আই ডি বি আই ব্যাঙ্কে ১০০ অফিসার

ভারতের আই ডি বি আই ব্যাঙ্কে ১০০ অফিসার

এগ্রি অ্যাসেট অফিসার পদে ১০০ জনকে নেবে আই ডি বি আই ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গ-এ একাধিক পরীক্ষাকেন্দ্র আছে।

নিয়োগের বিজ্ঞপ্তি

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 10/2024-25.

শূন্যপদের বিন্যাস

সাধারণ ৪০, তফসিলি জাতি ১৫, তফসিলি উপজাতি ৯, ও বি সি ২৬, আর্থিক ভাবে অনগ্রসর ১০। এর মধ্যে ১টি করে শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত, অস্থিসংক্রান্ত, শ্রবণসংক্রান্ত এবং বৌদ্ধিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা

এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিশারি সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল হাজবেন্ড্রি ভেটেরিনারি সায়েন্স, ফরেস্ট্রি, ডেয়ারি সায়েন্স বা টেকনোলজি, ফুড সায়েন্স বা টেকনোলজি, পিসিকালচার, অ্যাগ্রো ফরেস্ট্রি, সেরিকালচার – যে-কোনও একটি বিষয়ে মোট অন্তত ৬০ শতাংশ নম্বর (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ) সহ ৪ বছরের বিই বা বি টেক বা বি এসসি। প্রার্থীর কম্পিউটার-জ্ঞান বা আইটি- সংক্রান্ত জ্ঞান থাকা বাধ্যতামূলক।

বয়স

১-১০-২০২৪ তারিখে ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-১০-১৯৯৯ থেকে ১-১০-২০০৪-এর মধ্যে। তফসিলি-রা ৫, ও বি সি-রা ৩, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি

প্রার্থী বাছাই করা হবে একটি অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই, পার্সোন্যাল ইন্টারভিউ ও প্রি-রিক্রুটমেন্ট মেডিক্যাল টেস্টের মাধ্যমে।

পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র

পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল কলকাতা, হুগলি, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ি।

পরীক্ষার প্রশ্ন

অনলাইন টেস্টে প্রশ্ন হবে এই সব বিষয়ে- লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৬০ নম্বর), ইংরেজি (৪০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৪০ নম্বর) এবং জেনারেল/ইকনমি/ব্যাঙ্কিং অ্যাওয়‍্যারনেস/কম্পিউটার/ইনফর্মেশন টেকনোলজি (৬০ নম্বর) এবং প্রফেশনাল নলেজ (৬০ নম্বর)। সময় ২ ঘণ্টা ৪৫ মিনিট। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে।

আবেদন পদ্ধতি

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.idbibank.in । প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। এগুলি লিখে রাখবেন।

দরখাস্তের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস

এই দরখাস্তের সময় প্রার্থীর জে পি জি বা জেপেগ ফর্ম্যাটে স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো (হালকা রং বা সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা, ২০০×২৩০ পিক্সেল ডাইমেনশনে, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), কালো কালিতে করা সই (১৪০×৬০ পিক্সেল ডাইমেনশনে, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), বুড়ো আঙুলের ছাপ (২৪০×২৪০ পিক্সেল ডাইমেনশনে, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), ইংরেজিতে নির্দিষ্ট বয়ানে কালো কালিতে প্রার্থীর নিজের হাতে লেখা ডিক্লারেশন (৮০০×৪০০ পিক্সেল ডাইমেনশনে, ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে।

আবেদন ফি

ফি বাবদ অনলাইনে দিতে হবে ১,০৫০ টাকা (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২৫০ টাকা)। অনলাইনে ডেবিট কার্ড (মাস্টার/ভিসা/রুপে/মায়েস্ত্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেট বা আই এম পি এস (ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস)-এর মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এছাড়াও অনলাইন দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নেবেন। প্রিন্ট আউটগুলি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে দরকার হবে।

বিশেষ নির্দেশ

খুঁটিনাটি তথ্য পাবেন উপরোক্ত ওয়েবসাইটে।

Leave a Comment