২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত বাংলায় সশস্ত্র বৈপ্লবিক কার্যকলাপের সংক্ষিপ্ত পরিচয়

দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত বাংলায় সশস্ত্র বৈপ্লবিক কার্যকলাপের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হল।

Table of Contents

প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত বাংলায় সশস্ত্র বৈপ্লবিক কার্যকলাপের সংক্ষিপ্ত পরিচয়

প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত বাংলায় সশস্ত্র বৈপ্লবিক কার্যকলাপের সংক্ষিপ্ত পরিচয় দাও।

ভূমিকা:- ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দেলনের শেষদিক থেকে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এই আন্দোলন খুবই সক্রিয় ছিল।

গুপ্তসমিতি প্রতিষ্ঠা

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময় থেকে বাংলার বিভিন্ন স্থানে বেশ কিছু বিপ্লবী গুপ্তসমিতি গড়ে ওঠে। অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, মুক্তি সংঘ, ব্রতী সমিতি, সাধনা সমিতি, সুহৃদ সমিতি প্রভৃতি সংগঠন ছাত্রদের বৈপ্লবিক ভাবধারায় অনুপ্রাণিত করে।

মানিকতলায় বোমার কারখানা

হেমচন্দ্ৰ কানুনগো রাজনৈতিক ও সামরিক শিক্ষালাভের উদ্দেশ্যে বিদেশে যান। ১৯০৮ খ্রিস্টাব্দে তিনি স্বদেশে ফিরে এসে মানিকতলায় একটি বোমা তৈরির কারখানা স্থাপন করেন।

কিংসফোর্ডকে হত্যার চেষ্টা

অত্যাচারী শ্বেতাঙ্গ বিচারপতি কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি ১৯০৮ খ্রিস্টাব্দে বোমা নিক্ষেপ করেন। কিন্তু ভুলবশত সেই বোমার আঘাতে মিসেস কেনেডি ও তাঁর কন্যা নিহত হন। পরে প্রফুল্ল চাকি গুলিতে আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম ধরা পড়লে ১৯০৮ খ্রিস্টাব্দে ১১ আগস্ট তাঁর ফাঁসি হয়।

ষড়যন্ত্র মামলা

১৯০৮ খ্রিস্টাব্দে আলিপুর বোমার মামলায় বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত প্রমুখের দ্বীপান্তর হয়। ১৯১০ খ্রিস্টাব্দে ঢাকা ষড়যন্ত্র মামলা ও হাওড়া ষড়যন্ত্র মামলা, ১৯১২-১৩ খ্রিস্টাব্দে বরিশাল ষড়যন্ত্র মামলা প্রভৃতির দ্বারাও বহু বিপ্লবীকে সাজা দেওয়া হয়।

বুড়িবালামের যুদ্ধ

বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘাযতীন জার্মানি থেকে আসা অস্ত্র সংগ্রহ করতে উড়িষ্যায় গেলে সেখানে বালেশ্বরের বুড়িবালামের যুদ্ধে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন এবং পরে মৃত্যু বরণ করেন।

উপসংহার:- ইংরেজদের প্রচণ্ড দমনপীড়নের ফলে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত গোপনে বাংলার সশস্ত্র বৈপ্লবিক কার্যকলাপ চলেছিল। এই পর্বে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বাঘা যতীন প্রমুখের আত্মাহুতি ও বলিদান দুঃখজনক হলেও তা বহু তরুণকে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করেছিল।

দশম শ্রেণীর ইতিহাস (সপ্তম অধ্যায়) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস সপ্তম অধ্যায়- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৭.১. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.১.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.১.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.১.চ.) দীপালি সংঘ
(৭.১.ছ.) প্রীতিলতা ওয়াদ্দেদার
(৭.১.জ.) কল্পনা দত্ত
(৭.১.ঝ.) বীণা দাস

টুকরো কথা

আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.২. বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.২.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.২.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.২.চ.) অ্যান্টি-সার্কুলার সোসাইটি
(৭.২.ছ.) বেঙ্গল ভলান্টিয়ার্স
(৭.২.জ.) সূর্য সেন
(৭.২.ঝ.) রশিদ আলি দিবস

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.৩. বিশ শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ

(৭.৩.ক.) দলিত-অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক
(৭.৩.খ.) বাংলায় নমঃশূদ্র আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment