Class XI Political Science Question Paper 2022

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI Political Science Question Paper 2022, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২২ উত্তরসহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

Class XI Political Science Question Paper 2022

Annual Question Paper (XI)

(New Syllabus ) POLITICAL SCIENCE

(2022)

Time: 3hrs 15 Mts. Full Marks : 80

GROUP – A

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও : 1 x 24 = 24

i) “রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান” বলেছেন

  • (a) গ্রীন
  • (b) ব্রাইস
  • (c) সিলি
  • (d) গেটেল

উঃ b) ব্রাইস

ii) এ গ্রামার অফ পলিটিক্স” গ্রন্থটির লেখক

  • (a) বার্কার
  • (b) ল্যাস্কি
  • (c) হবহাউস,
  • (d) গ্রীন

উঃ (b) ল্যাস্কি

iii) আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়

  • (a) অ্যাকুইনাস
  • (b) ম্যাকিয়াভেলী
  • (C) হবস
  • (d) লক্

উঃ (b) ম্যাকিয়াভেলী।

iv) প্যারিসে কোন্ সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?

  • (a) 1946
  • (b) 1948
  • (c) 1950
  • (d) 1960

উঃ (b) 1948

v) “রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে” বলেছেন-

  • (a) গেটেল
  • (b) গার্নার
  • (c) সিলি
  • (d) ব্রাইস

উঃ (a) গেটেল।

vi) রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন-

উঃ (a) অ্যারিস্টটল।

vii) “এক জাতি ; এক রাষ্ট্র” – এর স্লোগানই হলো-

  • (a) রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক নীতি
  • (b) আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি
  • (c) জাতীয় জনসমাজ গঠনের মৌলিক নীতি
  • (d) জাতি গঠনের মৌলিক নীতি

উঃ (b) আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি।

viii) রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে বলে

  • (a) জাতি
  • (b) জাতীয় জনসমাজ
  • (c) প্রতিষ্ঠান
  • (d) রাষ্ট্র

উঃ (b) জাতীয় জনসমাজ।

ix) “জাতীয়তাবাদের পথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়।” একথা বলেছেন-

  • (a) জিমার্ন
  • (b) রাসেল
  • (c) উইলসন
  • (d) লেনিন

উঃ (a) জিমার্ন।

x) জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত-

  • (a) রাজনৈতিক
  • (b) সামাজিক
  • (c) অর্থনৈতিক
  • (d) আধ্যাত্মিক

উঃ a) রাজনৈতিক।

xi) ‘নেশন’ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে।

  • (a) Natio
  • (b) Nato
  • (c) Nat
  • (d) National

উঃ a) Natio

xii) ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন-

  • (a) ডঃ বি. আর. আম্বেদকর
  • (b) পন্ডিত জওহরলাল নেহেরু
  • (c)সর্দার বল্লভভাই প্যাটেল
  • (d) ডঃ রাজেন্দ্রপ্রসাদ

উঃ a) ডঃ বি. আর. আম্বেদকর।

xiii) রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন-

  • (a) উগ্র জাতীয়তাবাদকে
  • (b) ফ্যাসিবাদকে
  • (d) আন্তর্জাতিকতাবাদকে
  • (c) নাৎসীবাদকে

উঃ (d) আন্তর্জাতিকতাবাদকে।

xiv) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি হয়েছিল-

  • (a) 38 তম সংশোধনে
  • (b) 40 তম সংশোধনে
  • (c) 42 তম সংশোধনে
  • (d) 54 তম সংশোধনে

উঃ (c) 42 তম সংশোধনে।

xv) মন্ত্রীসভা পরিচালিত সরকারে ক্যাবিনেট দায়িত্বশীল থাকে-

  • (a) উচ্চকক্ষের কাছে
  • (b) নিম্নকক্ষের কাছে
  • (c) বিচারবিভাগের কাছে
  • (d) রাষ্ট্রপতির কাছে

উঃ (d) রাষ্ট্রপতির কাছে।

xvi) এককেন্দ্রিক সরকার আছে-

  • (a) যুক্তরাজ্যে
  • (b) ভারতে
  • (c) আমেরিকায়
  • (d) এদের কোনোটিই নয়

উঃ (d) এদের কোনোটিই নয়।

xvii) আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায় ব্যবস্থায়।

  • (a) এককেন্দ্রিক
  • (b) যুক্তরাষ্ট্রীয়
  • (c) রাষ্ট্রপতি শাসিত
  • (d) সংসদীয়

