পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI Political Science Question Paper 2023, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৩ উত্তরসহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
Class XI Political Science Question Paper 2023
(New Syllabus)
(2019)
Time: 3hrs 15 mts Full Marks: 80
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও: 1×24=24
i) ‘আইনের অনুশাসন’ কে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষাকবচ বলে বর্ণনা করেছেন?
- a) ডাইসি
- b) স্যাবাইন
- c) মতে স্কু
- d) গিলক্রিস্ট
উত্তর:- a) ডাইসি।
ii) আইনের প্রাচীনতম উৎস হলো-
- a) প্ৰথা
- b) ধর্ম
- c) বিচারালয়ের সিদ্ধান্ত
- d) বিজ্ঞানসম্মত আলোচনা
উত্তর:- a) প্ৰথা
iii) সিসেরো যে ধরনের সাম্যের প্রবক্তা ছিলেন তা হলো-
- a) স্বাভাবিক সাম্য
- b) সামাজিক সাম্য
- c) আইনগত সাম্য
- d) আন্তর্জাতিক সাম্য
উত্তর:- a) স্বাভাবিক সাম্য
iv) সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হলো-
- a) সামরিক একনায়কতন্ত্র
- b) দলগত একনায়কতন্ত্র
- c) ব্যক্তিগত একনায়কতন্ত্র
- d) শ্রেণিগত একনায়কতন্ত্র
উত্তর:- a) সামরিক একনায়কতন্ত্র।
v) ভারতে ________________ বিদ্যমান।
- a) এক-নাগরিকত্ব
- b) দ্বি-নাগরিকত্ব
- c) আংশিক নাগরিকত্ব
- d) প্রাদেশিক নাগরিকত্ব
উত্তর:- a) এক-নাগরিকত্ব।
vi) জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের _____________ পদ্ধতি।
- a) স্বাভাবিক
- b) কৃত্রিম
- c) অস্বাভাবিক
- d) অসাধারণ
উত্তর:- a) স্বাভাবিক
vii) ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন
- a) ডঃ বি. আর. আম্বেদকর
- b) জওহরলাল নেহেরু
- c) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
- d) সর্দার বল্লভভাই প্যাটেল
উত্তর:- c) ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
viii) ভারতের সংবিধান হলো-
- a) সুপরিবর্তনীয়
- b) দুষ্পরিবর্তনীয়
- c) শুধুমাত্র অংশত সুপরিবর্তনীয়
- d) অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয়
উত্তর:- d) অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয়
ix) ভারতীয় সংবিধানের কোন্ অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে ?
- (a) তৃতীয়
- b) চতুর্থ
- c) পঞ্চম
- d) ষষ্ঠ
উত্তর:- a) তৃতীয়।
x) গণপরিষদ গঠিত হয়েছিল ____________ সদস্য নিয়ে।
- a) 359
- b) 360
- c) 375
- d) 389
উত্তর:- d) 389
xi) রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতি দায়বদ্ধ থাকেন-
- a) জনগণের কাছে
- b) প্রসাশনের কাছে
- c) আইন বিভাগের কাছে
- d) প্রসাশনের কাছে বিচার বিভাগের কাছে
উত্তর:- a) জনগণের কাছে
xii) যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বোঝায়
- a) একটি কেন্দ্রীয় সরকার
- b) একটি আঞ্চলিক সরকার
- c) একটি রাজ্য সরকার
- d) কেন্দ্র ও রাজ্য উভয় সরকার
উত্তর:- d) কেন্দ্র ও রাজ্য উভয় সরকার
xiii) ভারতের সংবিধানে শিক্ষার অধিকার হলো-
- a) সংবিধিবদ্ধ অধিকার
- b) মৌলিক অধিকার
- c) নির্দেশমূলক নীতি
- d) সনদ
উত্তর:- b) মৌলিক অধিকার।
xiv) ভারতের সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা হলো
- a) 5
- b) 6
- c) 7
- d) 9
উত্তর:- b) 6
xv) দল ব্যবস্থা অপরিহার্য
- a) গণতন্ত্রে
- b) একনায়কতন্ত্রে
- c) রাজতন্ত্রে
- d) অভিজাততন্ত্রে
উত্তর:- a) গণতন্ত্রে।
xvi) ভারতে দলত্যাগ নিরোধক আইন পাশ হয়
- a) 1983
- b) 1985
- c) 1990
- d) 2000
উত্তর:- b) 1985
xvii) ভারতে বিদ্যমান __________ ব্যবস্থা।
- a) একদলীয়
- b) দ্বি-দলীয়
- c) ত্রিদলীয়
- d) বহুদলীয়
উত্তর:- d) বহুদলীয়।
xviii) ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে
- a) 1980 সালে
- b) 1990 সালে
- c) 1985 সালে
- d) 1995 সালে
উত্তর:- c) 1985 সালে।
xix) প্রতিটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য
- a) দানের উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করা
- b) শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা
- c) সরকার গঠন করা
- d) কার্যকরী বিরোধিতা করা
উত্তর:- b) শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা।
xx) রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়
- a) রাষ্ট্রপতি
- b) প্রধানমন্ত্রী
- c) নির্বাচন কমিশন
- d) লোকসভার অধ্যক্ষ
উত্তর:- c) নির্বাচন কমিশন।
xxi) ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে ?
