Home Management & Family Resource Management SAQ Suggestion-2023 পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের Syllabus অনুযায়ী ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে প্রস্তুত করা হল।
Home Management & Family Resource Management SAQ Suggestion-2023
- 1. সম্প্রসারণ শিক্ষায় ব্যবহৃত ‘সম্প্রসারণ’ শব্দটির উৎস এবং অর্থ উল্লেখ করো।
- 2. তথ্যের অভাবে উপভোক্তারা যে-দুটি সমস্যার সম্মুখীন হয়, তা উল্লেখ করো।
- 3. উপভোক্তা প্রশিক্ষণের দুটি সুবিধা উল্লেখ করো।
- 4. দর্শন-শ্রবণ প্রদীপন মাধ্যম বলতে কী বোঝো?
- 5. দুটি রোগের নাম উল্লেখ করো, যেগুলি মশার কামড়ের দ্বারা হয় ?
- 6. পশমের সোয়েটার ধোওয়ার পর কীভাবে শুকনো করবে?
- 7. বৌদ্ধিক বিকাশ বলতে কী বোঝো?
- 8. অথবা, কিশোরীরা দেহের স্থূলতা বৃদ্ধির ভয়ে কোন রোগের দ্বারা আক্রান্ত হয়?
- 9. ক্রেডিটের দুটি সুবিধা লেখো।
- 10. ক্রেডিটের যে-কোনো দুটি উৎস উল্লেখ করো।
- 11. ‘গৃহ পরিচালনা একটি শিল্প’—দুটি কারণ লেখো।
- 12. সুষম খাদ্যের সংজ্ঞা দাও।
- 13. আহারের পরিকল্পনার সংজ্ঞা লেখো।
- 14. তন্তু থেকে রক্তের দাগ তোলার জন্য কেন গরম জল ব্যবহার করা উচিত নয়?
- 15. পরিবারের অনুপূরক বা বাড়তি আয় বলতে কী বোঝো?
- 16. পর্যাবৃত্ত পরিষ্করণ বলতে কী বোঝো?
- 17. পর্দার উদ্দেশ্যগুলি কী কী?
- 18. সময় পরিকল্পনা শিথিল হওয়া প্রয়োজন কেন?
- 19. মোটা হওয়ার ফলে কিশোরীর যে রোগ হয়, সেটি কী?
- 20. বয়ঃসন্ধিকালে অবসাদগ্রস্ত হওয়ার দুটি কারণ লেখো।
- 21. বিবাহের উদ্দেশ্য কী?
- 22. বিবাহের পূর্বে কাউন্সেলিং-এর প্রয়োজনীয়তা কী?
- 23. PFA-এর পুরো নাম কী?
- 24. IST-এর পুরো নাম কী?
- 25. সিন্ধান্ত বলতে কী বোঝো?
- 26. গৃহের একটি মানসিক কাজ লেখো।
- 27. ‘Pop Up’ টোস্টারের একটি সুবিধা লেখো।
- 28. প্রবীণদের জন্য ডাকঘরের একটি সপ্তয় প্রকল্পের নাম করো।
- 29. ক্রেতাদের দুটি অধিকারের উল্লেখ করো।
- 30. সম্প্রসারণ শিক্ষা কাদের জন্য প্রযোজ্য?
- 31. সম্প্রসারণ শিক্ষার উদ্দেশ্য কী?
- 32. পরিবারের হিসাব রাখার দুটি সুবিধা লেখো।
- 33. উপভোক্তাকে বিজ্ঞাপন কীভাবে সাহায্য করে।
- 34. অনিয়মিত খাদ্যগ্রহণের একটি অসুবিধা লেখো।
- 35. প্যাকেটের ‘জাংক ফুডে’ কোন্ উপাদান কম থাকে?
- 36. ‘জাংক ফুড’ বেশি খেলে কোন রোগের সম্ভাবনা থাকে?
- 37. PTA-এর পুরো নাম কী?
- 38. অপরাধ প্রবণতার দুটি কারণ লেখো।
- 39. গণযোগাযোগের সুবিধা কী?
- 40. ‘শ্রবণ-দর্শন প্রদীপন মাধ্যম’ বলতে কী বোঝায়?
- 41. সম্প্রসারণ শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
- 42. প্রশিক্ষণের দ্বারা উপভোক্তা যে-দুটি বিষয়ে উপকৃত হয়, সেগুলি উল্লেখ করো।
- 43. পণ্যের লেবেলের দ্বারা ক্রেতা কীভাবে উপকৃত হয়?
- 44. বাড়িতে পর্দা ব্যবহারের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।
- 45. সকালে বসার ঘরের দরজা-জানালা কেন খোলা উচিত?
- 46. পোশাকের দুটি প্রয়োজনীয়তা লেখো।
- 47. বৃদ্ধবৃদ্ধাদের খাদ্য কীরকম হওয়া উচিত?
- 48. জাংক ফুডে কী কী উপাদান বেশি থাকে?
- 49. কৈশোরে ড্রাগের প্রভাবে দুটি সমস্যার উল্লেখ করো।
- 50. অ্যানোরেক্সিয়া নার্ভোসা কেন হয়?
- 51. বন্ড কী?
- 52. কাজের সরলীকরণের সংজ্ঞা লেখো।
- 53. অবসাদের কারণ কী?
- 54. গৃহ পরিচালিকার দুটি গুণ লেখো।