Class XI History Question Paper 2022

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI History Question Paper 2022, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০২২, Class 11 History Question Paper 2022, Class Eleven History Question Paper 2022 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

Class XI History Question Paper 2022

GROUP – A

1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী) 1 × 24 24

i) ‘নব্যপ্রস্তর যুগে বিপ্লব’ কথাটি প্রথম উদ্ভাবন করেন –

  • a) বিউরি
  • b) গর্ডন চাইল্ড
  • c) উইলিয়াম জোন্স
  • d) ড্যানিয়েল উইলসন

উত্তর:- b) গর্ডন চাইল্ড

ii) ‘মেঘদূত’-এর রচয়িতা ছিলেন –

  • a) কালিদাস
  • b) মেগাস্থিনিস
  • c) প্লিনি
  • d) মার্কো পোলো

উত্তর:- a) কালিদাস।

iii) ‘মুদ্রারাক্ষস’ গ্রন্থের রচয়িতা –

  • a) বিশাখদত্ত
  • b) ভাস
  • c) কালিদাস
  • d) ভারবি

উত্তর:- a) বিশাখদত্ত।

iv) ফতোয়া-ই-জাহান্দারিতে আলোকপাত করা হয়েছে –

  • a) সমাজতত্ত্ব
  • b) রাষ্ট্রনীতি
  • c) বিজ্ঞান
  • d) অর্থনীতি

উত্তর:- b) রাষ্ট্রনীতি।

v) মিশরের সবথেকে বড় পিরামিড হ’ল –

  • a) খুফুর
  • b) নেফরার
  • c) মেনকুরার
  • d) রামেসিসের

উত্তর:- a) খুফুর।

vi) সুলতানি যুগের ঐতিহাসিক নন –

(I) তুলসি দাস

(II) বিষেন দাস

(III) সন্ধ্যাকর নন্দী

(IV) জিয়াউদ্দিন বারণি

বিকল্প

  • a) (I), (II) সঠিক এবং (III), (IV) ভুল
  • b) (I), (III) সঠিক এবং (II) (IV) ভুল
  • c) (I), (IV) সঠিক এবং (II), (III) ভুল
  • d) (I), (II), (III) সঠিক এবং (IV) ভুল ।

উত্তর:- c) (I), (IV) সঠিক এবং (II), (III) ভুল

vii) খুফুর খ্যাতির কারণ –

  • a) ফ্যারাও ও পিরামিড
  • b) নেতা
  • c) গায়ক
  • d) নাট্যকার

উত্তর:- a) ফ্যারাও ও পিরামিড।

viii) দক্ষিণ ভারতের মহাজনপদ (খ্রিঃপূর্ব ৬ষ্ঠ শতক) –

  • a) কোশল
  • b) মগধ
  • c) ভজ্জি
  • d) অস্মক

উত্তর:- d) অস্মক।

ix) গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন –

  • a) শ্রীগুপ্ত
  • b) স্কন্দগুপ্ত
  • c) কুমারগুপ্ত
  • d) জীবগুপ্ত

উত্তর:- a) শ্রীগুপ্ত।

x) আইন বিশেষজ্ঞ সোলোন ছিলেন –

  • a) চিনের
  • b) ভারতের
  • c) এথেন্সের
  • d) মিশরের

উত্তর:- c) এথেন্সের।

xi) মগধের প্রাচীন এবং প্রথম রাজধানীর নাম –

  • a) গিরিব্রজ
  • b) হস্তিনাপুর
  • c) ইন্দ্রপ্রস্থ
  • d) কাশী

উত্তর:- a) গিরিব্রজ।

xii) কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন ?

  • a) সিন্ধু সভ্যতার মানুষ
  • b) মেসোপটেমিয়ার মানুষ
  • (c) মিশরীয় সভ্যতার মানুষ
  • d) সুমেরীয় সভ্যতার মানুষ

উত্তর:- d) সুমেরীয় সভ্যতার মানুষ।

xiii) প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ হলেন –

  • a) লাইকারগাস
  • b) সোফোক্লেস
  • c) সিসেরো
  • d) প্লিনি

উত্তর:- c) সিসেরো।

xiv) ‘লেভিয়াথান’ গ্রন্থ রচয়িতা –

  • a) টমাস হবস
  • b) রুশো
  • c) প্লেটো
  • d) লক

উত্তর:- a) টমাস হবস।

xv) প্রথম দাসবিদ্রোহ হয়েছিল –

  • a) সিসিলিতে
  • b) মিশরে
  • c) ইতালিতে
  • d) ফ্লোরেন্সে

উত্তর:- a) সিসিলিতে।

xvi) ‘টাইথ’ করটি ছিল –

  • a) বেগার শ্রম
  • b) ধর্মকর
  • c) ভূমিকর
  • d) পরোক্ষ কর

উত্তর:- b) ধর্মকর।

xvii) ‘ইবাদতখানা’ তৈরি করেন –

  • a) বাবর
  • b) আকবর
  • c) আলাউদ্দিন
  • d) বলবন

উত্তর:- b) আকবর।

xviii) প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল ?

