HS Agronomy Question Paper 2020

উচ্চ-মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (HS Agronomy Question Paper 2020) উত্তরসহ নিম্নে দেওয়া হল।

Higher Secondary Agronomy Question Paper 2020

(বিভাগ – ক, নম্বর: ৩৫)

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 7X5=35

1. (a) নিম্নলিখিত ফসলগুলির বৃদ্ধির সংকট দশাগুলি লেখো: গম, আখ, পাট, আলু। ½X4=2

(b) নীচের বক্তব্যগুলির ব্যাখ্যা দাও: 1X2=2

  • (i) ধানের আলোক সংবেদনশীল জাত বোরো মরশুমে চাষ করা যায় না।
  • (ii) ফুল ফোটা থেকে ফল ধরার মধ্যে পাট কাটতে হবে।

(c) প্রদত্ত তথ্যগুলি থেকে গমের ফলন (টন/হেক্টর) নির্ণয় করো: 3

  • (i) প্রতি বর্গমিটারে পাশকাঠি = 350,
  • (ii) প্রতি পাশকাঠিতে পুষ্ট দানা = 60,
  • (iii) টেস্ট ওজন = 42 গ্রাম।

অথবা, (a) খরাসহনশীল ফসলের চারটি উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো।

(b) প্রান্তিক উৎপাদন বলতে কী বোঝো?

(c) যদি কোনো ফসলের খরাসহনশীলতা সূচক 85% হয় এবং ওই ফসলের স্বাভাবিক অবস্থায় ফলন 20 কুইন্টাল/হেক্টর হয় তবে খরা পরিস্থিতিতে তার ফলন কত হবে?

2. (a) কারণ ব্যাখ্যা করো: 1×3=3

(i) অম্ল মাটিতে ‘ফসফেট বন্ধন’ বেশি ঘটে।

(ii) কৃষিতে সালোকসংশ্লেষের পর CEC দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা।

(iii) খারাপ নিকাশি মাটি লবণাক্ত হওয়ার কারণ।

(b) লবণাক্ত ও ক্ষার মাটির পার্থক্য লেখো। 2

(c) চারটি ক্ষারসহনশীল ফসলের নাম লেখো। 2

3. (a) কারণ ব্যাখ্যা করো: 1½X2=3

(i) সাধারণত চাপান সার হিসেবে জৈব সার ব্যবহৃত হয় না।

(ii) অন্যান্য নাইট্রোজেনঘটিত সারের চেয়ে নাইট্রোজেন উৎস হিসেবে ইউরিয়া বেশি জনপ্রিয়।

(b) এক হেক্টর ধান জমিতে 100 – 75 = 50 কেজি/হেক্টর হিসাবে NPK দিতে যে পরিমাণ সুফলা (15 – 15 – 15), ইউরিয়া, সিংগল সুপারফসফেট প্রয়োজন, তা নির্ণয় করো।

অথবা, (a) প্রমাণ করো যে, ইউরিয়াতে 46% নাইট্রোজেন আছে।

(b) সার প্রয়োগের মূলনীতিগুলি কী কী ?

(c) সতর্কতা-সহ জীবাণুসারের প্রয়োগ পদ্ধতি লেখো।

(d) খইল-কে ঘনীভূত জৈব সার বলা হয় কেন?

4. (a) বোরো ধান চাষের প্রধান সমস্যাগুলি কী কী ?

(b) তিনচোখবিশিষ্ট আখের বীচনের বৈশিষ্ট্যগুলি লেখো।

(c) আমের অনিয়মিত ফল ধারণের কারণগুলি কী কী? কয়েকটি প্রতিকার লেখো।

অথবা, (a) টম্যাটোর চারা তৈরি, সার প্রয়োগ এবং জলসেচ পদ্ধতি লেখো।

(b) বেঁটে গমের বৈশিষ্ট্যগুলি লেখো।

(c) কলার দুটি জাতের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।

5. (a) IPM কী ? পোকা দমনের কৃষি পদ্ধতিটি লেখো।

(b) সংক্ষিপ্ত টীকা লেখো:

  • (i) পোকার বৃদ্ধি নিয়ন্ত্রক
  • (ii) পুংনির্বীজন।

অথবা, (a) আগাছা কীভাবে ফসলের ক্ষতি করে?

