HS History Question Paper 2015

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের HS History Question Paper 2015, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৫, Class 12 History Question Paper 2015, Class XII History Question Paper 2015 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

HS History Question Paper 2015

PART – A

1. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক)

বিভাগ-ক

i. মিথ (উপকথা) ও লিজেন্ড (পুরাকাহিনি) বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে?

ii. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিনের তত্ত্ব আলোচনা করো।

iii. ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়?

অথবা, পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।

iv. ভারতের সমাজ সংস্কারক হিসেবে রামমোহনের অবদান সম্পর্কে আলোচনা করো।

বিভাগ-খ

v. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের (1919) সমালোচনামূলক আলোচনা করো।

vi. হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

vii. সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল ?

অথবা, সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল?

viii. স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা করো।

PART – B

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো

i. ঢাকায় সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় –

  • (a) 1980 খ্রিস্টাব্দে
  • (b) 1985 খ্রিস্টাব্দে
  • (c) 1990 খ্রিস্টাব্দে
  • (d) 1983 খ্রিস্টাব্দে

উত্তর:- (b) 1985 খ্রিস্টাব্দে।

ii. 1990-এর দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়?

  • (a) মনমোহন সিং
  • (b) পি ভি নরসিমা রাও
  • (c) রাজীব গান্ধি
  • (d) অটলবিহারী বাজপেয়ী

উত্তর:- (b) পি ভি নরসিমা রাও।

iii. ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে –

  • (a) 1971 খ্রিস্টাব্দে
  • (b) 1950 খ্রিস্টাব্দে
  • (c) 1955 খ্রিস্টাব্দে
  • (d) 1960 খ্রিস্টাব্দে

উত্তর:- (b) 1950 খ্রিস্টাব্দে।

iv. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন –

  • (a) মহম্মদ আলি জিন্নাহ
  • (b) জুলফিকার আলি ভুট্টো
  • (c) ইয়াহিয়া খাঁ
  • (d) নুরুল আমিন

উত্তর:- (d) নুরুল আমিন।

v. আরব লিগে যোগদানকারী দেশ হল –

(A) সিরিয়া

(B) মিশর

(C) লেবানন

(D) ট্রান্স-জর্ডন

বিকল্প সমূহ :

  • (a) A, B ঠিক এবং C, D ভুল
  • (b) B, C, D ঠিক এবং A ভুল
  • (c) A, B, C, D সবকটি ঠিক
  • (d) A, B, C, D সবকটি ভুল

উত্তর:- (c) A, B, C, D সবকটি ঠিক।

vi. উত্তর আটলান্টিক সামরিক জোট (NATO) কবে গঠিত হয়?

  • (a) 1948 খ্রিস্টাব্দে
  • (b) 1949 খ্রিস্টাব্দে
  • (c) 1950 খ্রিস্টাব্দে
  • (d) 1952 খ্রিস্টাব্দে

উত্তর:- (b) 1949 খ্রিস্টাব্দে।

vii. ইয়াল্টা সম্মেলন আহুত হয় –

  • (a) 1943 খ্রিস্টাব্দে
  • (b) 1944 খ্রিস্টাব্দে
  • (c) 1945 খ্রিস্টাব্দে
  • (d) 1946 খ্রিস্টাব্দে

উত্তর:- (c) 1945 খ্রিস্টাব্দে।

viii. সুয়েজ খাল জাতীয়করণ করেন –

  • (a) নেহরু
  • (b) নাসের
  • (c) টিটো
  • (d) চার্চিল

উত্তর:- (b) নাসের।

ix. স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ ২ মেলাও

         স্তম্ভ-১স্তম্ভ ২
(i) জেনারেল তোজো(A) ইন্দোনেশিয়া
(ii) হো-চি-মিন(B) চীন
(iii) চৌ এন-লাই(C) জাপান
(iv) সুকর্ণ(D) ভিয়েতনাম

বিকল্প:

  • (a) (i) – B, (ii) – A, (iii) – D, (iv) – C
  • (b) (i) – C, (i) – A, (iii) – B, (iv) – D
  • (c) (i) – A, (ii) – C, (iii) – B (iv) – D
  • (d) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A

উত্তর:- (d) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A

x. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন –

  • (a) উড্রো উইলসন
  • (b) হুভার
  • (c) রুজভেল্ট
  • (d) ট্রুম্যান

উত্তর:- (c) রুজভেল্ট।

xi. ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন –

  • (a) জহরলাল নেহরু
  • (b) চক্রবর্তী রাজা গোপালাচারী
  • (c) পট্টভি সীতারামাইয়া
  • (d) মতিলাল নেহরু

উত্তর:- (c) পট্টভি সীতারামাইয়া।

xii. নৌবিদ্রোহ প্রথম শুরু হয় –

  • (a) কাসেল ব্যারাকে
  • (b) কোমাগাটামারু জাহাজে
  • (c) তলোয়ার জাহাজে
  • (d) আমেরিকান জাহাজে

