Class XI Bengali Question Paper 2019

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI Bengali Question Paper 2019, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০১৯ উত্তর সহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

Class XI Bengali Question Paper 2019

১। ঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ‘সেইখানেই তো ভূত’—কথাটি বলেন-

(ক) অভূতের পেয়াদা

(গ) বুড়ো কর্তা

(খ) শিরোমণি-চূড়ামণি

(ঘ) ভূতের দল।

১.২ তেলেনাপোতা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে?

(ক) একদিন

(খ) তিনদিন

(গ) দুদিন

(ঘ) পাঁচদিন

১.৩ ________এ আনন্দ তার রাখবার জায়গা নেই।’ -এত আনন্দ কার হয়েছে?

(ক) সৌখীর বউয়ের

(খ) সৌখীর মায়ের

(গ) সৌখীর ছেলের

(ঘ) সৌখীর দলের লোকের।

১.৪ সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন?—

(ক) আদিমকালের ঘুম

(খ) অন্ধকারে ঘুম

(গ) ভাত ঘুম

(ঘ) চিরকালের ঘুম

১.৫ পরিব্রাজক স্বামীজির কী রচনা?

(ক) অনুবাদ রচনা

(খ) রম্যরচনা

(গ) ভ্রমণমূলক রচনা

(ঘ) ধর্মমূলক রচনা

১.৬ সুয়েজ খাল কোন্ দুটি সাগরকে যুক্ত করেছে?

(ক) আর্কটিক ও আটলান্টিক

(খ) বঙ্গোপসাগর ও আরব সাগর

(গ) ভূমধ্যসাগর ও লোহিত সাগর

(ঘ) ক্যারিবিয়ান ও আরব সাগর।

১.৭ গ্যালিলিও দেহত্যাগ করেন—

(ক) ১৬৪২ সালে ৮ই জানুয়ারি

(খ) ১৬৪০ সালে ৮ই জানুয়ারি

(গ) ১৬৪৩ সালে ৮ই জানুয়ারি

(ঘ) ১৬৪৫ সালে ৮ই জানুয়ারি

১.৮ ‘নীলধ্বজের প্রতি জনা’ পত্রকবিতার উপাদান আছে মহাভারতের-

(ক) শান্তিপর্বে

(খ) যুদ্ধপর্বে

(গ) উদ্যোগপর্বে

(ঘ) অশ্বমেধ পর্বে

১.৯ “আমরা তো সামান্য লোক” – সামান্য কথাটির তাৎপর্য হল-

(ক) অবহেলিত লাঞ্ছিত মানুষ

(খ) দয়ালু মানুষ

(গ) জনসাধারণ

(ঘ) গুণীব্যক্তি

১.১০ ‘পাঞ্চজন্য’ ব্যবহারকারী হলেন-

(ক) অর্জুন

(খ) শ্রীকৃষ্ণ

(গ) ইন্দ্র

(ঘ) নারদ

১.১১ জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য-

(ক) কথোপকথন

(খ) যারা বৃষ্টিতে ভিজেছিল

(গ) যেতে পারি কিন্তু কেন যাব

(ঘ) বনলতা সেন

১.১২ লালন ও পড়শির মধ্যে দূরত্ব হল—

(ক) একশো যোজন

(খ) কয়েক মাইল

(গ) হাজার যোজন

(ঘ) লক্ষ যোজন

১.১৩ ডানাওয়ালা বুড়ো লোকটা খায়-

(ক) বেগুনভর্তা

(খ) আলুর ভর্তা

(গ) কাঁকড়া

(ঘ) ন্যাপথলিন

১.১৪ শিক্ষার সার্কাস’ কবিতার অনুবাদক কে ?

(ক) শঙ্খ ঘোষ

(খ) শক্তি চট্টোপাধ্যায়

(গ) সুনীল গাঙ্গুলী

(ঘ) উৎপল কুমার বসু

১.১৫ ‘বীরবল’ ছদ্মনামের বাংলা প্রবন্ধকার হলেন-

(ক) কালীপ্রসন্ন সিংহ

(গ) অন্নদাশঙ্কর রায়

(খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

(ঘ) প্রমথ চৌধুরী

১.১৬ ‘অষ্টাধ্যায়ী’ ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন—

(ক) পাণিনি

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) ব্যাসদেব

(ঘ) জয় গোস্বামী

১.১৭ তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন ভাষারীতি—

(ক) চলিত

(খ) শিষ্ট চলিত

(গ) সাধু

(ঘ) সাধু-চলিত মিশ্র

১.১৮ শর বা কাঠ দিয়ে লেখা হত যে লিপি, তা হল-

(ক) চিত্রপ্রতীক লিপি

(খ) চিনীয় লিপি

(গ) বাণমুখ লিপি

(ঘ) স্বরলিপি

২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১×১২=১২

২.১ “দেশের লোক ভারি নিশ্চিন্ত হল।”-নিশ্চিন্ত হওয়ার কারণ কী ?

