এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ – সকল শ্রেণীর সকল পরীক্ষার উপযোগী করে এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ দেওয়া হল।

Table of Contents

এককথায় প্রকাশ

এককথায় প্রকাশ কাকে বলে?

বাক্যকে সংক্ষিপ্ত এবং শ্রুতিমধুর করবার জন্যে অনেকগুলি পদকে একপদে পরিণত করাকে বাক্য সংকোচন বা এককথায় প্রকাশ বা একপদীকরণ বলা হয়।

অ-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

বাক্যএকপদ
অনেক লোকের সমাবেশজনতা
অর্ধেক রাজীনিমরাজী
অতি নিকৃষ্ট নরনরাধম
অতিশয় উচ্চঅত্যুচ্চ
অতিথির আপ্যায়নআতিথ্য
অধ্যাপনা করেন যিনিঅধ্যাপক
অনু (পেছনে) যে গমন করেঅনুগামী
অদিতির পুত্রআদিত্য
অধিক উক্তিঅত্যুক্তি
অনুকরণ করিবার ইচ্ছাঅনুচিকির্ষা
অনুরাগ দূর হয়েছে যারবীতরাগ
অরণ্যে জাতআরণ্যক
অহঃ ও রাত্রিআহোরাত্রি
আপনাকে ভুলে থাকে যেআপনভোলা
অচঞ্চল মতি যারস্থিরমতি
অন্য যুগযুগান্তর
অন্ত নাই যারঅনন্ত
অক্ষির সম্মুখেপ্রত্যক্ষ
অক্ষির অগোচরপরোক্ষ
অহ্নের (দিনের) শেষ অংশঅপরাহ্ন
অহ্নের (দিনের) পূর্বাংশপূর্বাহ্ন
অজানা বিষয়ে জানার আগ্রহঅনুসন্ধিৎসা
অতি উচ্চ স্বরতারস্বর
অতি উন্নত মতি যারমহামতি
অরিকে দমন করেছে যেঅরিন্দম
অন্য ভাষায় রূপান্তরিতঅনূদিত
অক্ষির অগোচরপরোক্ষ
অতি দীর্ঘ নয়নাতিদীর্ঘ
অন্য দেশদেশান্তর
অন্ধকার রাত্রিতামসী
অহংকার নেই এমননিরহংকার
অতি কষ্টে যা নিবারণ করা যায়দুর্নিবার
অন্বেষণ করার ইচ্ছাঅন্বেষা

আ-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

আকাশে চরে যেখেচর
আদরের কন্যাদুলালি
আকাশ মারফত প্রেরিত বাণীআকাশবাণী
আগামীকালের পরের দিন- পরশু
আকাশে যে বিচরণ করে নভোচারী
আকালের বছর দুবছর
আঠা যুক্ত আছে যাতে- আঠালো।
আলো ছড়ায় যে পাখি- আলোর পাখি
আলাপ করতে তৎপর- আলাপী
আলোচনার বিষয়বস্তু- আলোচ্য
আকাশ পথে যে যান ব্যবহার করা যায় – নভোযান
আমিষের অভাব নিরামিষ
আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিতম্মন্য

