What is a Pronoun? the pronoun is a word that stands in for a noun, often to avoid the need to repeat the same noun over and over. Like nouns, pronouns can refer to people, things, concepts, and places. Most sentences contain at least one noun or pronoun.
সর্বনাম বা Pronoun
Pronoun বা সর্বনাম কাকে বলে?
কোনো কিছু লেখা বা বলার সময় একই Noun বারবার ব্যবহার করলে শ্রুতিকটু হয়। তাই একই Noun-কে বারবার ব্যবহার না করে বাক্যকে শ্রুতিমধুর করবার জন্য Noun ব্যবহার করা হয়। এই Noun গুলিই Pronoun.
J. C. Nesfield -এর মতে Pronoun -এর সংজ্ঞা?
“A Pronoun is a word used instead of a Noun.”
অর্থাৎ, Noun-এর পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তা হল Pronoun.
H. Martin -এর মতে Pronoun -এর সংজ্ঞা?
A Pronoun is a word that stands for or is used instead of a Noun.
অর্থাৎ, Pronoun হল এমন একটি শব্দ যা Noun -এর জায়গায় অর্থাৎ Noun-এর পরিবর্তে বসে।
Pronoun বা সর্বনাম -এর উদাহরণ?
We, Me, Us, My, Our, You, Your, He, She, Him, His, Her, They, Their, Them, It, Its, This, These, That, Those.
Pro = পরিবর্তে, Noun – বিশেষ্য ।
Noun-এর পরিবর্তে যে Word ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।
Pronoun-এর ব্যবহার?
নীচের Sentence গুলিতে Pronoun-এর ব্যবহার দেওয়া হল-
(i) This is a boy. He is going to school.
প্রথম Sentence-এ ‘boy’ এই word-টি হল Noun; দ্বিতীয় Sentence-এ ‘boy’ এই Noun-এর পরিবর্তে ‘He’ এই Word টি ব্যবহার করায় বাক্যটি শ্রুতিমধুর হয়েছে। সুতরাং ‘boy’ এই Noun-এর পরিবর্তে ব্যবহৃত ‘He’ word টি হল Pronoun.
(ii) This is a girl, She is going to school.
প্রথম Sentence-এ ‘girl’ এই Noun-এর পরিবর্তে দ্বিতীয় Sentence এ ‘She’ ব্যবহৃত হওয়ায় ‘She’ word টি হল Pronoun.
সুতরাং Noun-এর পরিবর্তে যে word ব্যবহার করা হয় তাকে Pronoun বা সর্বনাম বলে।
Pronoun-এর প্রকারভেদ?
- Personal pronouns
- Demonstrative pronouns
- Interrogative pronouns
- Relative pronouns
- Indefinite pronouns
- Reflexive pronouns
- Intensive pronouns