গুঁড়ো দুধের পেড়া

মুখরোচক গুঁড়ো দুধের পেড়া

গুঁড়ো দুধের পেড়া বানানোর উপকরণ

  • ১ কাপ গুঁড়ো দুধ
  • ১/২ কাপ লিকুইড দুধ
  • ১/২ কাপ চিনি
  • ১ চা চামচ ঘি
  • ১ টি এলাচ গুঁড়ো

সুস্বাদু গুঁড়ো দুধের পেড়া প্রস্তুত প্রণালী

  • (১) প্রথমে একটি প্যানে ঘি নিয়ে তার মধ্যে লিকুইড দুধ দিয়ে দিতে হবে।
  • (২) এবার দুধ ফুটে উঠলে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে নেড়ে যেতে হবে যাতে দলা না পাকিয়ে যায়।
  • (৩) তারপর গুঁড়ো দুধ ক্রমশ ঘন হতে থাকলে তার মধ্যে চিনি দিয়ে দিতে হবে আর অনবরত নাড়তে হবে আর এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে।
  • (৪) এবার দুধ যখন ঘন হয়ে অনেকটা শুকিয়ে যাবে গ্যাস বন্ধ করে খানিকক্ষণের জন্য ঠান্ডা করতে দিতে হবে।
  • (৫) তারপর অল্প নিয়ে হাত দিয়ে গোল চ্যাপ্টা করে আঙ্গুল দিয়ে মাঝ খানে চেপে একটু ডিজাইন করে পেড়া আকার দিলেই তৈরি হয়ে যাবে গুঁড়ো দুধের পেড়া।

Leave a Comment