খেলা
অনেকগুলি ছোট ছেলে একটা পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ তাদের নজর পড়ল পুকুরের জলে অনেক ব্যাঙ ভেসে রয়েছে। ব্যাঙগুলিকে দেখে ছেলেরা এক মতলব করলো। এবং অদ্ভুত এক খেলায় মেতে উঠলো। ছেলেগুলো অনেক ঢিল কুড়িয়ে নিয়ে ব্যাঙদের লক্ষ্য করে ঢিল মারতে লাগলো। চিল লেগে কয়েকটি ব্যাঙ • মরেও গেল। একটি বয়স্ক ব্যাঙ তখন ছেলেদের উদ্দেশ্যে বললো – এতোক্ষণ তোমরা পুকুর পাড়ে নির্দোষ খেলা খেলছিলে। কিন্তু এবার যা তোমরা শুরু করলে একি খেলা নাকি?—হ্যাঁ, তোমাদের কাছে এটা খেলা মনে হচ্ছে বটে, কিন্তু আমাদের হচ্ছে এতে জীবননাশ!
উপদেশ : অন্যকে নির্যাতন করে যারা পৈশাচিক আনন্দ উপভোগ করে তাদের সাবধান করে দেওয়া দরকার।
একসাথে ঈশপের গল্পগুলির উপদেশ বা নীতি কথাগুলি পড়ুন-