ভারতের ইউ জি সি-র নেট পরীক্ষায় আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর
ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের অধীন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য যোগ্যতামান নির্ধারণের পরীক্ষা ‘নেট’-এর দরখাস্ত নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ-এ একাধিক পরীক্ষাকেন্দ্র আছে।
পরীক্ষার সময়সীমা
এই নেট পরীক্ষা হবে ১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত।
আবেদনের নিয়ম
জাতীয় স্তরে পরীক্ষাটি নিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এন টি এ)। হিউম্যানিটিজ (ল্যাঙ্গুয়েজ-সহ), সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস, ইলেক্ট্রনিক সায়েন্স প্রভৃতি বিষয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারীরা মোট অন্তত ৫৫ শতাংশ (তফসিলি, ও বি সি, দৈহিক প্রতিবন্ধী এবং ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে ৫০ শতাংশ) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। যাঁরা মাস্টার ডিগ্রির ফাইনাল পরীক্ষা দেবেন বা দিয়েছেন তাঁরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারেন। পি এইচ ডি-ডিগ্রিধারী, যাঁদের স্নাতকোত্তর স্তরের পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, ১৯৯১ তারিখের আগে সম্পূর্ণ হয়েছে তাঁরা শিক্ষাগত যোগ্যতার শতকরা হারে ৫ শতাংশ ছাড় পাবেন।
বয়স
জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য বয়স ১-১-২০২৫ তারিখে ৩০ বছরের মধ্যে হতে হবে। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী, ও বি সি এবং ট্রান্সজেন্ডার ক্যাটেগরিভুক্তরা বয়সে ৫ বছরের ছাড় পাবেন। ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন গবেষকরাও সর্বাধিক ৫ বছরের বয়সের ছাড় পাবেন। এল এল এম ডিগ্রিধারীরা ৩ বছরের ছাড় পাবেন। সশস্ত্র বাহিনীতে কাজের অভিজ্ঞতাসম্পন্নরাও সর্বাধিক ৫ বছরের বয়সের ছাড় পাবেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।
কোন কোন বিষয়ের পরীক্ষা (ব্র্যাকেটে কোড নম্বর)
ইকনমিক্স (০১), পলিটিক্যাল সায়েন্স (০২), ফিলজফি (০৩), সাইকোলজি (০৪), সোশিওলজি (০৫), হিস্ট্রি (০৬), অ্যানথ্রপলজি (০৭), কমার্স (০৮), এডুকেশন (০৯), সোশ্যাল ওয়ার্ক (১০), ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (১১), হোম সায়েন্স (১২), পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (১৪), পপুলেশন স্টাডিজ (১৫), মিউজিক (১৬), ম্যানেজমেন্ট (১৭), মৈথিলি (১৮), বাংলা (১৯), হিন্দি (২০), সংস্কৃত (২৫), উর্দু (২৮), আরবি (২৯), ইংলিশ (৩০), লিঙ্গুইস্টিক্স (৩১), চাইনিজ (৩২), ডোগড়ি (৩৩), নেপালি (৩৪), ফ্রেঞ্চ (৩৯), স্প্যানিশ (৪০), রাশিয়ান (৪১), পার্সিয়ান (৪২), জার্মান (৪৪), জাপানিজ (৪৫), অ্যাডাল্ট এডুকেশন/ কন্টিনিউয়িং এডুকেশন/ অ্যান্ড্রগজি/ নন-ফর্মাল এডুকেশন (৪৬), ফিজিক্যাল এডুকেশন (৪৭), আরব কালচার অ্যান্ড ইসলামিক স্টাডিজ (৪৯), ইন্ডিয়ান কালচার (৫০), লেবার ওয়েলফেয়ার/পার্সোনেল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস/ লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার/হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (৫৫), ল (৫৮), লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স (৫৯), বুদ্ধিস্ট, জৈন, গান্ধিয়ান অ্যান্ড পিস স্টাডিজ (৬০), কম্পারেটিভ স্টাডি অব রিলিজিয়নস (৬২), মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (৬৩), পারফর্মিং আর্ট-ডান্স/ড্রামা/থিয়েটার (৬৫), মিউজিওলজি অ্যান্ড কনজারভেশন (৬৬), আর্কিওলজি (৬৭), ক্রিমিনোলজি (৬৮), ট্রাইবাল অ্যান্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজ/লিটারেচার (৭০), ফোক লিটারেচার (৭১), কম্পারেটিভ লিটারেচার (৭২), সংস্কৃত ট্র্যাডিশনাল সাবজেক্ট (জ্যোতিষ, সিদ্ধান্ত জ্যোতিষ, ন্যায় ব্যাকরণ, ব্যাকরণ, মীমাংসা, নব্য ন্যায়, সাংখ্য যোগ, তুলনাত্মক দর্শন, শুক্ল যজুর্বেদ, মধ্যবেদান্ত, ধর্ম শাস্ত্র, সাহিত্য, পুরাণ ইতিহাস, অগম, অদ্বৈত