ছেলেদের নাম ঐ দিয়ে হিন্দু ছেলেদের নাম – ঐকতান, ঐকান্তিক, ঐক্য, ঐহাব, ঐকাহিক, ঐশ্বরিক, ঐন্দব, ঐশিক, ঐকানপ্রীত, ঐন্দ্র, ঐশ্বর্য, ঐন্দ্রিয়ক, ঐনম, ঐমল, ঐরাম, ঐশ, ঐষীক, ঐলবিল, ঐতরেয়।
হিন্দু ছেলেদের নাম ঐ দিয়ে হিন্দু ছেলেদের নামঐ দিয়ে ছেলেদের নাম বাংলা অর্থ ঐকতান লহরী, সঙ্গীতের বিভিন্ন তানের একত্রিত লয়বদ্ধ রূপ ঐকান্তিক সবচেয়ে আন্তরিক ঐক্য অবিচ্ছিন্নতা, একরূপতা ঐহাব নির্দ্বিধায় দিতে পারে যে ঐকাহিক আহ্নিক, প্রাত্যহিক ঐশ্বরিক ঈশ্বরের রূপ
ঐ দিয়ে হিন্দু ছেলেদের নামের তালিকাঐ দিয়ে ছেলেদের নাম বাংলা অর্থ ঐন্দব চান্দ্র ঐশিক ঈশ্বরের সাথে সম্বন্ধযুক্ত ঐকানপ্রীত একাকী প্রেমিক ঐন্দ্র দেবরাজ ইন্দ্র ঐশ্বর্য দেবত্ব, সম্পদ ঐন্দ্রিয়ক ইন্দ্রিয়গ্রাহয়
হিন্দু ছেলেদের নাম ঐ দিয়েঐ দিয়ে ছেলেদের নাম বাংলা অর্থ ঐনম বসন্ত ঋতু, প্রাকৃতিক সৌন্দর্য, খুব সুন্দর ঐমল আশা, ভরসা ঐরাম স্বর্গ ঐশ ঈশ্বরের রূপ ঐষীক পৌরাণিক নাম ঐলবিল কুবের ঐতরেয় জনৈক মুনি