- a) 226 নং ধারা
- (b) 326 নং ধারা
- c) 328 নং ধারা
- d) 332 নং ধারা
উত্তর:- b) 326 নং ধারা।
xxii) মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল
- a) 18 বছর
- b) 20 বছর
- c) 21 বছর
- d) 25 বছর
উত্তর:- c) 21 বছর।
xxiii) আঞ্চলিক নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন
- a) রাষ্ট্রপতি
- b) প্রধানমন্ত্রী
- (c) মুখ্যমন্ত্রী
- d) প্রধান বিচারপতি
উত্তর:- a) রাষ্ট্রপতি।
xxiv) ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব ___________ ওপর ন্যস্ত।
- a) রাষ্ট্রপতির
- b) প্রধানমন্ত্রীর
- c) সুপ্রিম কোর্টের
- d) নির্বাচন কমিশনের
উত্তর:- d) নির্বাচন কমিশনের।
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16
i) জনগণের সার্বভৌমিকতার কথা কে বলেছেন?
অথবা, হব্সের মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল?
ii) রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রধান পার্থক্য কী?
iii) মার্কসবাদীদের মতে আইন কী?
অথবা, আইনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
iv) স্বাধীনতার একটি রক্ষাকবচ উল্লেখ করো।
v) পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো?
অথবা, দলগত একনায়কতন্ত্রের অর্থ কী?
vi) সাম্য বলতে কী বোঝায়?
vii) নাগরিক বলতে কী বোঝো?
অথবা, ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে?
viii) নাগরিকতা বিলুপ্তির দুটি কারণ চিহ্নিত করো।
ix) গণপরিষদে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
অথবা, গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল?
x) ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?
(xi) লিখিত ও অলিখিত সংবিধানের দুটি প্রধান পার্থক্য লেখো।
অথবা, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ দাও।
xii) এমন একটি দেশের নাম করো যেখানে অলিখিত সংবিধান রয়েছে।
xiii) রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অথবা, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে একটি পার্থক্য লেখো।
xiv) ভারতের দুটি জাতীয় দলের নাম লেখো ।
xv) নির্বাচন কমিশনের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
অথবা, বর্তমানে ভারতে নির্বাচন কমিশনে কমিশনারের সংখ্যা কত?
xvi) সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো?
(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8×5=40
i) রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো।
অথবা, রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য? ব্যাখ্যা করো।
ii) রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য আলোচনা করো।
অথবা, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদটি সমালোচনাসহ আলোচনা করো।
iii) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপক্ষে যুক্তি দাও।
অথবা, জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো।
iv) তুমি কি মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয়, কিন্তু কার্যত এককেন্দ্রিক? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
অথবা, রাষ্ট্রপতিশাসিত ও সংসদশাসিত শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো।
v) ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো।
অথবা, ভারত -এর সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো।
আরোও পড়ুন
- Class XI Political Science Question Paper 2022
- Class XI Political Science Question Paper 2021
- Class XI Political Science Question Paper 2020
- Class XI Political Science Question Paper 2019
- Class XI Political Science Question Paper 2018
- Class XI Political Science Question Paper 2017
- Class XI Political Science Question Paper 2016
- Class XI Political Science Question Paper 2015
- Class XI Political Science Question Paper 2014