(b) ইঁদুর দমনের দুটি পদ্ধতি লেখো।

(c) নীচের রোগপোকাগুলির ক্ষতির প্রকৃতি ও প্রতিকার ব্যবস্থাগুলি লেখো (যে-কোনো তিনটি): 1X3=3

  • (i) সরিষার গদামূল রোগ।
  • (ii) ধানের বাদামি শোষক।
  • (ii) পাটের তিড়িং পোকা।
  • (iv) কলার শিকড় নিমাটোড।
  • (v) আমের মাছি।

(বিভাগ-খ, নম্বর: ৪৫)

1. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক): 1X21=21

(i) ‘সায়ানো গ্যাস-A’ ব্যবহৃত হয় যা দমনে, তা হল-

  • (a) বাদুড়
  • (b) শিয়াল
  • (c) ইঁদুর
  • (d) সাপ

উত্তর:- (a) বাদুড়।

(ii) কোটি শীতকালীন আগাছা?

  • (a) শামা
  • (b) দূর্বা
  • (c) বেথুয়া
  • (d) দুধিয়া

উত্তর:- (c) বেথুয়া।

(iii) ‘আধসালী’ আখের স্থিতিকাল হল –

  • (a) 6 মাস
  • (b) 12 মাস
  • (c) 18 মাস
  • (d) ৪ মাস

উত্তর:- (d) ৪ মাস।

(iv) বেগুনের জাত কোনটি?

  • (a) পুশা বুবি
  • (b) সুফল
  • (c) কুস্তি
  • (d) কিষাণ

উত্তর:- (a) পুশা বুবি।

(v) প্রধানত VAM যে সারে দেখতে পাওয়া যায়, তা হল—

  • (a) কেঁচোসার
  • (b) টাউন কম্পোস্ট
  • (c) FYM
  • (d) কচুরিপানা কম্পোস্ট

উত্তর:- (a) কেঁচোসার।

(vi) স্টার্টার দ্রবণে N, P, K-এর অনুপাত হল-

  • (a) 1:2:1
  • (b) 1:1:2
  • (c) 2:1:1
  • (d) (a) 3 (b) উভয়ই

উত্তর:- (a) 1:2:1

(vii) মিথোজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হল-

  • (a) অ্যাজোটোব্যাক্টর
  • (b) ক্লসট্রিডিয়াম
  • (c) রাইজোবিয়াম
  • (d) ক্লোরোবিয়াম

উত্তর:- (c) রাইজোবিয়াম।

(viii) যে মৌলকে ‘উৎসেচক সক্রিয়ক’ বলা হয়, তা হল –

  • (a) K
  • (b) Ca
  • (c) P
  • (d) N

উত্তর:- (a) K

(ix) আলুর ছাল মোটা হওয়ার দশাকে বলে—

  • (a) কন্দগঠন দশা
  • (b) ত্বকপুষ্টি দশা
  • (c) বজ্রধাবক দশা
  • (d) কোনোটিই নয়

উত্তর:- (b) ত্বকপুষ্টি দশা।

(x) খরা সহনশীল ফসলটি (গুলি) হল –

  • (a) সূর্যমুখী
  • (b) ভুট্টা
  • (c) টম্যাটো
  • (d) (a) ও (b) উভয়ই

উত্তর:- (b) ভুট্টা।

(xi) ধানের সংকট বৃদ্ধি দশাটি হল—

  • (a) পাশকাঠি ছাড়া দশা
  • (b) দানা পুষ্টি দশা
  • (c) পুষ্পমুকুল উদ্‌গমন দশা
  • (d) কোনোটিই নয়

উত্তর:- (a) পাশকাঠি ছাড়া দশা।

(xii) জমিতে শত্ৰুপোকা ও বন্ধুপোকার সঠিক অনুপাতটি হল –

  • (a) 3: 1
  • (b) 3:2
  • (c) 2:1
  • (d) 1:1

উত্তর:- (c) 2:1

(xiii) ‘লাল ধ্বসা রোগ কোন্ ফসলে দেখা যায়?

