শিক্ষার্থীদের জন্য টি এস ডি পি এল সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪-২৫
ফিটার, ওয়েল্ডার, সেফটি, ইলেক্ট্রিক্যাল-সহ বিভিন্ন ট্রেডে আই টি আই সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সে পাঠরত ও আর্থিক ভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেড। প্রার্থীকে কলকাতার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনের যোগ্যতা
মোট অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক পাশ। বার্ষিক পারিবারিক আয় হতে হবে পাঁচ লাখ টাকার নীচে।
স্কলারশিপের পরিমাণ
এককালীন ৫০,০০০ টাকা।
আবেদন বা দরখাস্ত
এক্ষেত্রে অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.b4s.in/karma/TSDPL4 ।
দরখাস্তের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ৩ ডিসেম্বর।