Class XI Political Science Question Paper 2016

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI Political Science Question Paper 2016, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৬ উত্তরসহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

Class XI Political Science Question Paper 2016

Annual Question Paper

(New Syllabus)

(2016)

Time: 3hrs 15 Mts. Full Marks: 80

বিভাগ – ক

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও: 1 x 24 = 24

i) নেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ……… থেকে।

(a) Natio.

(b) Nato

(c) Nat.

(d) National

উত্তরঃ (a) Natio

ii) ‘একজাতি; একরাষ্ট্র’ – এই স্লোগানই হলো—

(a) রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক নীতি

(b) আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি

(c) জাতীয় জনসমাজ গঠনের মৌলিক নীতি

(d) জাতি গঠনের মৌলিক নীতি।

উত্তরঃ (b) আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি ।

iii) ‘জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়’- একথা বলেছেন-

(a) জিমার্ন

(b) রাসেল

(c) উইলসন

(d) লেনিন

উত্তরঃ (a) জিমার্ন।

iv) রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন

(a) উগ্র জাতীয়তাবাদকে

(b) ফ্যাসিবাদকে

(c) নাৎসিবাদকে

(d) আন্তর্জাতিকতাবাদকে।

উত্তরঃ (d) আন্তর্জাতিকতাবাদকে।

v) আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষাকবচ বলে বর্ণনা করেছেন—

(a) ডাইসি

(b) স্যাবাইন

(c) মন্তেস্কু

(d) গিলক্রিস্ট।

উত্তরঃ (a) ডাইসি।

vi) সিসেরো যে ধরণের সাম্যের প্রবক্তা ছিলেন তা হল—

(a) স্বাভাবিক সাম্য

(b) সামাজিক সাম্য

(c) আইনগত সাম্য

(d) আন্তর্জাতিক সাম্য ।

উত্তরঃ (a) স্বাভাবিক সাম্য ।

vii) বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান

(a) ভারতে

(b) ব্রিটেনে

(c) ফ্রান্সে

(d) সুইজারল্যান্ডে

উত্তরঃ (d) সুইজারল্যান্ডে।

viii) একনায়কতন্ত্রের ধারণার ভিত্তি রচনা করেন—

(a) হেগেল

(b) গ্রিন

(c) রুশো

(d) মিল

উত্তরঃ (a) হেগেল।

ix) বিদেশীরা অধিকারটি উপভোগ করে না।

(a) সামাজিক

(b) পৌর

(c) রাজনৈতিক

(d) অর্থনৈতিক।

উত্তরঃ (c) রাজনৈতিক।

x) অনুমোদনসিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি—

(a) হতে পারে

(b) হতে পারে না

উত্তরঃ (b) হতে পারে না।

xi) আইন ও শাসনবিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অস্তিত্ব দেখা যায় যে ব্যবস্থায়—

(a) যুক্তরাষ্ট্রীয়

(b) এককেন্দ্ৰিক

(c) রাষ্ট্রপতি শাসিত

(d) সংসদ শাসিত।

উত্তরঃ (d) সংসদ শাসিত।

xii) ভারতে…. অঙ্গরাজ্যের পৃথক সংবিধান আছে।

(a) হিমাচল প্রদেশ

(b) কেরল

(c) পশ্চিমবঙ্গ

(d) জম্মু-কাশ্মীর

উত্তরঃ (d) জম্মু-কাশ্মীর [ বর্তমানে কোনো অঙ্গরাজ্যের নিজস্ব সংবিধান নেই।]

xiii) ভারতের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হল—

(a) তৃতীয়

(b) চতুর্থ

(c) পঞ্চম

(d) ষষ্ঠ

উত্তরঃ (a) তৃতীয়।

xiv) ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে……. সংবিধানকে অনুসরণ করে।