উঃ b) যুক্তরাষ্ট্রীয়।

xviii) মার্কিন শাসন ব্যবস্থা-

  • (a) এককেন্দ্রিক
  • (b) যুক্তরাষ্ট্রীয়
  • (c) আধা যুক্তরাষ্ট্রীয়
  • (d) এদের কোনোটিই নয়

উঃ (b) যুক্তরাষ্ট্রীয়

xix) স্বাধীনতার অন্যতম একটি রক্ষাকবচ হলো-

  • (a) সমাজ
  • (b) সংগঠন
  • (c) রাষ্ট্রসংঘ
  • (d) স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়

উঃ (d) স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়।

xx) গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণার সৃষ্টি হয় প্রাচীন-

  • (a) জার্মানীতে
  • (b) ইংল্যান্ডে
  • (c) গ্রিসে
  • (d) ভারতে

উঃ (c) গ্রিসে

xxi) ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় সংবিধান সংশোধনের দ্বারা।

  • (a) 25 তম
  • (b) 42 তম
  • (c) 44 তম
  • (d) 46 তম

উঃ (b) 42 তম

xxii) ভারতীয় সংবিধানে নির্দেশমূলকনীতি সমূহ গৃহীত হয়েছে -এর সংবিধানকে অনুসরণ করে।

  • (a) কানাডা
  • (b) ব্রিটেন
  • (c) মার্কিন যুক্তরাষ্ট্র
  • (d) আয়ারল্যাণ্ড

উঃ (d) আয়ারল্যাণ্ড ।

xxiii) আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের যে ধারায় আলোচনা করা হয়েছে তা হলো-

  • (a) 14
  • (b) 15
  • (c) 16
  • (d) 17

উঃ a) 14

xxiv) ভারতের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হলো-

  • (a) তৃতীয়
  • (b) চতুর্থ
  • (c) পঞ্চম
  • (d) ষষ্ঠ

উঃ (a) তৃতীয়।

GROUP – B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16

(i) রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো ।

(ii) কার মতানুসারে রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা?

অথবা, রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গীর নাম লেখো ।

(iii) রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম লেখো

(iv) কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ ?

অথবা, ‘পলিটিক্স’ কথাটি কোন গ্রীক শব্দ থেকে এসেছে ?

(v) রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।

অথবা, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দেখাও ।

(vi) ‘রাষ্ট্র’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?

(vii) ‘সিভিটাস’ কী ?

অথবা, ‘লেভিয়াথান’ গ্রন্থের লেখকের নাম লেখো ।

(viii) রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন?

(ix) ‘দ্য প্রিন্স’ গ্রন্থটির লেখক কে?

অথবা, ‘সোসাল কন্ট্রাক্ট’ গ্রন্থের রচয়িতার নাম লেখো ।

(x) জাতীয়তাবাদের সপক্ষে একটি যুক্তি দাও ।

(xi) ‘বিকৃত’ জাতীয়তাবাদ বলতে কী বোঝো?

(xii) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে একটি যুক্তি দাও ।

অথবা, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও ।

(xiii) ‘ন্যাশনালিজম’ গ্রন্থের লেখকের নাম লেখো ।

(xiv) আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো?

(XV) গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান করে গৃহীত হয়েছিল?

অথবা, ভারতের সংবিধান কবে কার্যকর হয়?

(xvi) ‘সাম্য’ বলতে কী বোঝায়?

অথবা, পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো?

GROUP-C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৪ × 5= 40

(i) রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো । ৪

অথবা, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী তত্ত্বটি আলোচনা করো । 8

(ii) আইনের প্রমুখ উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। ৪

অথবা, গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। 2+3+3

(iii) লিখিত ও অলিখিত সংবিধানের প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। সুপরিবর্তনীয় সংবিধানের গুণগুলি উল্লেখ করো । 2+3+3

অথবা, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও। 8

(iv) যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝো? এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2+6

অথবা, ভারতের সংসদীয় ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা করো ।

(v) ভারতের সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকারটি আলোচনা করো। ৪

অথবা, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো ।

আরোও পড়ুন

Leave a Comment