শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি হতে ছোটো প্রশ্ন উত্তর

শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি হতে ছোটো প্রশ্ন উত্তর Praymary Tet, West Bengal School Service Commission এর শিক্ষার্থীদের জন্য দেওয়া হল।

শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি অধ্যায় হতে ছোটো প্রশ্ন উত্তর

আধুনিক শিক্ষণের যেকোনো কৌশল বা পদ্ধতির যথার্থতা প্রমাণ করে-

(A) দর্শন (B) সমাজবিদ্যা (C) সৃজনক্ষমতা (D) মনোবিদ্যা

উত্তর:- (D) মনোবিদ্যা।

আধুনিক শিক্ষার প্রবণতাকে বলা হয়-

(A) শিক্ষার রাষ্ট্রীয় প্রবণতা (B) শিক্ষার অর্থনৈতিক প্রবণতা (C) শিক্ষার মনোবিজ্ঞান প্রবণতা (D) শিক্ষার সমাজবিজ্ঞান প্রবণতা

উত্তর:- (C) শিক্ষার মনোবিজ্ঞান প্রবণতা।

দার্শনিক অ্যারিস্টটল রচিত গ্রন্থ-

(A) Emil (B) The Book Education (C) De Anima (D) The Book of democracy

উত্তর:- (C) De Anima

বিশেষধর্মী বিজ্ঞান ও তাদের শাখা প্রশাখার উদ্ভব হয়েছে-

(A) দর্শনশাস্ত্র থেকে (B) অর্থশাস্ত্র থেকে (C) সমাজবিদ্যা থেকে (D) তর্কশাস্ত্র থেকে

উত্তর:- (A) দর্শনশাস্ত্র থেকে।

দর্শনের উদ্দেশ্য কী?

(A) সামগ্রিক জ্ঞান (B) আংশিক জ্ঞান (C) অন্তর্নিহিত জ্ঞান (D) পাশ্তাত্য জ্ঞান

উত্তর:- (A) সামগ্রিক জ্ঞান।

বিজ্ঞানের অনুপ্রেরণার মূল উৎস-

(A) দর্শনশাস্ত্র (B) অর্থবিদ্যা (C) সমাজবিদ্যা (D) মনোবিদ্যা

উত্তর:- (A) দর্শনশাস্ত্র।

‘Psyche’ শব্দের অর্থ কী?

(A) দেহ (B) আত্মা (C) শক্তি (D) মন

উত্তর:- (B)আত্মা।

‘Logos’ শব্দের অর্থ কী?

(A) বিজ্ঞান (B) আত্মা (C) কলা (D) সমাজ

উত্তর:- (A) বিজ্ঞান।

আধুনিক ধারণা অনুযায়ী মনোবিদ্যা বলতে বোঝায়-

(A) আচরণ অনুশীলনকারী বিজ্ঞান (B) মনের চেতনা (C) সামগ্রিক বিজ্ঞান (D) পরীক্ষামূলক বিজ্ঞান

উত্তর:- (A) আচরণ অনুশীলনকারী বিজ্ঞান।

আচরণবাদীদের মধ্যে অন্যতম হলেন-

(A) ফ্রয়েড (B) স্পীয়ারম্যান (C) ওয়াটসন (D) ফ্রয়েবেল

উত্তর:- (C) ওয়াটসন।

মনোবিজ্ঞানের প্রধান দুটি শাখা হল-

(A) শিশু ও শিক্ষার্থী মনোবিদ্যা (B) ব্যতিক্রমী ও সৃজনশীল মনোবিদ্যা (C) পরীক্ষামূলক ও প্রয়োগমূলক মনোবিদ্যা (D) প্রাণী ও উদ্ভিদ মনোবিদ্যা

উত্তর:- (C) পরীক্ষামূলক ও প্রয়োগমূলক মনোবিদ্যা।

নিয়ন্ত্রিত পরীক্ষামূলক পরিস্থিতিতে মানুষের আচরণের সিদ্ধান্ত গ্রহণ করার উদ্দেশ্য হল-

(A) শিশু মনোবিদ্যা (B) প্রয়োগমূলক মনোবিদ্যা (C) পরীক্ষামূলক মনোবিদ্যা (D) পশু মনোবিদ্যা

উত্তর:- (C) পরীক্ষামূলক মনোবিদ্যা।

মনোবিদ্ চার্লস্ কিনারের মতে শিক্ষামনোবিদ্যার উদ্দেশ্য মূলতঃ কয়টি-

(A) ছয়টি (B) পাঁচটি (C) সাতটি (D) আটটি

উত্তর:- (C) সাতটি।

শিক্ষা মনোবিদ্যার গুরুত্বপূর্ণ তথ্যাবলির নির্ভরযোগ্য তাৎপর্য নির্ণয়ে সহায়তা করে-

(A) রাশিবিজ্ঞান (B) শিক্ষামূলক রাশিবিজ্ঞান (C) মূল্যায়ণ (D) পরিমাপ

উত্তর:- (B) শিক্ষামূলক রাশিবিজ্ঞান।

পেশাগত দিক থেকে শিক্ষকের প্রধান কাজ কী?

(A) শিখন (B) শিক্ষণ (C) পরীক্ষা (D) মূল্যায়ণ

উত্তর:- (B)শিক্ষণ।

পেশাগত সফলতার দুটি সূচকের মধ্যে একটি হল-

(A) জ্ঞান (B) আচরণ (C) বিকাশ (D) প্রতিষ্ঠান

উত্তর:- (A) জ্ঞান।

অপসঙ্গতিমূলক আচরণ দূর করতে কী প্রয়োজন?

(A) পরামর্শদানের (B) মূল্যায়ণের (C) পরিকল্পনার (D) আদেশের

উত্তর:- (A) পরামর্শদানের।

মনোবিদ্যার একটি অন্যতম শাখা হল-

(A) সমাজ (B) শিক্ষা মনোবিদ্যা (C) প্রযুক্তি ও শিক্ষা (D) পরিকল্পনার

উত্তর:- (B) শিক্ষা মনোবিদ্যা।

শিক্ষা মনোবিদ্যাকে চিহ্নিত করা হয়-

(A) Experimental Psy (B) Applied Psy (C) Social Psy (D) Teacher Education

উত্তর:- (B) Applied Psy

শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর সক্রিয়তা প্রকাশ পায়-

(A) শিক্ষণের মধ্য দিয়ে (B) শিখনের মধ্য দিয়ে (C) শৃঙ্খলার মধ্য দিয়ে (D) শিক্ষকের মধ্য দিয়ে

উত্তর:- (B) শিখনের মধ্য দিয়ে।

শিক্ষকের সক্রিয়তা প্রকাশ পায়-

(A) শিক্ষণের দ্বারা (B) কৌশলের দ্বারা (C) শৃঙ্খলার দ্বারা (D) শিখনের দ্বারা

উত্তর:- (A) শিক্ষণের দ্বারা।

বর্তমানে ‘শিক্ষা’ শব্দটি ব্যবহার করা হয়-

(A) সংকীর্ণ অর্থে (B) ব্যাপক অর্থে (C) সাধারণ অর্থে (D) ব্যুৎপত্তিগত অর্থে

উত্তর:- (B) ব্যাপক অর্থে।

শিক্ষা মনোবিদ্যার উদ্দেশ্য কী?

(A) মানুষের শিক্ষাকালীন আচরণ (B) শিক্ষণধর্মী আচরণ (C) সমাজকেন্দ্রিক আচরণ (D) মানুষের আচরণ

উত্তর:- (A) মানুষের শিক্ষাকালীন আচরণ।

আরোও পড়ুন

Leave a Comment