(a) কানাডা

(b) ব্রিটেন

(c) মার্কিন যুক্তরাষ্ট্র

(d) আয়ারল্যান্ড।

উত্তরঃ (d) আয়ারল্যান্ড।

Xv) ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয়—

(a) নির্বাচন কমিশন

(b) পার্লামেন্ট

(c) প্রধানমন্ত্রী

(d) সুপ্রিম কোর্ট

উত্তরঃ (a) নির্বাচন কমিশন।

xvi) একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হল—

(a) বহুজন সমাজবাদী পার্টি

(b) ভারতের কমিউনিস্ট পার্টি

(c) ভারতীয় জনতা পার্টি

(d) ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস

উত্তরঃ (d) ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস।

xvii) ভারতের দলত্যাগ নিরোধক আইন পাশ হয় খ্রিস্টাব্দে

(a) ১৯৮৫

(b) ১৯৯০

(c) ১৯৯৫

(d) ২০০০

উত্তরঃ (a) ১৯৮৫

xviii) ভারতে আছে ব্যবস্থা।

(a) একদলীয়

(b) দ্বিদলীয়

(c) ত্রিদলীয়

(d) বহুদলীয়।

উত্তরঃ (d) বহুদলীয়।

xix) ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে—

(a) মহারাষ্ট্রে

(b) কেরলে

(c) তামিলনাড়ুতে

(d) পাঞ্জাবে

উত্তরঃ (b) কেরলে।

xx) সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায়নে পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন—

(a) গিলক্রিস্ট

(b) গেটেল

(c) বার্কার

(d) নিউম্যান

উত্তরঃ (d) নিউম্যান।

xxi) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে ?

(a) ২২৬

(b) ৩২৬

(c) ৩২৮

(d) ৩৩২

উত্তরঃ (b) ৩২৬ নং ধারা।

xxii) ভারতে নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে

(a) আইনসভা

(b) নির্বাচন কমিশন

(c) বিচারবিভাগ

(d) প্রধানমন্ত্রীর সচিবালয়

উত্তরঃ (c) বিচারবিভাগ

xxiii) মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের কার্যকালের মেয়াদ হল-

(a) ৪ বছর

(b) ৫ বছর

(c) ১০ বছর

(d) ৬ বছর

উত্তরঃ (d) ৬ বছর।

xxiv) “ভারতীয় গণতন্ত্রের চারটি প্রধান স্তম্ভের মধ্যে দুর্বলতম স্তম্ভটি হলো নির্বাচন কমিশন”- এই মন্তব্যটি করেছেন—

(a) কে ভি রাও

(b) এস আর মাহেশ্বরী

(c) দুর্গদাস বসু

(d) ডি এন ব্যানার্জি

উত্তরঃ (b) এস আর মাহেশ্বরী।

বিভাগ – খ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×16=16

(i) রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তরঃ ইতালির দার্শনিক ম্যাকিয়াভেলি।

(ii) সিভিটাস কী?

উত্তরঃ রোমানরা রাষ্ট্রকে সিভিটাস বলতেন ।

অথবা, “সোশ্যাল কন্ট্রাক্ট” গ্রন্থটি কার লেখা?

উত্তরঃ ফরাসি দার্শনিক রুশোর লেখা।

(iii) জনসমাজ বলতে কী বোঝো?

উত্তরঃ একটি নির্দিষ্ট ভূখন্ডে বসবাসকারী একইরকম জীবনযাত্রায় অভ্যস্ত জনগোষ্ঠীকে জনসমাজ বলা হয়।

অথবা, জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে প্রধান পার্থক্য কী ?

উত্তরঃ জাতীয় জনসমাজ হল রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ। অপরদিকে, জাতি হল রাজনৈতিকভাবে সংগঠিত এবং বহিঃশাসন থেকে পুরোপুরি মুক্ত অথবা মুক্তিকামী একটি জনসমাজ।

(iv) “এক জাতি; এক রাষ্ট্র”- তত্ত্বটির একটি গুণ উল্লেখ করো।

উত্তরঃ উল্লিখিত তত্ত্ব আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে সাহায্য করে।

(v) কার মতানুসারে ‘বংশগত কিংবা ভাষাগত ঐক্য নয়; বরং ভাবগত ঐক্যই জাতি সৃষ্টি করে?

উত্তরঃ ফরাসি অধ্যাপক রেনার মতানুসারে।

অথবা, রবীন্দ্রনাথ ঠাকুর ‘বৈশ্যরাজকতন্ত্র’ বলতে কী বুঝিয়েছেন ?

উত্তরঃ সাম্রাজ্যবাদী ধনতান্ত্রিক সভ্যতাকে।

(vi) আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো ?

