Word কাকে বলে?

What is a Word in English? A word is a speech sound or combination of sounds, or its representation in writing, that symbolizes a meaning.

English Word (শব্দ বা পদ) কাকে বলে?

Word (শব্দ বা পদ) কাকে বলে?

কতকগুলি Letter কে পাশাপাশি বসিয়ে যদি একটি অর্থ প্রকাশ করে, তাহলে সেই বর্ণসমষ্টিকে ইংরেজিতে একটি Word বলে। কিন্তু মনে রাখবে অর্থ প্রকাশ না করলে Word (শব্দ) হয় না।

আবার অন্যভাবে, কতকগুলি ইংরেজী অক্ষর (English Alphabet) পরপর সাজালে যদি কোনও অর্থ প্রকাশ করে, তবে অক্ষরগুলির ঐভাবে বিন্যস্ত অর্থপূর্ণ সমষ্টিই হল ‘word’ বলে।

Word (শব্দ বা পদ) -এর উদাহরণ?

  • Cat – এই তিনটি ইংরেজী letter বা অক্ষরকে পাশাপাশি বসালে ‘বিড়াল নামক’ প্রাণীকে বোঝায়। তাই Cat হল Word
  • Go – এই দুটি letter কে পাশাপাশি সাজালে ‘যাওয়া’ বা ‘গমন করা’ এই ক্রিয়া বা কাজটিকে বোঝায়। তাই Go হল Word
  • Red – এই তিনটি letter কে পাশাপাশি বসালে ‘লাল’ নামক একটি রঙকে বোঝায়। তাই Red হল Word
  • Book – এই চারটি letter কে পাশাপাশি বসালে ‘বই’ বোঝায়। তাই Book হল Word

অতএব, ওপরের চারটি উদাহরণেই আমরা চারটি ‘word’ পেয়েছি, কারণ তাদের প্রত্যেকটিতেই ঐভাবে সাজানো অক্ষরগুলি যথাক্রমে একটি প্রাণী, একটি ক্রিয়া বা কাজ, একটি রঙ এবং একটি জিনিস অর্থাৎ বইকে বুঝিয়েছে। কিন্তু যখন ঐ word গুলির সাজানোকে আমরা ভেঙে দিয়ে অন্যভাবে লিখব তখন কি হবে তা নিচে আলোচনা করা হল-

আমরা যদি Cat -এর জায়গায় tac লিখি, Go -এর জায়গায় og লিখি, Red -এর জায়গায় der লিখি এবং Book -এর জায়গায় koob লিখি তখন এইগুলিকে আর word বলা যাবে না, কারণ এগুলি আর কোনও অর্থ প্রকাশ করতে পারে না।

আরোও কিছু Word (শব্দ বা পদ)

ManWifeEyeBear
DoveMangoTempleKnife
SweetMotherIndiaPoet
treeRoomPassMean
lionBoyCareLearn
DogGirlPunishSleep
FlyNoseFrySee
BullFatTrySpeak
HandRichDreamHit
KidHotFeelFail
WingStrongDryWomen
FaceDeadCryFlower
BellyRiceCarryBnkura

পরিপূর্ণ অর্থবোধক শব্দ (Word) হওয়ার নিয়ম

একটা পরিপূর্ণ অর্থবোধক শব্দ হওয়ার জন্য কিছু নিয়ম আমাদের অনুসরণ করে চলতে হয়। সেগুলি হল-

  • (a) প্রত্যেকটা শব্দেরই একটা অর্থ থাকতে হবে। যেমন ধরুণ halalization একটি শব্দ। কিন্তু ‘halalization’ শব্দটির ইংরেজী ভাষায় কোন অর্থ নেই। তাই এটি শব্দের অন্তর্ভুক্ত নয়।
  • (b) প্রত্যিটি শব্দেরই একটি root বা মূল শব্দ থাকে যা থেকে আরও অনেক নতুন শব্দ তৈরী হয়। যদি কোনো কারণে ঐ root শব্দটি ভেঙে ফেলা হয় তাহলে সেটি কোনভাবেই আর একটি অর্থবোধক শব্দ থাকে না। যেমন ধরুণ happy একটি শব্দ। এর আগে un যুক্ত হয়ে unhappy শব্দটি তৈরি করে।
  • (c) দুটি শব্দ একসাথে উচ্চারণ করার জন্যে শব্দ দুটির মাঝে একটু থামতে হয় এবং লেখার সময় সঠিক জায়গায় সঠিকভাবে space দিতে হয়। ধরা যাক sky এবং blue দুটি ইংরেজি শব্দ। আমরা যদি এই দুটি শব্দ উচ্চারণ করতে চাই তাহলে প্রত্যেকটা শব্দ বলার পর একটু থামতে হবে। লিখতে গেলে দুইটা শব্দের মাঝখানে একটা space দিতে হবে।

Leave a Comment