বেদান্ত-সহ) (৭৩), উইমেন স্টাডিজ (৭৪), ভিশুয়াল আর্ট (ড্রইং অ্যান্ড পেন্টিং/ স্কাল্পচার/ গ্রাফিক্স/ অ্যাপ্লায়েড আর্ট/ হিস্ট্রি অব আর্ট-সহ) (৭৯), জিওগ্রাফি (৮০) , সোশ্যাল মেডিসিন অ্যান্ড কমিউনিটি হেলথ (৮১), ফরেনসিক সায়েন্স (৮২), পালি (৮৩), কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস (৮৭), ইলেক্ট্রনিক সায়েন্স (৮৮), এনভায়রনমেন্টাল সায়েন্সেস (৮৯), পলিটিক্স-সহ ইন্টারন্যাশনাল রিলেশনস/ডিফেন্স-সহ ইন্টারন্যাশনাল স্টাডিজ/স্ট্রাটেজিক স্টাডিজ, ওয়েস্ট এশিয়ান স্টাডিজ, সাউথ-ইস্ট এশিয়ান স্টাডিজ, আফ্রিকান স্টাডিজ, সাউথ এশিয়ান স্টাডিজ, সোভিয়েত স্টাডিজ, আমেরিকান স্টাডিজ (৯০), প্রাকৃত (৯১), হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিজ (৯২), ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (৯৩), বোড়ো (৯৪), সাঁওতালি (৯৫), যোগ (১০০), ডিজাস্টার ম্যানেজমেন্ট (১০৪) এবং আয়ুবেদ বায়োলজি (১০৫)। উইমেন স্টাডিজ বিষয়ের জন্য পরীক্ষায় বসতে পারেন হিউম্যানিটিজ (ল্যাঙ্গুয়েজ-সহ) এবং সোশ্যাল সায়েন্সেস বিষয়ের মাস্টার ডিগ্রিধারীরা। পপুলেশন স্টাডিজ বিষয়ে পরীক্ষা দিতে পারবেন ভূগোল (পপুলেশন স্টাডিজে স্পেশ্যালাইজেশন-সহ) অথবা অঙ্ক বা স্ট্যাটিস্টিক্সে মাস্টার ডিগ্রিধারীরা। উইমেন স্টাডিজ বিষয়ে পরীক্ষা দিতে পারবেন হিউম্যানিটিজ (ল্যাঙ্গুয়েজ-সহ) এবং সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রিধারীরাও।
পরীক্ষার ধরনধারণ
দুই পেপারের কম্পিউটারভিত্তিক পরীক্ষা হবে আলাদা আলাদা সেশনে, একই দিনে। উভয় পেপারেই প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ। পেপার- ওয়ানে রিজনিং এবিলিটি, কম্প্রিহেনশন, ডাইভারজেন্ট থিঙ্কিং এবং জেনারেল অ্যাওয়্যারনেসের দক্ষতা যাচাই করা হবে। ৫০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২। পেপার-টু-এর প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয় থেকে। ১০০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে। প্রতিটি প্রশ্নের মান ২। পরীক্ষার মোট সময়সীমা ৩ ঘণ্টা। নেগেটিভ মার্কিং নেই।
পশ্চিমবঙ্গের (কোড ৩৭) পরীক্ষাকেন্দ্র
আসানসোল (ডব্লু বি ০১), বাঁকুড়া (ডব্লু বি ১৬), বর্ধমান (ডব্লু বি ০২), দুর্গাপুর (ডব্লু বি ০৪), হুগলি (ডব্লু বি ০৬), হাওড়া (ডব্লু বি ০৭), কল্যাণী (ডব্লু বি ০৮), মুর্শিদাবাদ/বহরমপুর (ডব্লু বি ২১), পশ্চিম মেদিনীপুর (ডব্লু বি ১৩), পূর্ব মেদিনীপুর (ডব্লু বি ১৪), সিউড়ি (ডব্লু বি ২২), শিলিগুড়ি (ডব্লু বি ১১) ও কলকাতা (ডব্লু বি ১০)।
কী ভাবে আবেদন করবেন
এক্ষেত্রে অনলাইন আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে https://ugcnet.nta.ac.in । মনে রাখবেন, অনলাইনে দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর স্ক্যান করা ফটো (জেপিজি বা জেপেগ ফর্ম্যাটে ১০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে, সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা) ও সই (জে পি জি ফর্ম্যাটে ৪ থেকে ৩০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে।
দরখাস্তের শেষ তারিখ
অনলাইন দরখাস্তের শেষ তারিখ ১০ ডিসেম্বর।
পরীক্ষার ফি
এই পরীক্ষার ফি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১,১৫০ টাকা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে ৩২৫ টাকা, ও বি সি এবং আর্থিক ভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা। ফি দেওয়ার শেষ তারিখ ১১ ডিসেম্বর। ফি জমা দেওয়া যাবে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। সব ক্ষেত্রেই অতিরিক্ত প্রসেসিং চার্জ ও জি এস টি দিতে হবে। ফি দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। দরখাস্ত যথাযথ ভাবে পূরণ করে সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের (কনফার্মেশন পেজ) ৪ কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এগুলি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে।
বিশেষ নির্দেশ
আগ্রহীরা খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।