উত্তরঃ আন্তর্জাতিকতাবাদ হল সেই তত্ত্ব যা উগ্র জাতীয়তাবাদের বিপরীতে প্রতিটি ব্যক্তিকে ‘বিশ্ব নাগরিক’ হিসেবে ভাবতে শেখায়।

(vii) আইনের প্রাচীনতম উৎস কী?

উত্তরঃ আইনের প্রাচীনতম উৎস হল বিভিন্ন প্ৰথা, রীতিনীতি ইত্যাদি।

অথবা, আইনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে।

(viii) স্বাধীনতার একটি রক্ষাকবচ উল্লেখ করো।

উত্তরঃ স্বাধীনতার একটি অন্যতম রক্ষাকবচ হল আইনের অনুশাসন।

অথবা, ন্যায়কে ‘সমন্বয়কারী ধারণা’ বলে কে অভিহিত করেছেন ?

উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানী বার্কার।

(ix) পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো ?

উত্তরঃ যে শাসনব্যবস্থায় জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনক্ষমতা প্রয়োগ করে থাকে, তাকে পরোক্ষ গণতন্ত্র বলা হয়।

(x) দলগত একনায়কতন্ত্রের অর্থ কী?

উত্তরঃ যে শাসনব্যবস্থায় রাষ্ট্রক্ষমতা একটিমাত্র দলের হাতে কেন্দ্রীভূত থাকে, তাকে দলগত একনায়কতন্ত্র বলা হয়।

(xi) ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকতা

সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তরঃ ভারতের সংবিধানের ৫ থেকে ১১ নাম্বার ধারায় ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে।

অথবা, নাগরিক বলতে কী বোঝো?

উত্তরঃ কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং সেই রাষ্ট্রের প্রতি অনুগত ব্যক্তিকেই বলা হয় নাগরিক (Citizen)।

(xii) দ্বৈতনাগরিকতার সমস্যা সমাধানের যে কোনো একটি উপায় লেখো।

উত্তরঃ উক্ত ব্যক্তি যে দুটি রাষ্ট্রের নাগরিক সেই দুই রাষ্ট্রের মধ্যে যে কোনো একটিকে বেছে নিলে দ্বৈত নাগরিকতার অবসান ঘটবে।

(xiii) রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ রাজনৈতিক দলগুলি গণতান্ত্রিক উপায়ে এবং বিধিসম্মতভাবে রাজনৈতিক ক্ষমতা অধিকারের চেষ্টা করে।

(xiv) রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তরঃ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলি নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না।

(xv) সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো?

উত্তরঃ দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক যদি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার অধিকার পায় তবে তাকে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলে।

(xvi) নির্বাচন কমিশনের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।

উত্তরঃ নির্বাচন কমিশনের একটি অন্যতম সীমাবদ্ধতা হল এই যে, কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের সুপারিশ মানতে বাধ্য নয় ।

অথবা, বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের কমিশনারের সংখ্যা কত ?

উত্তরঃ বর্তমানে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন অন্যান্য কমিশনার নিয়ে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছে।

বিভাগ-গ (বড় প্রশ্ন)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

(i) রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো। 4+4

অথবা, রাষ্ট্রবিজ্ঞান কী বিজ্ঞান পদবাচ্য? ব্যাখ্যা করো।

(ii) রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো।

অথবা, রাষ্ট্রবিজ্ঞান কী বিজ্ঞান পদবাচ্য? ব্যাখ্যা করো।

(ii) রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো।

অথবা, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিবর্তনবাদী তত্ত্বটি আলোচনা করো।

(iii) সংবিধান কাকে বলে? সংবিধানের শ্রেণিবিভাজন করো।

অথবা, ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করো।

(iv) যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝ? এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

অথবা, রাষ্ট্রপতিশাসিত ও সংসদ শাসিত শাসনব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো।

(v) ভারত -এর সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো।

অথবা, নির্দেশমূলক নীতি বলতে কী বোঝ ? সংক্ষেপে গুরুত্বপূর্ণ নির্দেশমূলক নীতিগুলি উল্লেখ করো।

আরোও পড়ুন

Leave a Comment