ই-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

ইন্দ্রকে জয় করেছেন যিনিইন্দ্রজিৎ
ইচ্ছার অনুরূপঐচ্ছিক

ঈ-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

ঈষৎ পীতবর্ণপীতাভ

এ-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

একই মায়ের ভাইসহোদর
একই গুরুর শিষ্যসতীর্থ
এ পর্যন্ত যার শত্রু জন্মেনিঅজাতশত্রু

য-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

যা মাটি ভেদ করে ওঠেউদ্ভিদ
যা গতিশীলজঙ্গম
যার বিনাশ নেইঅবিনশ্বর
যে রোগ নির্ণয়ে হাতড়িয়ে মরেহাতুড়ে
যে গাছ ফল পাকলে মারা যায়ওষধি
যা চোখে দেখা যায়চাক্ষুষ
যে দর্শন করেদর্শক
যা দেখা যায় নাঅদৃশ্য
যা দিয়ে দূরের দৃশ্য দেখা যায়দূরদর্শন
যিনি ব্যাকরণ জানেনবৈয়াকরণ
যিনি দান করেনদাতা
যেখানে ঘোড়াকে রাখা হয়আস্তাবল
যে কানে শুনে নাবধির
যে শিক্ষা দেয়শিক্ষক
যে একবার খায়একাহারী
যা সহজে পাওয়া যায় নাদুর্লভ
যার দয়া নেইনির্দয়
যা করা উচিৎকর্তব্য
যা সহ্য করা যায় নাঅসহ্য
যা সম্ভব নয়অসম্ভব
যা দিয়ে দূরের জিনিস দেখা যায়দূরবিন
যেখানে যাওয়া যায় নাঅগম্য
যা জানা যায় নাঅজ্ঞেয়
যে উপকারীর উপকার স্বীকার করে নাঅকৃতজ্ঞ
যে মায়া জানে নাঅমায়িক
যা অবশ্যই হবেঅবশ্যম্ভাবী
যাতে আমিষ নেইনিরামিষ
যার নাম জানা যায়নিঅজ্ঞাতনামা
যে যন্ত্রে বিনা তারে দূরে খবর পাঠানো হয়বেতার
যে যন্ত্র দ্বারা অণুকে দেখা যায়অণুবীক্ষণ
যেখানে গমন করা কঠিনদুর্গম
যা সহজে ভেঙে যায়ভঙ্গুর
যে নারী প্রিয় কথা বলেপ্রিয়ংবদা
যার ঈশ্বরে বিশ্বাস আছেআস্তিক
যা অতি কষ্টে নিবারণ করা যায়দুর্নিবার
যা অতি দীর্ঘ নয়নাতিদীর্ঘ
যার ঈশ্বরে বিশ্বাস নেইনাস্তিক
যা দেওয়া যায় নাঅদেয়
যার মূল্য নির্ণয় করা যায় নাঅমূল্য
যার মৃত্যু নেইঅমর
যা বালকের মধ্যেই সুলভবালসুলভ
যা লাফিয়ে চলেপ্লবগ
যা বুকে হাঁটেসরীসৃপ
যা বলার যোগ্য নয়অকথ্য
যা চুষে খাওয়া যায়চুষা
যে গাছ অন্য গাছের ওপর জন্মেপরগাছা
যে নারীর পুত্রসন্তান হয়নিঅপুত্রক
যে বিদেশে থাকেপ্রবাসী
যা সহজে লাভ করা যায়সুলভ
যা সহজে ভেঙে যায়ভঙ্গুর
যে আকাশে চরেখেচর
যা মর্ম স্পর্শ করেমর্মস্পর্শী
যা সহজে লাভ করা যায়সুলভ
যে পরিণাম বোঝে নাঅপরিণামদর্শী
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে নাবনস্পতি
যে জামাই শ্বশুরবাড়ি থাকেঘরজামাই
যে মেয়ের বিয়ে হয়নিঅনূঢ়া
যা জলে জন্মেজলজ
যে পরে জন্মগ্রহণ করেছেঅনুজ
