শিশুর জীবন বিকাশের বৈশিষ্ট্যাবলি হতে ছোটো প্রশ্ন উত্তর Praymary Tet, West Bengal School Service Commission এর শিক্ষার্থীদের জন্য দেওয়া হল।
শিশুর জীবন বিকাশের বৈশিষ্ট্যাবলি হতে ছোটো প্রশ্ন উত্তর
Process of growth হল-
(i) দৈহিক পরিবর্তন (ii) বিকাশগত পরিবর্তন (iii) সামাজিক পরিবর্তন (iv) পরিণমণগত পরিবর্তন
উত্তর:- (i) দৈহিক পরিবর্তন।
Process of development হল-
(i) সামাজিক পরিবর্তন (ii) দৈহিক পরিবর্তন (iii) বিকাশগত পরিবর্তন (iv) শারীরিক পরিবর্তন
উত্তর:- (iii) বিকাশগত পরিবর্তন।
Quantitative Change বলতে কী বোঝায়?
(i) বিকাশ (ii) বৃদ্ধি (iii) পরিমাপ (iv) মূল্যায়ন
উত্তর:- (ii) বৃদ্ধি
Process of matuaration কি?
(i) দেহগত ও বৌদ্ধিক পরিবর্তন (ii) সামাজিক ও বিকাশগত পরিবর্তন (iii) দেহগত পরিবর্তন (iv) সামাজিক ও বৌদ্ধিক পরিবর্তন
উত্তর:- (i) দেহগত ও বৌদ্ধিক পরিবর্তন।
শিশুর বিকাশগত পরিবর্তন কিসের মধ্যে প্রকাশ পায়?
(i) প্রশ্নের মাধ্যমে (ii) আচার আচরণের মাধ্যমে (iii) সাক্ষাৎকারের ফলে (iv) মূল্যায়নের মাধ্যমে
উত্তর:- (ii) আচার আচরণের মাধ্যমে।
শিশুর Qualitatine aspect বলতে কী বোঝায়?
(i) বিকাশ (ii) বৃদ্ধি (iii) মূল্যায়ন (iv) পরিমাপ
উত্তর:- (i) বিকাশ।
শিশুর সময়ভিত্তির প্রক্রিয়া বলতে কাকে বোঝায়?
(i) বৃদ্ধিকে (ii) জ্ঞানকে (iii) কৌশলকে (iv) সৃজনশীলতাকে
উত্তর:- (i) বৃদ্ধিকে।
শিশুর জীবন বিকাশের গতি প্রকৃতি কার দ্বারা নির্ধারিত হয়?
(i) বংশগতি ও পরিবেশ (ii) মূল্যায়ন ও পরিমাপ (iii) বৃদ্ধি ও বিকাশ (iv) সমাজ ও বিজ্ঞান
উত্তর:- (i) বংশগতি ও পরিবেশ।
শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক ইত্যাদির গুনাবলির বিকাশকে কি বলা হয়?
(i) ব্যাক্তিসত্ত্বার উপাদান (ii) সামাজিক উপাদান (iii) পরিক্ষণের উপাদান (iv) কর্মক্ষমতার উপাদান
উত্তর:- (i) ব্যাক্তিসত্ত্বার উপাদান।
গতানুগতিক ধারনায় শিক্ষাকে কি বলা হত?
(i) পুঁথিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়া (ii) বিকাশমূলক প্রক্রিয়া (iii) শিক্ষণ সংক্রান্ত প্রক্রিয়া (iv) সামাজিক প্রক্রিয়া
উত্তর:- (i) পুঁথিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়া।
শিক্ষার্থীর সর্বাঙ্গিণ বিকাশ বলতে কি বোঝায়?
(i) দৈহিক বিকাশ (ii) মানসিক বিকাশ (iii) ব্যক্তিসত্তার উপাদান গুলির বিকাশ (iv) নৈতিক বিকাশ
উত্তর:- (iii) ব্যক্তিসত্তার উপাদান গুলির বিকাশ।
আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ নীতি কি?
(i) সৃজনশীলতা (ii) আদেশপূর্বক (iii) সক্রিয়তা (iv) আধুনিকতা
উত্তর:- (iii) সক্রিয়তা।
মনোবৈজ্ঞানিক ধারনায় শিক্ষার্থীর শিক্ষা হয় কিসের মাধ্যমে?
(i) শিক্ষণের মাধ্যমে (ii) শিখনের মাধ্যমে (iii) পরামর্শের মাধ্যমে (iv) নির্দেশনার মাধ্যমে
উত্তর:- (ii) শিখনের মাধ্যমে।
শিখন এক ধরনের কি প্রক্রিয়া?
(i) আচারণমূলক (ii) আহরণমূলক (iii) বৈজ্ঞানিক (iv) সাধারণ
উত্তর:- (i) আচারণমূলক।
শিশুর বিকাশের পর্যায়কে মোটামুটি কটি ভাগ করা যায়?
(i) চারটি (ii) পাঁচটি (iii) তিনটি (iv) ছুটি
উত্তর:- (i) চারটি।
প্রথাগত শিক্ষার উদ্দেশ্য বলতে কি বোঝান হয়েছে?
