস’ শব্দটির অর্থ কী?
a) ‘প্রায় ইতিহাস’ ও ‘ইতিহাস’ এর মধ্যবর্তী সময়কাল
b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না
c) যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না
d) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত
b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না।
i) ইন্ডিকার রচয়িতা ছিলেন –
a) মেগাস্থিনিস
b) কোটিল্য
c) চন্দ্রগুপ্ত মৌর্য
d) সেলুকাস
a) মেগাস্থিনিস।
iii) সুলতানী যুগের ঐতিহাসিকরা হলেন –
I. সন্ধ্যাকর নন্দী
II. জিয়াউদ্দিন-বরণী
III. আমীর খসরু
IV. আফিফ।
বিকল্প সমূহ
a) I, III, IV সঠিক ও II ভুল
b) I, II, III সঠিক ও IV ভুল
c) I, II, IV সঠিক ও III ভুল
d) II, III, IV সঠিক ও I ভুল।
d) II, III, IV সঠিক ও I ভুল।
iv) এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে –
a) অস্ট্রেলিয়ায়
(b) উঃ আমেরিকায়
c) দঃ আমেরিকায়
(d) আফ্রিকায়
(d) আফ্রিকায়।
v) মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সঙ্গে যুক্ত –
a) জাঁ ফ্রাঁসোয়া জারিজ
b) রমেশচন্দ্র মজুমদার
c) ভিনসেন্ট স্মিথ
d) যদুনাথ সরকার
a) জাঁ ফ্রাঁসোয়া জারিজ।
vi) মেসোপটামিয়ার মন্দিরগুলিকে বলা হত –
a) জিওরাট
b) পিরামিড
c) স্টোনহেনজ
d) মঠ
a) জিওরাট।
vi) প্রাচীন ভারতের খৃঃ পূঃ ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল –
I. মগধ সাম্রাজ্যের উত্থান
II. রামায়ণ ও মহাভারতের রচনা।
III. জনপদের উত্থান
IV. মহাজনপদের উত্থান।
বিকল্পসমূহ
a) I, IV সঠিক ও II, III ভুল
b) I, II সঠিক ও III, IV ভুল
c) II, III, IV সঠিক ও I ভুল
d) II, III সঠিক ও I, IV ভুল।
c) II, III, IV সঠিক ও I ভুল।
viii) এক্রোপলিস কী ?
a) গ্রীসের নগররাষ্ট্র
b) স্পার্টার সমাধিস্থল
c) গ্রীসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র
d) ইতালীর একটি বিশ্ববিদ্যালয়
c) গ্রীসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র।
ix) ‘দি ম্যাগনিফিসেন্ট’ নামে কোন অটোমান সুলতান পরিচিত?
a) সুলতান ওসমান
b) সুলতান সালাদিন
c) সুলতান সুলেমান
d) সুলতান দ্বিতীয় মহম্মদ
c) সুলতান সুলেমান।
x) ফাতাওয়া-ই-জাহান্দারির লেখক ছিলেন –
a) বদায়ুনী
b) জিয়াউদ্দিন বরনী
c) আবুল ফজল সিসেরো ছিলেন
d) ইবন বতুতা
b) জিয়াউদ্দিন বরনী।
xi) সিসেরো ছিলেন –
a) একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ
b) একজন রোমান সমাজ সংস্কারক
c) একজন রোমান সম্রাট
d) একজন রোমান বিচারক।
a) একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ।
xii) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও
স্তম্ভ ক | স্তম্ভ খ |
---|---|
i) পারস্য | A) ম্যান্ডারিন |
ii) চীন সাম্রাজ্য | B) ইক্তাদার |
iii) দিল্লীর সুলতানি | C) মনসবদার |
iv) মুঘল সাম্রাজ্য | D) ক্ষত্রপ |
বিকল্পসমূহ
a) i A, ii D, iii B, iv C
b) i D, ii A, iii B, iv C
c) i D, ii C, iii A, iv B
d) i B, ii C, iii D, iv A.
b) i D, ii A, iii B, iv C
xiii) হরপ্পার সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে –
a) আলমগীরপুরে
b) ধোলাভিরায়
c) লোথালে
(d) কালিবঙ্গানে
c) লোথালে।
xiv) প্রাচীন ভারতে তৃতীয় নগরায়ণ কবে শুরু হয়?
a) খৃঃ পূঃ তৃতীয় শতক
(b) খৃঃ পূঃ প্রথম শতক
c) খ্রীষ্টীয় পঞ্চম শতক
d) খ্রীষ্টীয় দশম শতক
d) খ্রীষ্টীয় দশম শতক।
xv) সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের দেয় টাইথ করটি ছিল –
a) ভূমিকর
b) ধর্মকর
c) বেগারশ্রম
d) পরোক্ষ কর
b) ধর্মকর।
xvi) নিষাদ কাদের বলা হত ?
