ভারতের বেলে ২২৯ ইঞ্জিনিয়ার
ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স ও ইলেক্ট্রিক্যাল শাখায় ২২৯ জন ইঞ্জিনিয়ার নেবে ভারত ইলেক্ট্রনিক্স (বেল)। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিক ভাবে ৫ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি করা হতে পারে।
বিজ্ঞপ্তি নম্বর
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 383/HR/FTE/24-25.
নিয়োগস্থল অনুযায়ী শূন্যপদের বিন্যাস
পোস্ট কোড: BGFTE01: ব্যাঙ্গালোর কমপ্লেক্স
ইলেক্ট্রনিক্স ৪৮টি, মেকানিক্যাল ৫২টি, কম্পিউটার সায়েন্স ৭৫টি, ইলেক্ট্রিক্যাল ২টি।
পোস্ট কোড: EWAFTE02: আম্বালা, যোধপুর ও ভাথিন্ডা
ইলেক্ট্রনিক্স ৩টি।
পোস্ট কোড: NSFTE03: মুম্বই ও ভাইজাগ
ইলেক্ট্রনিক্স ২৪টি।
পোস্ট কোড: SWFTE04: ভাইজাগ, দিল্লি ও ইন্দোর
কম্পিউটার সায়েন্স ১০টি।
পোস্ট কোড: MCFTE05: গাজিয়াবাদ
ইলেক্ট্রনিক্স ১০টি, কম্পিউটার সায়েন্স ৫টি।
ক্যাটেগরি অনুসারে শূন্যপদের বিন্যাস
সাধারণ ৯৯, তফসিলি জাতি ৩২, তফসিলি উপজাতি ১৭, ও বি সি ৬১, আর্থিক ভাবে অনগ্রসর ২০।
শিক্ষাগত যোগ্যতা
প্রথম শ্রেণির নম্বর (তফসিলি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে পাশ নম্বর) সহ ইলেক্ট্রনিক্স বা মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্স বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল শাখায় ৪ বছর মেয়াদের বিই বা বিটেক বা বি এসসি ইঞ্জিনিয়ারিং। সমতুল শাখাগুলি হল ইলেক্ট্রনিক্সের ক্ষেত্রে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন, কমিউনিকেশন, টেলি-কমিউনিকেশন। মেকানিক্যালের ক্ষেত্রে মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফর্মেশন টেকনোলজি, ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলি-জেন্স ইঞ্জিনিয়ারিং। ইলেক্ট্রিক্যালের ক্ষেত্রে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং।
বয়স
১-১১-২০২৪ তারিখে ২৮ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও – বি সি-রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন।
বেতনক্রম
৪০,০০০- ৪ ১,৪০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
প্রার্থী বাছাই পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা ডিসেম্বর মাসে। পরীক্ষাকেন্দ্র ব্যাঙ্গালোর। পরীক্ষায় জেনারেল অ্যাপ্টিটিউড ও টেকনিক্যাল অ্যাপ্টিটিউড বিষয়ে প্রশ্ন হবে।
দরখাস্ত
অনলাইন দরখাস্ত করতে হবে এই লিঙ্কের মাধ্যমে – https://jobapply.in/BEL2024BNGEngineerFTE/Default.aspx প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
আবেদন ফি
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৪৭২ টাকা (জিএসটি-সহ)। অনলাইনে স্টেট ব্যাঙ্ক কালেক্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের কোনও ফি দিতে লাগবে না। ফি জমা দেওয়ার পর রেফারেন্স নম্বর সহ রিসিপ্টের প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি নিজের কাছে রেখে দেবেন। পরে দরকার হবে।
বিশদ তথ্যের জন্য ওয়েবসাইট
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট: www.bel-india.in