প্রেষণা হতে ছোটো প্রশ্ন উত্তর Praymary Tet, West Bengal School Service Commission এর শিক্ষার্থীদের জন্য দেওয়া হল।
প্রেষণা হতে ছোটো প্রশ্ন উত্তর
1. শিক্ষার্থীর শিক্ষামূলক সক্রিয়তার মূলে তার যে মানসিক প্রবণতাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাকে কি বলে ?
(i) মনোযোগ (ii) প্রেষণা (iii) স্মৃতি (iv) শিখন
উত্তর:- (ii) প্রেষণা।
2. কোন ব্যক্তির প্রেষণার সঙ্গে জড়িয়ে রয়েছে কি?
(i) সহনশীলতা (ii) সহযোগিতা (iii) সামাজিকতা (iv) মানসিক ক্রিয়া
উত্তর:- (iv) মানসিক ক্রিয়া।
3. ক্ষুদা, তৃষ্ণা, যন্ত্রনা থেকে মুক্তি পাওয়া যায় সেই চাহিদার নাম কি?
(i) জৈবিক চাহিদা (ii) যান্ত্রিক চাহিদা (iii) মনোবিজ্ঞানীক চাহিদা (iv) সামাজিক চাহিদা
উত্তর:- (i) জৈবিক চাহিদা।
4. স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা ইত্যাদি কি ধরনের চাহিদা?
(i) মানসিক ও সামাজিক চাহিদা (ii) জৈবিক চাহিদা (iii) সহযোগিতার চাহিদা (iv) কল্পনার চাহিদা
উত্তর:- (i) মানসিক ও সামাজিক চাহিদা।
5. ব্যক্তির চাহিদা ও আচারণের উদ্দেশ্যের মধ্যে আরও একটি প্রবণতা কাজ করে তার নাম কি?
(i) তারনা (ii) চাহিদা (iii) উদ্দেশ্য (iv) প্রেষণা
উত্তর:- (i) তারনা।
6. সাধারণভাবে মানুষের প্রেষণা তার কিসের দ্বারা সৃষ্টি হয়?
(i) চাহিদার দ্বারা (ii) তারনার দ্বারা (iii) আবেগের দ্বারা (iv) উদ্দেশ্যের দ্বারা
উত্তর:- (i) চাহিদার দ্বারা।
7. কে মনঃসমীক্ষনবাদে জৈবিক চাহিদাগুলির মধ্যে যৌন চাহিদার অন্তর্ভূক্ত করেছিলেন?
(i) থর্নডাইক (ii) ভারদাইমার (iii) সিগমুণ্ড ফ্রয়েড (iv) প্যাভলব
উত্তর:- (iii) সিগমুণ্ড ফ্রয়েড
8. Self actualitation need বা আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রবক্তা কে?
(i) আব্রাহাম ম্যাসলো (ii) আসুবেল (iii) থর্নডাইক (iv) ফ্রয়েবেল
উত্তর:- (i) আব্রাহাম ম্যাসলো।
9. ম্যাসলোর তত্ত্বে সর্বপ্রথম কোন চাহিদার কথা বলেছে?
(i) শরীরবৃত্তিয় চাহিদা (ii) মানসিক চাহিদা (iii) নিরাপত্তার চাহিদা (iv) আত্মসীকৃতির চাহিদা
উত্তর:- (i) শরীরবৃত্তিয় চাহিদা।
10. নিজের তাগিদে জানতে বা শিখতে চেষ্টা করাকে কি বলে?
(i) আভ্যন্তরীণ প্রেষণা (ii) বাহ্যিক প্রেষণা (iii) আত্মনির্ভর প্রেষণা (iv) বিশেষ প্রেষণা
উত্তর:- (i) আভ্যন্তরীণ প্রেষণা।
11. প্রেষণা সৃষ্টির সহায়ক হল-
(i) পুরস্কার (ii) তিরস্কার (iii) প্রতিফলন (iv) সংরক্ষন
উত্তর:- (i) পুরস্কার।
12. মানুষের চাহিদাকে বোঝানোর জন্য জন্ম মুহূর্ত থেকে একটি উর্ধ্বমুখী ক্রমের কথা বলেছেন-
(i) ম্যাসলো (ii) ম্যাকল্যান্ড (iii) থর্নডাইক (iv) প্যাভলব
উত্তর:- (i) ম্যাসলো।
13. শিখনের জন্য শিক্ষার্থীর কতটা শক্তি ব্যয় করতে তা নির্ভর করে কিসের উপর?
(i) আচারণের উপর (ii) মনোযোগের উপর (iii) প্রেষণার উপর (iv) সাহসিকতার উপর
উত্তর:- (iii) প্রেষণার উপর।
14. মানুষের সমস্ত কর্মপ্রচেষ্টার অন্তিম লক্ষ্য কি?
(i) নিরাপত্তা (ii) খাদ্যের চাহিদা (iii) অর্থ (iv) আত্মপ্রতিষ্ঠা
উত্তর:- (iv) আত্মপ্রতিষ্ঠা।
15. ওয়াইনের তত্ত্ব কটি মৌলিক ধারনার উপর নির্ভরশীল?
(i) দুটি (ii) সাতটি (iii) তিনটি (iv) পাঁচটি
উত্তর:- (iii) তিনটি।
16. প্রেষণার শেষ পর্যায় কি?
(i) মনোযোগ (ii) আদর্শ (iii) উদ্দেশ্য (iv) আত্মিকরণ
উত্তর:- (iii) উদ্দেশ্য।
17. আচারণের সফলতা বা ব্যর্থতা কীসের উপর নির্ভর করে?
(i) প্রচেষ্টার উপর (ii) ভাগ্যের উপর (iii) সক্ষমতার উপর (iv) আচারণের উপর
উত্তর:- (ii) ভাগ্যের উপর।
18. প্রেষণা প্রক্রিয়ার একটি নির্ধারকের নাম কি?
(i) আদর্শ (ii) অভ্যাস (iii) নৈতিকতা (iv) মনোযোগ
উত্তর:- (ii) অভ্যাস।
19. প্রেষনার একটি অন্যতম বৈশিষ্ট্য হল
(i) উদ্দেশ্যমুখি (ii) সহনশীলতা (iii) ব্যর্থতা (iv) সাধারণ
উত্তর:- (i) উদ্দেশ্যমুখি।