যা দেখা যাচ্ছেদৃশ্যমান
যা পূর্বে ছিল এখন নেইভূতপূর্ব
যা একইভাবে চলেগতানুগতিক
যে অত্যাচার করেঅত্যাচারী
যে শব্দ বাধা পেয়ে ফিরে আসেপ্রতিধ্বনি
যা হবেই বা হইবেভাবী
যা কষ্ট করে জয় করা যায়দুর্জয়
যা বাক্যে প্রকাশ করা যায় নাঅবর্ণনীয়
যে জমিতে দুবার ফসল হয় দোদো-ফসলা
যে সংবাদ বহন করেসাংবাদিক
যে অন্যের অধীন নয়স্বাধীন
যা ফুরায় নাঅফুরান
যে পালন করেপালক
যার ক্ষয় নেইঅক্ষয়
যে নৌকা চালায়মাঝি
যা সহজে দমন করা যায় নাদুর্দমনীয়
যে হিংসা করেহিংসক
যেখানে লোকজন বাস করেলোকালয়
যেখানে মৃত জীবজন্তু ফেলা হয়ভাগাড় বা উপশল্য
যে উপকারীর উপকার স্বীকার করেকৃতজ্ঞ
যে উপকারীর অপকার করেকৃতঘ্ন
যা জলে চরেজলচর
যে বৃক্ষের ফুল না হলেও ফল হয়বনস্পতি
যা কষ্টে লাভ করা যায়দুর্লভ
যার ভাতের অভাবহাভাতে
যা পূর্বে ঘটেনিঅভূতপূর্ব
যার তল স্পর্শ করা যায় নাঅতলস্পর্শী
যার বিশেষ খ্যাতি আছেবিখ্যাত
যার নাম কেউ জানে নাঅজ্ঞাতনামা
যার পত্নী গত হয়েছেবিপত্মীক
যার তুলনা নেইঅতুলনীয়
যার অন্ত নেইঅন্তহীন
যা বনে চরেবনচর
যার মমতা নেইনিৰ্মম
যার তুলনা হয় নাঅতুলনীয়
যার সীমা নেইঅসীম
যা সহজেই ভেঙে যায়ঠুনকো
যে বিষয়ে কোন বিতর্ক বা বিসংবাদ নেইঅবিসংবাদী
যার শত্রু জন্মায়নিঅজাতশত্রু
যা গমন করতে পারে নানগ
যা নিঃশেষে পান করা হয়েছেনিপীত
যিনি নিয়ন্ত্রণ করেননিয়ন্তা
যা সহজে লঙ্ঘন করা যায় নাদুর্লঙ্ঘ্য
যা কষ্টে লাভ করা যায়দুর্লভ
যা সহজে দমন করা যায় নাদুর্দম
যে তৃণাদি খেয়ে জীবণ ধারণ করেতৃণভুক
যা দীপ্তি পাচ্ছেদীপ্তমান
যাকে শাসন করা দুঃসাধ্যদুঃশাসন
যা সহজে অতিক্রম করা যায় নাদুরতিক্রমনীয়/দুরতিক্রম্য
যা সহ্য করা যায় নাদুর্বিষহ
যে কৃৎসা রটায়পিশুন
যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায়দুরধ্যয়
যার নাম লিখিত আছেনামাঙ্কিত
যে কটু কথা বলেদুর্বাক
যার কোন উপায় নেইনিরুপায়
যাকে হত্য করা হয়েছেনীত
যে নারী স্বামীর প্রতি অনুরক্তাপতিব্রতা
যার ঘৃণা নেইনির্ঘণ
যা খনন করা হয়েছেনমিত
যার নিজের বলতে কিছু নেইনিঃস্ব
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচেপরগাছা
যার পীড়া হয়েছেপীড়িত
যা পশুর উপযুক্তপাশবিক
যা পূর্বে দেখা হয়েছেপূর্বদৃষ্ট
যার পিঠ বেঁকে গিয়েছেন্যুজ্ব
যে তিথিতে পূর্ণচন্দ্রের উদয় হয়পূর্ণিমা
যে ধরলে আর ছাড়ে নানাছোড়বান্দ
যাঁর কীর্তি শ্রবণে পূণ্য জন্মেপুণ্যশ্লোক
যার আকার নেইনিরাকার

