দশম শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Madhyamik ABTA Test Paper 2024 History Page 50 প্রশ্নটি সমাধান করা হল।
Madhyamik ABTA TEST PAPER
HISTORY 50
বিভাগ- ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১০২০=২০
১.১ ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থটির বিষয়বস্তু হল – (ক) রাজনীতি বিষয়ক (খ) ভ্রমণবৃত্তান্ত (গ) স্থানীয় ইতিহাস (ঘ) শিল্পকলা
উত্তর:- (গ) স্থানীয় ইতিহাস।
১.২ ভারতীয় ‘আধুনিক নৃত্যশৈলীর জনক’ বলা হয় – (ক) উদয়শঙ্করকে (খ) মমতাশঙ্করকে (গ) প্রেমচন্দ্রকে (ঘ) অন্নদাশঙ্করকে
উত্তর:- (ক) উদয়শঙ্করকে।
১.৩ ‘জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন’-এর সভাপতি ছিলেন – (ক) আলেকজান্ডার ডাফ (খ) উইলিয়াম কেরি (গ) টমাস ব্যাবিংটন মেকলে (ঘ) ড্রিঙ্ককওয়াটার বেথুন
উত্তর:- (গ) টমাস ব্যাবিংটন মেকলে।
১.৪ ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল – (ক) ইন্ডিয়া গেজেট (খ) বেঙ্গল গেজেট (গ) দি ক্যালকাটা গেজেট (ঘ) সমাচার দর্পণ
উত্তর:- (খ) বেঙ্গল গেজেট।
১.৫ কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি – (ক) স্যার চার্লস উড (খ) আলেকজান্ডার ডাফ (গ) ডেভিড হেয়ার (ঘ) স্যার এডওয়ার্ড হাইড ইস্ট
উত্তর:- (ঘ) স্যার এডওয়ার্ড হাইড ইস্ট।
১.৬ ইংরেজবিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ বিদ্রোহ হল – (ক) ভিল বিদ্রোহ (খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ (গ) কোল বিদ্রোহ (ঘ) মুণ্ডা বিদ্রোহ
উত্তর:- (খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ।
১.৭ ‘সিং বোঙা’ নামে পরিচিত ছিলেন – (ক) ডোমন মাঝি (খ) কানহু (গ) বিরশা মুণ্ডা (ঘ) সিধু
উত্তর:- (গ) বিরশা মুণ্ডা।
১.৮ ‘গাও ভারতের জয়’ গানটি রচনা করেছেন – (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তর:- (খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর।
১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল – (ক) ভারতসভা (খ) ভারতের জাতীয় কংগ্রেস (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা (ঘ) জমিদার সভা
উত্তর:- (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা।
১.১০ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন – (ক) রাজা রামমোহন রায় (খ) দ্বারকানাথ ঠাকুর (গ) রাজনারায়ণ বসু (ঘ) রাধাকান্ত দেব
উত্তর:- (খ) দ্বারকানাথ ঠাকুর।
১.১১ হ্যালহেডের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় – (ক) ১৭৭০ খ্রিস্টাব্দে (খ) ১৭৭৬ খ্রিস্টাব্দে (গ) ১৭৭৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৭৭৯ খ্রিস্টাব্দে।
উত্তর:- (গ) ১৭৭৮ খ্রিস্টাব্দে।
১.১২ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর প্রথম অধ্যক্ষ ছিলেন- (ক) তারকনাথ পালিত (খ) জগদীশচন্দ্র বসু (গ) প্রমথনাথ বসু (ঘ) মহেন্দ্রলাল সরকার
উত্তর:- (গ) প্রমথনাথ বসু।
১.১৩ কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন – (ক) সুভাষচন্দ্র বসু (খ) জওহরলাল নেহেরু (গ) বিপিনচন্দ্র পাল (ঘ) জয়প্রকাশ নারায়ণ
উত্তর:- (ঘ) জয়প্রকাশ নারায়ণ।
১.১৪ ‘ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন’ গঠিত হয় – (ক) ১৯২৯ খ্রিস্টাব্দে (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে (গ) ১৯৩১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে
উত্তর:- (ক) ১৯২৯ খ্রিস্টাব্দে।
১.১৫ সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন – (ক) ইন্দুলাল যাজ্ঞিক (খ) বাবা রামচন্দ্র (গ) স্বামী সহজানন্দ সরস্বতী (ঘ) জয়প্রকাশ নারায়ণ
উত্তর:- (গ) স্বামী সহজানন্দ সরস্বতী।
১.১৬ ‘ভারত স্ত্রী মহামণ্ডল’ প্রতিষ্ঠা করেন – (ক) বাসন্তী দেবী (খ) সরলাদেবী চৌধুরানী (গ) উর্মিলা দেবী (ঘ) সুনীতি দেবী
উত্তর:- (খ) সরলাদেবী চৌধুরানী।
১.১৭ ‘অ্যান্টি-সার্কুলার সোসাইটি’ প্রতিষ্ঠা করেন – (ক) সতীশচন্দ্র বসু (খ) কৃষ্ণকুমার মিত্র (গ) শচীন্দ্রপ্রসাদ বসু (ঘ) অরবিন্দ ঘোষ
উত্তর:- (গ) শচীন্দ্রপ্রসাদ বসু।
১.১৮ ‘দলিত’- এর বিকল্প হিসেবে ‘হরিজন’ শব্দটি ব্যবহার করেছিলেন – (ক) বি আর আম্বেদকর (খ) মহাত্মা গান্ধী (গ) যোগেন্দ্রনাথ মণ্ডল (ঘ) শ্রী নারায়ণ গুরু
উত্তর:- (খ) মহাত্মা গান্ধী।
১.১৯ ভারতের ‘লৌহমানব’ নামে পরিচিত ছিলেন – (ক) সর্দার বল্লভভাই প্যাটেল (খ) বি আর আম্বেদকর (গ) জওহরলাল নেহেরু (ঘ) সুভাষচন্দ্র বসু
উত্তর:- (ক) সর্দার বল্লভভাই প্যাটেল।
১.২০ ‘ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থটি রচনা করেন – (ক) সুনীল গঙ্গোপাধ্যায় (খ) দক্ষিণারঞ্জন বসু (গ) প্রফুল্ল রায় (ঘ) সন্দীপ বন্দ্যোপাধ্যায়
উত্তর:- (খ) দক্ষিণারঞ্জন বসু।
বিভাগ-‘খ’
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : ১x১৬=১৬
(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) : ১×৪=৪
উপবিভাগ: ২.১ একটি বাক্যে উত্তর দাও :
(২.১.১) কোন্ পত্রিকায় ‘সত্তর বৎসর’ ধারাবাহিকভাবে প্রকাশিত হত?