  • (a) ধান
  • (b) টম্যাটো
  • (c) কলা
  • (d) আখ

উত্তর:- (d) আখ।

(xiv) ‘ওয়াটার সাকার প্রতিশব্দটি যে ফসলের সঙ্গে জড়িত, তা হল—

  • (a) আম
  • (b) কলা
  • (c) টম্যাটো
  • (d) গম

উত্তর:- (a) আম।

(xv) আখ, রস ও গুড়ের অনুপাতটি হল –

  • (a) 10:2:1
  • (b) 10:6:1
  • (c) 10:8:3
  • (d) 10:6:2

উত্তর:- (b) 10:6:1

(xvi) জলদি জাতের টম্যাটোর চারা যে মাসে রোপণ করা হয়, তা হল—

  • (a) মে-জুন
  • (b) জুলাই-আগস্ট
  • (c) সেপ্টেম্বর-অক্টোবর
  • (d) নভেম্বর-ডিসেম্বর

উত্তর:- (b) জুলাই-আগস্ট।

(xvii) প্রতি হেক্টর ধান জমিতে নীলাভ সবুজ শৈবাল যে পরিমাণ নাইট্রোজেন প্রতি বছর যোগ করে, তা হল-

  • (a) 30-40 কেজি
  • (b) 40-50 কেজি
  • (c) 90-100 কেজি
  • (4) 20-30 কেজি

উত্তর:- (b) 40-50 কেজি।

(xviii) ক্ষারীয় জমির জন্য উপযুক্ত সারটি হল-

  • (a) ইউরিয়া
  • (b) অ্যামোনিয়াম সালফেট
  • (c) CAN
  • (d) DAP

উত্তর:- (c) CAN

(xix) কোন্ মাটিকে শারীরবৃত্তীয় ঊষর মৃত্তিকা’ বলা হয়?

  • (a) অম্ল মাটি
  • (b) ক্ষারীয় মাটি
  • (c) লবণাক্ত মাটি
  • (d) কোনোটিই নয়

উত্তর:- (c) লবণাক্ত মাটি।

(xx) উদ্ভিদ বৃদ্ধির ভিত্তি মৌলগুলি হল-

  • (a) CH, O
  • (b) N, P, K
  • (c) Ca Mg, S
  • (d) C, P. S

উত্তর:- (b) N, P, K

(xxi) দেহজ ও জননগত বৃদ্ধি যে ফসলে একসঙ্গে চলে, তা হল-

  • (a) আলু
  • (b) সূর্যমুখী
  • (c) তিল
  • (d) আখ

উত্তর:- (a) আলু।

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1X14=14

(i) উদ্ভিদ বৃদ্ধির অভ্যন্তরীণ ও বাহ্যিক কারণগুলির নাম লেখো।

(ii) একটি নাইট্রিফাইং ও একটি ডি-নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।

(iii) জটিল ও মিশ্র সারের প্রধান পার্থক্য কী?

(iv) কেঁচোসারের দুটি উপযোগিতা লেখো।

(v) আমন ধান বোনা ও কাটার সময় লেখো।

(vi) আগাছা দমনের একটি জৈবিক পদ্ধতি লেখো।

অথবা, কীটনাশক প্রয়োগে কী কী সতর্কতা প্রয়োজন?

(vii) ‘ক্রমহ্রাসমান উৎপাদন বিধি’টি লেখো।

অথবা, শস্য নিবিড়তা কী?

(viii) ফসলের ফলন নির্ধারী উপাদান কাকে বলে?

অথবা, দুটি দিবাদৈর্ঘ্য নিরপেক্ষ ফসলের নাম লেখো।

(ix) অণুখাদ্যের দুটি কাজ লেখো।

অথবা, উদ্ভিদ বৃদ্ধিতে সালফারের ভূমিকা কী?

(x) মাটির বিক্রিয়া বলতে কী বোঝো?

অথবা, মৃত্তিকা সংশোধনের সংজ্ঞা দাও।

(xi) সবুজ পাতা সার বলতে কী বোঝো?

অথবা, সবুজ সার ফসলের দুটি বৈশিষ্ট্য লেখো।

(xii) আখের কোন্ জাতটিকে ‘আশ্চর্য আখ’ বলা হয়?

অথবা, আখের দুটি সাথি ফসলের নাম লেখো।

(xiii) একটি ‘নির্বাচিত’ ও একটি ‘অনির্বাচিত’ আগাছানাশকের নাম লেখো।

(xiv) দুটি গুদামজাত কীটশত্রুর নাম লেখো।

HS Agronomy Question Paper 2022

Leave a Comment