চ-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

চৈত্রমাসের ফসলচৈতালি
চোখের কোণ অপাঙ্গ

স-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

সৃষ্টি করবার ইচ্ছাসিসৃক্ষা
সবচেয়ে ছোটোকনিষ্ঠ
সবচেয়ে বড়োজ্যেষ্ঠ
সর্বজন সম্বন্ধীয়সর্বজনীন

জ-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

জনশূন্য স্থাননির্জন
জ্ঞানের সঙ্গে বিদ্যমানসজ্ঞান

ন-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

নীলবর্ণ পদ্মইন্দীবর
নারীর উদ্দাম নৃত্যলাস্য

শ-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

শ্বেতবর্ণ পদ্মপুণ্ডরীক

ম-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

মাসের শেষ দিনসংক্রান্তি
মাসের প্রথম দিনপহলা
মায়া আছে যারমায়াবি
মধু পান করে যেমধুপ
মধুর ধ্বনিমধুরা
মরণ পর্যন্তআমরণ
মৃতের মতো অবস্থামুমূর্ষু
মেধা আছে যারমেধাবী
ময়ূরের ডাককেকা
মায়ের মতো যে ভূমিমাতৃভূমি
মিষ্টি কথা বলে যেমিষ্টভাষী
ময়ূরের ডাককেকা
মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষমৌমাছি

ব-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

ব্যাঙের বাচ্চাব্যাঙাচি
বিনা বেতনে কাজঅবৈতনিক
বালকত্ব কাটেনি যার- বালকত্ব
বনের অগ্নি – দাবানল, , দাবাগ্নি
বিনা অপরাধে সংঘটিত হত্যা- গণহত্যা।
বিলম্বে নয় এমন- অবিলম্বে
বিচিত্রতায় পূর্ণ যা- বৈচিত্র্যপূর্ণ
বিদেশে থাকে যে- প্রবাসী
বনে বাস করে যে- বনবাসী
বংশের ঊর্ধ্বতন পুরুষ – পূর্বপুরুষ

ঘ-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

ঘোড়ার ডাকহ্রেষা

ভ-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

ভিক্ষার অভাবদুর্ভিক্ষ
ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেনভাষাবিদ
ভোজন করতে ইচ্ছুকবুভুক্ষু
ভাবা যায় না এমনঅভাবনীয়
ভ্রমরের গানগুঞ্জন

ক-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

কোথাও উঁচু, কোথাও নীচুবন্ধুর
কোকিলের ডাককুহু
কর দেয় যেকরদ
কুন্তীর পুত্রকৌন্তেয়

র-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

রক্তবর্ণ পদ্মকোকনদ

দ-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

দশরথের পুত্রদাশরথি

খ-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

খুন করার উদ্দেশ্যে আগত আক্রমণকারীহত্যাকারী বা আততায়ী

প-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

পান করবার ইচ্ছাপিপাসা
পারের কড়িপারানি
পুরুষের উদ্দাম নৃত্যতাণ্ডব
পংকে জন্ম যাপঙ্কজ
পরিব্রাজকের ভিক্ষামাধুকরী
পাখির ডাককাকলি
পা থেকে মাথা পর্যন্তআপাদমস্তক
পাখির কলরবকাকলি
পরের ভালো দেখে যার মন কাতর হয়পরশ্রীকাতর
পরের অধীনপরাধীন
পরের অন্নে যে বেঁচে থাকেপরান্নজীবী
পরিণাম চিন্তা করে যে কাজ করেপরিণামদর্শী
পেছনে সরে যাওয়া- পশ্চাদপসরণ
পশুর তুল্য আচরণ পশ্বাচার
প্রবল বায়ুর আঘাতজনিত শব্দ – নির্ঘাত
প্রায় রাজি নিমরাজি
পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যা দেদীপ্যমান
পুতুল পূজা করে যে- পৌত্তলিক
পুবের বাতাস- পুবালি
প্রাচীন ইতিহাস- প্রত্নতাত্ত্বিক
প্রাণিদেহ থেকে লব্ধ- প্ৰাণিজ
পাঁচমিশালি মসলা – পাঁচফোড়ন
পায়ে হাঁটা পদব্রজ
পরলোক সম্বন্ধীয় পারলৌকিক
পৃথিবীর সাথে সম্পর্কযুক্ত যা – পার্থিব
পলিমাটি সম্বন্ধীয় পাললিক
পিতার ভ্রাতা পিতৃব্য
পান করার ইচ্ছা পিপাসা
প্রচুর দুধ দেয় যে গাভী- পয়স্বিনী
পঙ্কে জন্মে যা পঙ্কজ
পঞ্চবর্ষের বমাহার – পঞ্চবটী
পা ধুইবার জল – পাদ্য
পথিকের বিশ্রাম ও আহারাদি করার গৃহ -পান্থশালা
পঞ্চ আনন যার পঞ্চানন
পা মোছার জন্য আস্তরণ – পাপোশ
পট আঁকেন যিনি – পটুয়া
পড়া হয়েছে যা পঠিত
পড়ার উপযুক্ত পঠিতব্য
পণ্ডিত হয়েও যে মূর্খ – পণ্ডিতমূর্খ
পুবের বাতাস পুবালি
পথ দিয়ে পায়ে হেঁটে চলে যে – পথিক