উত্তর:- দেশ।
(২.১.২) কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৭৮১ খ্রিস্টাব্দে।
(২.১.৩) ‘শিক্ষার হেরফের’ নামক প্রবন্ধটি কে রচনা করেন?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর।
(২.১.৪) ‘র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- মানবেন্দ্রনাথ রায়।
উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :
(২.২.১) খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক রায়।
উত্তর:- ঠিক।
(২.২.২) কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেন মতিলাল শীল।
উত্তর:- ঠিক।
(২.২.৩) সাঁওতাল বিদ্রোহ ‘উলগুলান’ নামে পরিচিত।
উত্তর:- ভুল, হুল নামে পরিচিত।
(২.২.৪) কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত।
উত্তর:- ভুল, আশুতোষ মুখোপাধ্যায়।
উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
---|---|
(২.৩.১) ভারত সভার প্রাণপুরুষ | (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
(২.৩.২) বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি | (খ) রাধাকান্ত দেব |
(২.৩.৩) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক | (গ) গৌরীশঙ্কর তর্কবাগীশ |
(২.৩.৪) জমিদার সভার সভাপতি | (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় |
উত্তর:- ১-ঘ, ২-গ, ৩-ক, ৪-খ
উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো: (২.৪.১) সন্ন্যাসী ফকির বিদ্রোহের একটি কেন্দ্র মেদিনীপুর। (২.৪.২) বাংলায় ফরাজি আন্দোলনের একটি কেন্দ্র ময়মনসিংহ। (২.৪.৩) দেশীয় রাজ্য জুনাগড়। (২.৪.৪) বারদৌলি আন্দোলনের কেন্দ্র।
উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো :
(২.৫.১) বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল।
ব্যাখ্যা-১: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
ব্যাখ্যা-২: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
ব্যাখ্যা-৩: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
উত্তর:- ব্যাখ্যা-২: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
(২.৫.২) বিবৃতি : ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল।
ব্যাখ্যা-১: কারণ স্যার সাইমন ছিলেন ভারত বিরোধী।
ব্যাখ্যা-২: কারণ ভারতীয়রা স্যার জন সাইমনকে পছন্দ করত না।
ব্যাখ্যা-৩: কারণ সাইমন কমিশনের কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না।
উত্তর:- ব্যাখ্যা-৩: কারণ সাইমন কমিশনের কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না।
(২.৫.৩) বিবৃতি : বাংলায় নমঃশূদ্ররা আন্দোলন শুরু করেছিল।
ব্যাখ্যা-১: নমঃশূদ্ররা ব্রিটিশ শাসনের অবসান চেয়েছিল।
ব্যাখ্যা-২: বর্ণহিন্দুদের একাধিপত্য ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে বিশেষ অধিকার অর্জন করে নিজেদের সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে মজবুত করতে চেয়েছিল।
ব্যাখ্যা-৩: নমঃশূদ্ররা চাকরির দাবি করেছিল।
উত্তর:- ব্যাখ্যা-২: বর্ণহিন্দুদের একাধিপত্য ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে বিশেষ অধিকার অর্জন করে নিজেদের সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে মজবুত করতে চেয়েছিল।
(২.৫.৪) বিবৃতি : অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করেন।
ব্যাখ্যা-১: তখন স্কুল কলেজে পড়াশোনা ভালোভাবে হত না।
ব্যাখ্যা-২: তখন ছাত্রদের পড়াশোনা ভালো লাগছিল না।
ব্যাখ্যা- ৩: ছাত্ররা ইংরেজদের শিক্ষাব্যবস্থা বর্জন করতে চেয়েছিল।
উত্তর:- ব্যাখ্যা- ৩: ছাত্ররা ইংরেজদের শিক্ষাব্যবস্থা বর্জন করতে চেয়েছিল।