ভারতের বি এস এফে ২৭৫ খেলোয়াড়
বিভিন্ন ক্রীড়াক্ষেত্র থেকে ২৭৫ জন খেলোয়াড় নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স। নিয়োগ হবে কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে।
নিয়োগ করা হবে এই সব ক্রীড়াক্ষেত্র থেকে
আর্চারি (রিকার্ড, কম্পাউন্ড, ইন্ডিয়ান রাউন্ড), অ্যাথলেটিক্স (১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, ১১০ মিটার হার্ডল, ৪০০ মিটার হার্ডল, ৩০০ মিটার স্টিপল চেজ, লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প, শট পাট, হ্যামার থ্রো, জ্যাভেলিন থ্রো), ব্যাডমিন্টন, সুইমিং (৫০ মিটার ফ্রিস্টাইল, ৫০ মিটার ব্যাক স্ট্রোক, ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ৫০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ফ্রিস্টাইল, ১০০ মিটার ব্যাক স্ট্রোক, ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ১০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ফ্রিস্টাইল, ২০০ মিটার ব্যাক স্ট্রোক, ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলে, ৪০০ মিটার ফ্রিস্টাইল, ৮০০ মিটার ফ্রিস্টাইল, ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলে, ১৫০০ মিটার ফ্রিস্টাইল), ডাইভিং (স্প্রিং বোর্ড ১ মিটার, স্প্রিং বোর্ড ৩ মিটার, হাই বোর্ড), ওয়াটার পোলো, বাস্কেটবল, বক্সিং (৪৮ কেজি, ৫১ কেজি, ৫২ কেজি, ৫৪ কেজি, ৫৭ কেজি, ৬০ কেজি, ৬৩.৫ কেজি, ৬৩ কেজি, ৬৭ কেজি, ৭১ কেজি), সাইক্লিং (রোড ইভেন্ট, ট্র্যাক ইভেন্ট), ক্রস কান্ট্রি (১০,০০০ মিটার রান), ইক্যুয়েস্ট্রিয়ান (ইভেন্টিং, ড্রেসেজ, শো জাম্পিং, টেন্ট পেগিং), ফুটবল, জিমন্যাস্টিক্স (অল রাউন্ড, ফ্লোর, পমেল হর্স, রিংস, ভল্ট, প্যারালাল বার, হরাইজন্টাল বার, আনইভেন বার, বিম), হ্যান্ড বল, হকি, আইস স্কিইং (অ্যালপাইন, নর্ডিক), জুডো (৫২ কেজি, ৫৭ কেজি, ৬০ কেজি, ৬৩ কেজি, ৭০ কেজি, ৭৩ কেজি), ক্যারাটে (৫০ কেজি, ৫৫ কেজি, ৬০ কেজি, ৬১ কেজি, ৬৭ কেজি, ৬৮ কেজি, ৭৫ কেজি), ভলিবল, ওয়েটলিফটিং (৪৫ কেজি, ৪৯ কেজি, ৫৫ কেজি, ৬১ কেজি, ৬৭ কেজি, ৭৩ কেজি), ওয়াটার স্পোর্টস (কায়াক, কানোয়িং, রোয়িং), রেসলিং-গ্রেকো রোমান (৫৫ কেজি, ৬৩ কেজি, ৬৭ কেজি, ৭২ কেজি), রেসলিং-ফ্রি স্টাইল (৫৫ কেজি, ৫৭ কেজি, ৫৯ কেজি, ৬১ কেজি, ৬২ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৪ কেজি), শুটিং (পয়েন্ট ২২ রাইফেল থ্রি পজিশন, এয়ার রাইফেল, এয়ার পিস্তল, ত স্ট্যান্ডার্ড/সেন্টার ফায়ার পিস্তল, ফ্রি পিস্তল, স্পোর্টস পিস্তল), তায়কোন্ডো (অনূর্ধ্ব ৪৬ কেজি, অনূর্ধ্ব ৪৯ কেজি, অনূর্ধ্ব ৫৩ কেজি, অনূর্ধ্ব ৫৪ কেজি, অনূর্ধ্ব ৫৭ কেজি, অনূর্ধ্ব ৫৮ কেজি, অনূর্ধ্ব ৬২ কেজি, অনূর্ধ্ব ৬৩ কেজি, অনূর্ধ্ব ৬৭ কেজি, অনূর্ধ্ব ৬৮ কেজি, অনূর্ধ্ব ৭৪ কেজি), উশু (৪৫ কেজি, ৪৮ কেজি, ৫২ কেজি, ৫৬ কেজি, ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি), ফেন্সিং (ফয়েল, ইপি, সাব্রে)।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক বা সমতুল।