হ-বর্ণ দিয়ে শুরু হয়েছে এরকম এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বা একপদীকরণ

হরিণের চামড়াঅজিন
হিমালয় হতে সমুদ্র পর্যন্তআসমুদ্রহিমাচল
হেমন্তকালে জাতহৈমন্তিক
হাতির ডাকবৃংহণ
হাতির বাসস্থানপিলখানা

স্থির নয় এমন- অস্থির

ফুল হতে জাত- ফুলেল

মুক্তি কামনা করে যে- মুক্তিকামী

মৃত্তিকা দিয়ে নির্মিত- মৃন্ময়

স্রোত আছে যার- স্রোতস্বতী

গরু রাখার স্থান- গোহাল

ঢেউয়ের ধ্বনি- কল্লোল

রোগনাশক গাছগাছড়া- ভেষজ

গরু চরায় যে- রাখাল

শিক্ষা করছে যে- শিক্ষানবিশ

গাভির ডাক- হাম্বা

জানা আছে যা- জ্ঞাত

খাদ নেই যাতে- নিখাদ।

রুপার মতো- রুপালি

আকাশ ও পৃথিবী- ক্রন্দসী

মাটির তৈরি শিল্পকর্ম- মৃৎশিল্প

চালচলনের উৎকর্ষ- সভ্যতা।

উদ্দাম নৃত্য- তাণ্ডব।

পুরুষানুক্রমিক- ঐতিহ্য।

চিত্রকর্মের কাঠামো- নকশা।

জীবন পর্যন্ত- আজীবন।

তুচ্ছ জ্ঞানে অবহেলা তাচ্ছিল্য

ত্রাণ করেন যিনি – ত্রাতা

ত্রিকাল দর্শন করেন যিনি – ত্রিকালদর্শী

উদ্দাম নৃত্য তাণ্ডব

তার মতো তাদৃশ সুরের ধ্বনি তান

তিন নয়ন যার ত্রিনয়ন

তর্কশাস্ত্রে পটু – তার্কিক

তিন নয়নে বা লোচন যার ত্রিনয়না, ত্রিলোচনা

তিন পদের সমাহার – ত্রিপদী

তিন ফলের সমাহার – ত্রিফলা

তাল জ্ঞান নেই যার – তালকানা

তালু থেকে উচ্চারিত – তালব্য

তিন বেণীর সমাহার ত্রিবেণী

তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত যে ক্ষেত্র – ত্রিভুজ

তিন ফলক যুক্ত শূল – ত্রিশূল

তিল মিশিয়ে রান্না করা ভাত – ত্রিসর

এক দিনে তিন তিথির যোগ – ত্র্যহস্পর্শ

তস্করের কাজ- তাস্কর্য

তির নিক্ষেপ করে যে – তিরন্দাজ

তিল তিল করে আহৃত সৌন্দর্যে নির্মিত প্রতিমা তিলোত্তমা

তীর নিক্ষেপে ওস্তাদ – তীরন্দাজ

থাবার আঘাত থাপড়

অতি কর্মনিপুণ ব্যক্তি – দক্ষ

দণ্ড দিবার যোগ্য – • দণ্ডনীয়

ত্বরায় গমন করে যে- তুরগ

দেওয়া হয়েছে যা দত্ত

খাতাপত্র রাখার ঘর দপ্তরখানা

তুমুল ঝগড়া তুলকালাম

তুলা থেকে তৈরি – তুলট

ওজন পরিমাপক – তুলাদণ্ড

