ইলেক্ট্রনিক্স কর্পোরেশনে ১৮৭ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ

ভারতের ইলেক্ট্রনিক্স কর্পোরেশনে ১৮৭ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ

বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় ১৮৭ জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া। এটি কেন্দ্রের অ্যাটমিক এনার্জি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ অনুসারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস ক্যাটেগরিতে ট্রেনিং দেওয়া হবে।

ট্রেনিং-এর স্থান ও শাখা

হায়দরাবাদে ট্রেনিং দেওয়া হবে এই সমস্ত শাখায় – ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি নম্বর

এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর: ২৫/২০২৪।

গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস

মোট আসনসংখ্যা

১৫০টি।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বি ইবা বিটেক থাকতে হবে।

স্টাইপেন্ড

নির্দিষ্ট মাসিক ৯,০০০ টাকা।

টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস

মোট আসনসংখ্যা

৩৭টি।

শিক্ষাগত যোগ্যতা

এর জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা থাকতে হবে।

স্টাইপেন্ড

নির্দিষ্ট মাসিক ৮,০০০ টাকা।

বয়স

৩১-১২-২০২৪ তারিখে ২৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ওবিসি-রা ৩ এবং দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি

প্রার্থী বাছাই করা হবে নথিপত্র যাচাইয়ের মাধ্যমে।

আবেদন পদ্ধতি

এই সুযোগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nats.education.gov.in । এরপর অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ecil.co.in । আবেদনের শেষ তারিখ ১ ডিসেম্বর।

বিশেষ নির্দেশ

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

Leave a Comment