ভারতের স্টেট ব্যাঙ্কে ১৬৯ স্পেশ্যালিস্ট অফিসার
স্পেশ্যালিস্ট অফিসার ক্যাডারে ১৬৯ জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সিভিল, ইলেক্ট্রিক্যাল ও ফায়ার শাখায় প্রার্থীদের নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ওয়ানে। পশ্চিমবঙ্গে পরীক্ষাকেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর : CRPD/SCO/2024-25/18.
শাখা অনুসারে শূন্যপদের বিন্যাস
সিভিল
৪৩টি (সাধারণ ১৯, তফসিলি জাতি ৬, তফসিলি উপজাতি ৪, ও বি সি ১১, আর্থিক ভাবে অনগ্রসর ৩)। এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
ইলেক্ট্রিক্যাল
২৫টি (সাধারণ ১৩, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ১, ও বি সি ৬, আর্থিক ভাবে অনগ্রসর ২)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত। ফায়ার: ১০১টি (সাধারণ ৪২, তফসিলি জাতি ১৬, তফসিলি উপজাতি ৭, ও বি সি ২৬, আর্থিক ভাবে অনগ্রসর ১০)।
শিক্ষাগত যোগ্যতা
সিভিল ও ইলেক্ট্রিক্যাল শাখার ক্ষেত্রে মোট অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় গ্র্যাজুয়েট। সেই সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ারের ক্ষেত্রে নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে ফায়ারে বি ই অথবা সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং বা ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ে বি ই বা বি টেক অথবা ফায়ার সেফটিতে ৪ বছরের ডিগ্রি। উপরোক্ত সব ক্ষেত্রেই অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ইনস্টিটিউশন অব ফায়ার ইঞ্জিনিয়ার্স থেকে স্নাতক অথবা নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে ডিভিশনাল অফিসার্স কোর্স পাশ করে থাকলেও আবেদন করতে পারেন, সেক্ষেত্রে সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
১-১০-২০২৪ তারিখে সিভিল ও ইলেক্ট্রিক্যাল শাখার ক্ষেত্রে ২১ থেকে ৩০ বছর এবং ফায়ার শাখার ক্ষেত্রে ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে ছাড় পাবেন।
বেতনক্রম
৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
পরীক্ষা
প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। সিভিল ও ইলেক্ট্রিক্যাল শাখার ক্ষেত্রে অতিরিক্ত থাকবে লিখিত পরীক্ষা। পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র কলকাতা। পরীক্ষায় থাকবে রিজনিং (৫০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৩৫ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩৫ নম্বর), সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন (১০০ নম্বর)। সময়সীমা ২ ঘণ্টা ১৫ মিনিট। কোনও নেগেটিভ মার্কিং নেই।
দরখাস্ত
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://bank.sbi/web/careers/current-openings. প্রার্থীর চালু ইমেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ ১২ ডিসেম্বর। মনে রাখবেন, অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই ও প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র আপলোড করতে হবে।
পরীক্ষার ফি
ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ফি দিতে লাগবে না। অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর ই-রিসিপ্টের প্রিন্ট আউট নিয়ে নেবেন।
বিশদ তথ্যের জন্য ওয়েবসাইট
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট: www.sbi.co.in