তুলা দ্বারা তৈরি – তুলোট

তুষের আগুনের মতো মর্মদাহী – তুষানল

তেজ আছে যার – তেজস্বী

সুদে টাকা খাটানো – তেজারতি

জায়া ও পতি দম্পতি

দর্প নাশ করে যে – • দর্পহারী/দর্শনাশী

দানের যোগ্য দাতব্য

ফৌজদারী উচ্চ আদালত দায়রা

দর্শনশাস্ত্র জানেন যিনি দার্শনিক

তিন রাস্তার মোড় তেমাথা

দাসের ভাব দাস্য

তেলে যা ভাজা হয় তেলে ভাজা

নাই আবরণ যার – দিগম্বর

তিন ভাগের এক ভাগ তেহাই

তুষ্ট করা হয়েছে যা – তোষিত

বিভিন্ন দিক জয় করেছেন যিনি – দিগ্বিজয়ী

দেখার ইচ্ছা দিদৃক্ষ

তোমার মতো তাদৃশ

দীপ্তি পাচ্ছে যা – দীপ্যমান

ত্যাগ করা হয়েছে যা – ত্যক্ত

ক্রমশই বর্ধিত হচ্ছে যা ক্রমবর্ধমান

দীনের ভাব দৈন্য

এঁটেল ও বেলে মাটির মিশ্রণ দোআঁশ

আরোগ্য হওয়া কঠিন এমন দুরারোগ্য

ক্রমাগত দুলছে এমন দোদুল্যমান

দুবার ফল ধরে যে গাছে দোফলা

দুষ্ট বা কদর্য আলাপ দুরালাপ

দুই নদীর মধ্যবর্তী স্থান- দোয়াব

দুর্লভ বিষয় বা বস্তু লাভের আশা দুরাশা

দুষ্কর যেখানে গমন করা দুর্গম

জয় করা কঠিন এমন- দুর্জয়

দোহনের যোগ্য দোহনীয়

কন্যার পুত্র দৌহিত্র

দ্বারে থাকে যে দ্বারী

দমন করা কষ্টকর যাকে দুর্দমনীয়

দুইবার জন্ম যার- দ্বিজ

দুবার উক্তি দ্বিরুক্তি

দুই দিকে অপ (জল) যার – দ্বীপ

ভিক্ষার অভাব দুর্ভিক্ষ

দ্বীপে জন্ম হয়েছে যার দ্বৈপায়ন

দুরথীর যুদ্ধ দ্বৈরথ

যা ভেদ করা দুঃসাধ্য দুর্ভেদ্য

দুই অক্ষর বিশিষ্ট দ্ব্যক্ষর

যা সহজে মরে না দুর্মর

দুই প্রকার অর্থ যার দ্ব্যর্থ

দ্রব হয়েছে যা – • দ্রবীভূত

দেখার যোগ্য দ্রষ্টব্য

সহজে যা পাওয়া যায় না দুষ্প্রাপ্য

ধন জয় করেন যিনি – ধনঞ্জয়

কষ্টে অতিক্রম করা যায় না দূরতিক্রম্য

ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে দূরদর্শী

ধর্মই আত্মা যার ধর্মাত্মা

ধর্মের প্রতি নিষ্ঠাবান ধর্মিষ্ঠ

ধারণ করার যোগ্য ধারণীয়

দূরকে দেখার যন্ত্র দূরবিন

রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট – দৃশ্যপট