a) শূদ্র
b) অরণ্যভূমির উপজাতি
c) পার্বত্য উপজাতি
d) দ্রাবিড় জাতি
b) অরণ্যভূমির উপজাতি।
xvii) প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি –
a) পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন
b) মিশরের শেষ ফারাও ছিলেন
c) আখেতাতেন শহর নির্মাণ করেন
d) আখেনাতেনের প্রধানা মহিষী ও সহশাসক ছিলেন
d) আখেনাতেনের প্রধানা মহিষী ও সহশাসক ছিলেন।
xviii) স্পার্টার ক্রীতদাসদের বলা হত
a) হেলট
b) পেনেসটাই
c) মেটিক
d) পেরিওকাই
a) হেলট।
xix) দিল্লীর কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান ?
a) কুতুবউদ্দিন আইবক
b) নাসিরউদ্দিন কুবাচা
c) ইলতুৎমিস
d) বলবন
c) ইলতুৎমিস।
শুন্যস্থান পূরণ কর:
xx) পোপ তৃতীয় লিও _________কে রোমান সম্রাট হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।
a) কনস্টানটাইন
b) শার্লামেন
c) রোমুলাস অগাসটাস
d) ট্রাজান
b) শার্লামেন।
xxi) জৈনধর্ম কি কি ভাগে বিভক্ত হয়েছিল ?
a) হীনযান-মহাযান
b) হীনযান-শ্বেতাম্বর
c) মহাযান-দিগম্বর
d) শ্বেতাম্বর-দিগম্বর
d) শ্বেতাম্বর-দিগম্বর।
xxii) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও
স্তম্ভ ক | স্তম্ভ খ |
---|---|
i) কাগজের আবিষ্কার | A) জাইলোগ্রাফি |
ii) কাঠের ব্লকের দ্বারা মুদ্রণ | B) চীন |
iii) জোহানেস গুটেনবার্গ | C) পশুর চামড়া |
iv) পার্চমেন্ট | D) মুদ্রণযন্ত্র |
বিকল্পসমূহ
a) i B, ii A, iii D, iv C
b) i C, ii D, iii A, iv B
c) i C, ii A, iii D, iv B
d) i C, ii B iii A, iv D.
a) i B, ii A, iii D, iv C
xxiii) উড়ন্ত মাকু আবিষ্কার করেন –
a) জেমস হারগ্রীভস
b) হামফ্রি ডেভি
c) কোপারনিকাস
d) জেমস্ ওয়াট
b) হামফ্রি ডেভি।
xiv) ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন –
a) বার্থোলোমিউ ডিয়াজ
b) ভাস্কো-ডা-গামা
c) কলম্বাস
d) জন কেব্রাল
b) ভাস্কো-ডা-গামা
GROUP – B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
i) প্রায়-ইতিহাস’ (Proto-History) কাকে বলে ?
অথবা, লেখমালা (epigraphy) বলতে কি বোঝো?
(ii) ‘ইতিহাস পুরাণ’ কী?
(iii) প্রবাহমান কাল বলতে কি বোঝো ?
iv) ‘নগর রাষ্ট্র’ বলতে কি বোঝায় ?
অথবা, জনপদ কি?
v) ম্যাসিডোনিয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি সাদৃশ্য উল্লেখ কর।
vi) অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল ?
vii) ‘ইক্তা’ শব্দের অর্থ কী ?
অথবা, চীনে কেন ম্যাডারিন ব্যবস্থার প্রচলন ঘটে?
viii) টমাস ক্রমওয়েল কে ছিলেন
ix) প্রাচীন ভারতে অগ্ৰহার প্রথা বলতে কী বোঝায়?
অথবা, গুপ্তযুগের শেষভাগে নগরগুলির অবক্ষয়ের একটি কারণ নির্ণয় কর।
x) মধ্যযুগে ইউরোপে কাদের নাইট বলা হত ?
xi) মৌর্য পরবর্তী যুগে ভারত-রোম বাণিজ্যের যে কোন একটি প্রভাব উল্লেখ কর।
অথবা, মধ্যযুগে ইওরোপে গিল্ড প্রথা কি ছিল?
xii) প্রাচীন ভারতে ‘দ্বিজ’ নামে কারা পরিচিত ছিল?
অথবা, ‘মেটিক’ কাদের বলা হয় ?
xiii) রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত যে কোনো দুটি তত্ত্বের নাম লেখ।
xiv) মহাবিশ্বের সৌর-কেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝো?
অথবা, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তিনি কোন দেশের মানুষ ছিলেন ?
xv) অপরসায়ন বিদ্যা কি?
xvi) পঞ্চদশ শতকে ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝাত
অথবা, ‘নাবিক হেনরি’ কে ছিলেন?
GROUP – C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
a) মধ্য প্রস্তরযুগের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল ?
অথবা, হরপ্পা সভ্যতার নগর জীবনের উপর একটি টীকা লেখ। এই সভ্যতার পতনের কারণগুলি কি ছিল?
b) এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয় ? গ্রীক পলিসগুলির পতন কেন হয়?
অথবা, জিয়াউদ্দিন বরণী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্ত্বের আদর্শ কি ছিল? দিল্লী সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল ?
c) প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও।
অথবা, মধ্যযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি কি ছিল? ইউরোপীয় সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা কর।
d) বর্ণ প্রথার বৈশিষ্ট্য কী? ‘বর্ণ’ ও ‘জাতি’র ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ কর।
অথবা, প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থানের উপর একটি প্রবন্ধ রচনা কর।
e) ইউরোপের ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা কর।