২.২. ‘মহারথী প্রথা কিহে এই মহারথি ?’- কোন কাজ মহারথী প্রথার বিরোধী ?

২.৩ ‘লক্ষ যোজন ফাঁক রেফাকের কারণ কী?

২.৪. “… বেজেছে বাণীর সেতারে আজ?” – বাণীর সেতারে কবি কী শুনতে চেয়েছেন?

২.৫ জাহাজে খালাসী বেচারাদের আপদের কারণ কী?

২.৬ গ্যালিলিও নিজের দুরবিন দিয়ে নতুন কী কী আবিষ্কার করেন?

২.৭ “অন্যায় সমরে মুঢ় নাশিল বালকে, ” মুঢ় বলতে কার কথা বলা হয়েছে?

২.৮ “পুণ্য বেদির শূন্য ভেদিয়া / কম্পন উঠিতেছে শুধু।”—কেন এই ক্রন্দন?

২.৯ সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্ব ভাষাটির নাম কী?

২.১০ ‘চিত্রলিপি’ কী ?

২.১১ মধ্যভারতীয় আর্যভাষার আনুমানিক সময়সীমা উল্লেখ করো।

২.১২ কামরূপী উপভাষা কোন্ কোন্ অঞ্চলে প্রচলিত?

৩। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১ “ওরে অবোধ, আমার ধরাও নেই / ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া।”—এখানে কে, কাদের আবোধ বলেছেন? উক্তিটির তাৎপর্য আলোচনা করো। ১+১+৩

৩.২ তেলেনাপোতা যাওয়ার কারণ কী? একে লেখক আবিষ্কার বলেছেন কেন? ১+৪

৪। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১ “হে ভারতের শ্রমজীবী।”—শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ‘সুয়েজখালে হাঙ্গার শিকার’ রচনা অবলম্বনে লেখো। ৫

৪.২ ““Venice’-এ কর্তৃপক্ষের কাছে তাঁর কদর বেড়ে গেল।”— কার কদর বাড়ে? এই কদর বাড়ার কারণ ও পরিণাম উল্লেখ করো।

৫। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২= 10

৫.১ ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কীভাবে ধরা পড়েছে?

৫.২ ‘বলব কী সেই পড়শীর কথা’—’পড়শী’ কে? ‘পড়শী’র স্বরূপ সম্পর্কে আলোচনা করো। ১+৪

৫.৩ ‘দ্বীপান্তরের বন্দিনী’ কে? ‘বন্দিনী’-কে মুক্ত করার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে, তা কবিতা অবলম্বনে লেখো। ১+৪

৫.৪ ‘আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কে বলেছে? এ দাবি কার কাছে? কেন? ১+১+৩

৬। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১ দেবদূতের আবির্ভাবে পেলাইও আর এলিসেন্দার দারিদ্র্য কীভাবে দূর হল ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্প অবলম্বনে লেখো।

৬.২ ‘সবশিক্ষা একটি সার্কাস’- ‘শিক্ষার সার্কাস’ কবিতা অবলম্বনে শিক্ষা সার্কাসের সঙ্গে কীভাবে তুলনীয় আলোচনা করো। ৫

৭। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 5×2=10

৭.১ ‘শুনছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে।’- শিক্ষায়তন কীভাবে অচলায়তনে পরিণত হয়েছিল? সেখানে কারা, কেন লড়াই করতে এসেছিল? ৩+১+১

৭.২ “আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি।”—বন্ধা কে? কোন প্রসঙ্গো, কাকে উদ্দেশ্য করে বক্তা এ কথা বলেছেন? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ১+১+2

৭.৩ “উনি আমাদের সব দলের শতদল পদ্ম” – এখানে কাকে শতদল পদ্ম’ বলা হয়েছে? কেন তিনি ‘শতদল পদ্ম’?

৭.৪ ‘গুরু’ নাটকে মোট ক’টি সংগীত রয়েছে? নাটকটিতে সংগীতের ভূমিকা আলোচনা করো। ১+৪

৮। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৮.১ বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? এটি কে, কোথা থেকে আবিষ্কার করেন? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায় ?

৮.২ চণ্ডীমশালের শ্রেষ্ঠ কবি কে? তার কাব্যপ্রতিভা আলোচনা করো।

৮.৩ রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলির কাল অনুসারে বিভাগ করো। প্রতি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো।

৮.৪ ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো। যে-কোনো দুই ধরনের ছড়া উদাহরণ দাও।

৯। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৯.১ ‘ভারতবর্ষ চার ভাষাবংশের দেশ’- উদ্ধৃতি অনুসারে চার ভাষাবংশের পরিচয় দাও।

৯.২ বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো।

৯.৩ কিউনিফর্ম লিপি বা কীলক লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে? এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও। অলচিকি লিপির উদ্ভাবক কে?

আরোও পড়ুন

Leave a Comment