খেলাধুলার যোগ্যতা
ব্যক্তিগত ইভেন্টে ইন্টারন্যাশনাল অলিম্পিক্স অ্যাসোসিয়েশন কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক স্তরের কোনও প্রতিযোগিতায় গত ২ বছরের মধ্যে দেশের প্রতিনিধিত্ব করে থাকতে হবে বা পদক জিতে থাকতে হবে। অথবা জুনিয়র স্তরে কোনও ন্যাশনাল গেমস বা চ্যাম্পিয়ন- শিপে পদক জিতে থাকতে হবে। দলগত ইভেন্টে জুনিয়র বা সিনিয়র স্তরে কোনও ন্যাশনাল গেমস বা চ্যাম্পিয়নশিপে গত ২ বছরের মধ্যে পদক জিতে থাকতে হবে।
দৈহিক মাপজোক
উচ্চতা
পুরুষদের ক্ষেত্রে ১৭০ সেমি (গোর্খাদের ক্ষেত্রে ১৫৭ সেমি, তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৬২.৫ সেমি এবং চরম বামপন্থা অধ্যুষিত জেলার তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৬০ সেমি) এবং মহিলাদের ক্ষেত্রে ১৫৭ সেমি (গোর্খাদের ক্ষেত্রে ১৫২.৫ সেমি, তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ সেমি এবং চরম বামপন্থা অধ্যুষিত জেলার তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৪৭.৫ সেমি)।
বুকের ছাতি
শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেমি (গোর্খাদের ক্ষেত্রে যথাক্রমে ৭৭ ও ৮২ সেমি এবং তফসিলি উপজাতি ও চরম বামপন্থা অধ্যুষিত জেলার তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে যথাক্রমে ৭৬ ও ৮১ সেমি)। সব ক্ষেত্রেই বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। মনে রাখবেন, গোর্খা প্রার্থীদের গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনস্থ দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং মহকুমার নির্ধারিত ১৮টি মৌজার বাসিন্দা হতে হবে।
দৃষ্টিশক্তি
কাছের ক্ষেত্রে চশমা ছাড়া ভালো চোখে এন-৬, খারাপ চোখে এন-৯। দূরের ক্ষেত্রে চশমা ছাড়া ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৯। চশমা থাকলে আবেদন করা যাবে না। রং চেনার ক্ষমতা সিপি-থ্রি মানের হতে হবে।
বয়স
১-১-২০২৫ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। তফসিলি-রা ৫, ও বি সি-রা ৩ বছরের ছাড় পাবেন।
বেতনক্রম
২১,৭০০-৬৯,১০০ টাকা।
প্রার্থী বাছাই পদ্ধতি
এক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে খেলাধুলার যোগ্যতা, দৈহিক মাপজোক যাচাই ও মেডিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে।
আবেদন পদ্ধতি
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://rectt.bsf.gov.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
দরখাস্তের সময়সীমা
এই দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১৪৮ টাকা। (মহিলা ও তফসিলি প্রার্থীদের কোনও ফি দিতে লাগবে না।
বিশেষ নির্দেশ
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।