ধারা ধরে চলে যা ধারাবাহিক

ঋণ শোধে অসমর্থ যে – দেউলিয়া

ধী শক্তির অধিকারী- ধীমান

ধীরে যে গমন করে ধীরগামী

ধূপের ধোঁয়া বা গন্ধ দ্বারা সুরভিত – ধূপায়িত

দেশের প্রতি প্রেম আছে যার দেশপ্রেমিক

ধূলায় পরিণত ধূলিসাৎ

ধোঁয়ার ন্যায় বর্ণযুক্ত – ধোয়াটে

দ্বীপ সমন্ধীয় দ্বৈপ।

ধ্যান করা হয়েছে এমন – ধ্যাত

ধ্যানে যিনি মগ্ন ধ্যানস্থ

নূপুরের শব্দ নিক্বণ

ধ্যান করেন যিনি – ধ্যানী

চিত্রকর্মের কাঠামো নকশা

গণনার অযোগ্য নগণ্য

নদী মাতা যে দেশের · নদীমাতৃক

নদী মেখলা যে দেশের নদীমেখলা

নূপুরের ধ্বনি নিক্কণ

খাদ নেই যাতে নিখাদ

টোল পড়েনি এমন- নিটোল

নিতান্ত দগ্ধ হয় যে সময় – নিদাঘ

নিন্দার যোগ্য নিন্দা নিন্দনীয়

নাই পক্ষ যার নিরপেক্ষ

নতুন অন্নের উৎসব নবান্ন

নতুন সূর্য – নবারুণ

নতুন বিবাহিত স্ত্রী – নবোঢ়া

চিরস্থায়ী নয় যা নশ্বর

জনশূন্য স্থান নির্জন

খুব শীত নয় খুব গরমও নয়- নাতিশীতোষ্ণ

সিংহের ধ্বনি নাদ

নির্বাচনের যোগ্য – নিৰ্বাচ্য

ভোগ যন্ত্রণা থেকে নিষ্কৃতি লাভ – নির্বাণ

সংসারের প্রতি বিরাগ – নির্বেদ

বোধ নাই যার- নির্বোধ

নৌ বা নৌকা চলাচলের যোগ্য নাব্য

কোন কিছুতেই ভয় নেই যার – নির্ভীক, অকুতোভয়

মক্ষিকাও প্রবেশ করতে পারে না যেখানে নির্মক্ষিক

নাসিকা থেকে উচ্চারিত – নাসিক্য

ঈশ্বরে যার বিশ্বাস নেই – নাস্তিক

নাই মমতা যার নির্মম

সাপের খোলস – নির্মোক

তরুলতা বেষ্টিত স্থান – নিকুঞ্জ

নিষ্কাশিত সারবস্তু – নির্যাস

নৌকা চালায় যে- নাবিক

নামের চিহ্ন- নামাঙ্ক

উদ্ভিদের নতুন পাতা – পল্লব/কিশলয়

নিশাকালে চরে বেড়ায় যে – নিশাচর

গভীর রাত্রি – নিশীথ

ন্যায় শাস্ত্র জানেন যিনি – নৈয়ায়িক

ন্যাকার ভাব ন্যাকামি

ধুলার মতো যার রং পাংশুল

রন্ধনের যোগ্য পাচ্য

খেয়া পার করে যে পাটনী

লিখিত খসড়া পাণ্ডুলিপি

কোনো বিষয়ে নতুন পথ নির্দেশ করে যে – পথিকৃৎ

নারীর (বিধবা) পুনরায় বিয়ে হয়েছে – পুনর্ভু

ফুল দিয়ে তৈরি গয়না পুষ্পাভরণ

Leave a Comment