উত্তর:- (c) তলোয়ার জাহাজে।

xiii. 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন –

  • (a) মন্টেগু
  • (b) চেমসফোর্ড
  • (c) লর্ড কার্জন
  • (d) লর্ড মিন্টো

উত্তর:- (d) লর্ড মিন্টো।

xiv. গান্ধি প্রবর্তিত ‘হরিজন’-এর অর্থ –

  • (a) অস্পৃশ্য
  • (b) নিপীড়িত
  • (c) ঈশ্বরের সন্তান
  • (d) তপশিলী জাতি

উত্তর:- (c) ঈশ্বরের সন্তান।

xv. তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন –

  • (a) রামমোহন রায়
  • (b) দেবেন্দ্রনাথ ঠাকুর
  • (c) কেশবচন্দ্র সেন
  • (d) ডিরোজিয়ো

উত্তর:- (b) দেবেন্দ্রনাথ ঠাকুর।

xvi. সিং-চুং-হুই-এর প্রবর্তক ছিলেন –

  • (a) সান-ইয়াৎ-সেন
  • (b) চিয়াং-কাই-শেখ
  • (c) চৌ এন লাই
  • (d) মাও-সে-তুও

উত্তর:- (a) সান-ইয়াৎ-সেন।

xvii. চিনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় — বন্দরের মধ্য দিয়ে।

  • (a) ম্যাকাও
  • (b) সাংহাই
  • (c) ক্যান্টন
  • (d) নানকিং

উত্তর:- (c) ক্যান্টন।

xviii. বীরসালিাম দক্ষিণের — নামে পরিচিত।

  • (a) গান্ধি
  • (b) রামকৃষ্ণ
  • (c) বিবেকানন্দ
  • (d) বিদ্যাসাগর

উত্তর:- (d) বিদ্যাসাগর।

xix. কে বাংলায় দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান?

  • (a) রবার্ট ক্লাইভ
  • (b) ভেরেলেস্ট
  • (c) ওয়ারেন হেস্টিংস
  • (d) লর্ড ওয়েলেসলি

উত্তর:- (c) ওয়ারেন হেস্টিংস।

xx. লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমিরাজস্ব ব্যবস্থা হল –

  • (A) দশশালা ব্যবস্থা
  • (B) চিরস্থায়ী বন্দোবস্ত
  • (C) মহলওয়ারি বন্দোবস্ত
  • (D) রায়তওয়ারি বন্দোবস্ত

উত্তর:- (D) রায়তওয়ারি বন্দোবস্ত।

বিকল্প সমূহ :

  • (a) A ঠিক এবং B, C, D ভুল
  • (b) A, C ঠিক এবং B, D ভুল
  • (c) A, B ঠিক C, D ভুল
  • (d) A, B, C ঠিক এবং D ভুল

উত্তর:- (d) A, B, C ঠিক এবং D ভুল।

xxi. আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল –

  • (a) ইংরেজরা
  • (b) ফরাসিরা
  • (c) পোর্তুগিজরা
  • (d) ওলন্দাজরা

উত্তর:- (c) পোর্তুগিজরা।

xxii. ‘Imperialism: The Highest State of Capitalism’ গ্রন্থের লেখক –

  • (a) হবসন
  • (b) হিলফারডিং
  • (c) লেনিন
  • (d) স্তালিন

উত্তর:- (c) লেনিন।

xxiii. ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন –

  • (a) রমেশচন্দ্র মজুমদার
  • (b) জেমস মিল
  • (c) রামশরণ শর্মা
  • (d) রণজিৎ গুহ

উত্তর:- (a) রমেশচন্দ্র মজুমদার।

xxiv. ‘Early History of India’ গ্রন্থের রচয়িতা –

  • (a) জন স্টুয়ার্ট মিল
  • (b) জেমস প্রিন্সেপ
  • (c) কোলব্রুক
  • (d) ভিনসেন্ট স্মিথ

উত্তর:- (d) ভিনসেন্ট স্মিথ।

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও

i) দক্ষিণ আফ্রিকার প্রথম অ-শ্বেতাক্ষা রাষ্ট্রপ্রধানের নাম কী?

অথবা, ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কীভাবে ভাগ করা হয়?

ii. দিয়েন বিয়েন ফু-তে কী ঘটেছিল?

অথবা, বেন বেন্না কে ছিলেন?

iii. ফিদেল কাস্ত্রো কে ছিলেন?

অথবা, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝায়?

iv. টুম্যান নীতি কী ছিল?

v. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

অথবা, উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল?

vi. ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে?

vii. ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?

অথবা, মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো।

viii. রাওলাট আইনের পিছনে কী উদ্দেশ্য ছিল?

ix. ‘মানুষ গড়ার’ আদর্শে কে বিশ্বাসী ছিলেন?

x. দলিত কাদের বলা হয়?

xi. আলেকজান্ডার ডাফ কে ছিলেন?

অথবা, চুঁইয়ে পড়া নীতি কী?

xii. নানকিং-এর সন্ধির দুটি শর্ত লেখো।

অথবা, তাইপিং বিদ্রোহ করে ও কেন হয়?

xiii. কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়?

xiv. বাণিজ্যিক মূলধন কাকে বলে?

xv. জে এ হবসনের বইটির নাম কী।

অথবা, হিলফারডিং-এর বইটির নাম লেখো।

xvi. আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?

অথবা, ভারতের কোন কোন স্থানে পোর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল?

Leave a Comment