(i) নৈতিক বিকাশ (ii) সার্বিক বিকাশ (iii) আংশিক বিকাশ (iv) সামাজিক বিকাশ
উত্তর:- (ii) সার্বিক বিকাশ।
জ্যাঁ পিয়াঁজে কোন বিকাশের নীতি গ্রহণ করেন?
(i) জ্ঞানমূলক (ii) নৈতিক (iii) মনঃসমীক্ষন (iv) প্রাক্ষভিক
উত্তর:- (i) জ্ঞানমূলক।
বৌদ্ধিক, সামাজিক, চারিত্রিক বিকাশের সহায়তা করে কি?
(i) ভাষার বিকাশে (ii) দৈহিক বিকাশে (iii) সক্রিয়তার বিকাশে (iv) নৈতিক বিকাশে
উত্তর:- (i) ভাষার বিকাশে।
ভাষা বিকাশের হার পরিবেশের কিসের উপর নির্ভর করে?
(i) সামাজিক ও অর্থনৈতিক (ii) প্রাক্ষভিক (iii) জ্ঞানমূলক (iv) বৌদ্ধিক
উত্তর:- (i) সামাজিক ও অর্থনৈতিক।
পিঁয়াজে জ্ঞানমূলক বিকাশের কটি স্তরে বিভক্ত করেছেন?
(i) পাঁচটি স্তরে (ii) তিনটি স্তরে (iii) দুটি স্তরে (iv) চারটি স্তরে
উত্তর:- (i) পাঁচটি স্তরে।
পিঁয়াজের মতে ‘আকরে ধরা’, ‘চোষন ক্ষমতা’, সামগ্রিক দৈহিক ক্রিয়া করতে শিশু কোন স্তরে সক্ষম হয়?
(i) সংবেদন সঞ্চালনমূলক স্তর (ii) প্রাকধারনামূলক স্তর (iii) স্বজ্ঞানমূলক স্তর (iv) নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর
উত্তর:- (i) সংবেদন সঞ্চালনমূলক স্তর।
পিঁয়াজে মানুষের বৌদ্ধিক বিকাশের কটি দিক?
(i) দুটি (ii) তিনটি (iii) চারটি (iv) পাঁচটি
উত্তর:- (i) দুটি।
মানুষের বৌদ্ধিক বিকাশের দুটি দিকের নাম হল
(i) ভাষাগত ও ভাষাবিহীন দিক (ii) চিত্রগত ও ক্রিয়াগত দিক (iii) সক্রিয় ও নিষ্ক্রিয় দিক (iv) জ্ঞানমূলক সক্রিয়তার দিক
উত্তর:- (ii) চিত্রগত ও ক্রিয়াগত দিক।
পিঁয়াজে তাঁর জীবনবিকাশের তত্ত্ব প্রতিষ্ঠা করেন কিসের মাধ্যমে?
(i) পর্যবেক্ষণের মাধ্যমে (ii) পরীক্ষার মাধ্যমে (iii) প্রশ্নের মাধ্যমে (iv) সাক্ষাৎকারের ফলে
উত্তর:- (i) পর্যবেক্ষণের মাধ্যমে।
শিশুর জীবনবিকাশ হয়-
(i) সক্রিয়তার মাধ্যমে (ii) সক্রিয় চিন্তনের মাধ্যমে (iii) জ্ঞানের মাধ্যমে (iv) সামাজিকীকরনের ফলে
উত্তর:- (ii) সক্রিয় চিন্তনের মাধ্যমে।
নৈতিক সামাজিক বিকাশের তত্ত্বের আবিষ্কারক কে?
(i) পিঁয়াজে (ii) কোহলবার্গ (iii) থর্নডাইক (iv) প্যাভলব
উত্তর:- (ii) কোহলবার্গ।
কোহলবার্গের নৈতিক বিকাশের কটি শর্ত?
(i) তিনটি (ii) চারটি (iii) পাঁচটি (iv) ছয়টি
উত্তর:- (i) তিনটি।
মনঃসামাজিক বিকাশের তত্ত্বে মূল প্রবক্তা কে?
(i) এরিকসন (ii) ফ্রয়েড (iii) থর্নডাইক (iv) প্যাভলব
উত্তর:- (i) এরিকসন।
একজন মনঃচিকিৎসকের নাম কি?
(i) প্যাভলব (iii) রুশো (ii) সিগমুণ্ড ফ্রয়েড (iv) থর্নডাইক
উত্তর:- (ii) সিগমুণ্ড ফ্রয়েড।
এরিকসন জীবনবিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন?
(i) চারটি (iii) তিনটি (ii) পাঁচটি (iv) ছয়টি
উত্তর:- (i) চারটি।
ঝড়ঝঞ্জার কাল বলা হয় জীবনবিকাশের কোন স্তরকে?
(i) শৈশবকাল (ii) বাল্যকাল (iii) প্রাপ্তবয়স্ক (iv) কৈশরকাল
উত্তর:- (iv) কৈশরকাল।
Sensorymotore’ স্তরটি পিয়াজেঁর মতে বয়স কত হবে?
(i) 0 থেকে 2 বছর (ii) 2 থেকে 5 বছর (iii) 5 থেকে 7 বছর (iv) 7 থেকে 11 বছর
উত্তর:- (i) 0 থেকে 2 বছর।