  • a) খ্রিষ্টপূর্ব ১ম শতকে
  • b) খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতকে
  • c) খ্রিষ্টপূর্ব ৩য় শতকে
  • d) খ্রিষ্টিয় ৬ষ্ঠ শতকে

উত্তর:- b) খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতকে।

 xix) প্রাচীন কোন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথি পাওয়া যায় ?

  • a) মিশর
  • b) সুমের
  • c) ব্যাবিলন
  • d) হরপ্পা

উত্তর:- a) মিশর।

xx) “গান্ধর্ব রীতি” সম্পর্কিত –

  • a) বিবাহ রীতির সাথে
  • b) যুদ্ধ বিগ্রহের সাথে
  • c) বৈদেশিক নীতির সাথে
  • d) কোনোটিই নয়

উত্তর:- a) বিবাহ রীতির সাথে।

xxi) মৌর্যযুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলেছেন –

  • a) মেগাস্থিনিস
  • b) কৌটিল্য
  • c) ফা-হিয়েন
  • d) হিউয়েন সাঙ

উত্তর:- a) মেগাস্থিনিস।

xxii) দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান ?

  • a) ইলতুৎমিস
  • b) কুতুবউদ্দিন আইবক
  • c) আলাউদ্দিন
  • d) বলবন

উত্তর:- a) ইলতুৎমিস।

xxiii) “ফিয়ালটি” শব্দ — এর সাথে সংযুক্ত।

  • a) সামন্ততন্ত্র
  • b) ধর্ম
  • c) শিক্ষা
  • d) দাতব্য

উত্তর:- a) সামন্ততন্ত্র।

xxiv) “ক্যাসিয়াস দিও” হলেন

  • a) রোমান সিনেটর
  • b) গ্রীক সিনেটর
  • c) চৈনিক সিনেটর
  • d) ভারতীয় সিনেটর

উত্তর:-

GROUP – B

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 × 16 = 16

i) “প্রায়-ইতিহাস” কি ?

ii) “প্যালিওগ্রাফি” বলতে কি বোঝো ?

অথবা, নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কি বোঝো ?

iii) ‘হেলট’ কাদের বলা হয় ?

iv) ‘নগররাষ্ট্র’ বলতে কী বোঝায় ?

অথবা, জনপদ কী ?

v) ‘পোতিন’ কী ?

vi) 776 খ্রিষ্টপূর্বাব্দের গুরুত্ব লেখো ।

অথবা, প্রাচীন ভারতে মহাজনপদগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল ?

vii) “উলেমা” কারা ?

অথবা, “ইক্তা” শব্দের অর্থ কী ?

viii) ‘সপ্তাঙ্গ তত্ত্ব’ কি ?

ix) ‘অগ্রহার জমি ব্যবস্থা’ কী?

অথবা, গিল্ডের প্রধান কাজ কী ছিল ?

x) ‘মিনেসিঙ্গার’ কাদের বলা হয় ?

xi) ‘স্ত্রীধন’ বলতে কি বোঝো ?

xii) হিজরি সাল কবে সুচিত হয় ?

অথবা, ‘ইতিহাসের পর্বীকরণ’ ( Periodization of History) কি?

xiii) ‘শকারি’ কে ছিলেন ?

অথবা, কোন্ প্রাচীন ভারতীয় রাজা ‘ভারতের রক্ষাকর্তা’ নামে পরিচিত ?

xiv) ‘কণ্টকশোধন’ কি ?

অথবা, “অ্যাক্ট অফ অ্যাপিলস্” কবে চালু হয় ?

xv) ‘De Officiis’ কার লেখা ?

অথবা, অভিকর্ষ সূত্র’ কে আবিষ্কার করেন ?

xvi) কলম্বাস কবে সমুদ্রযাত্রা করেন ?

GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 x 5 = 40

a) নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব লেখো। 4+4

অথবা, হরপ্পা সভ্যতার বিশেষত্ব লেখো। এই সভ্যতার পতন কেন হয় ? 4+4

b) মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো । 8

অথবা, পারস্যের ক্ষত্রপ এবং চিনের ম্যান্ডারিন-এর বিবরণ দাও । 4+4

c) মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো । 4+4

অথবা, অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা লেখো । 8

d) ভারতীয় এবং ইওরোপীয় সামন্ততন্ত্রের তুলনামূলক আলোচনা করো ।

অথবা, ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো-রোম বাণিজ্যের প্রভাব লেখো। ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়ণের কারণ ব্যাখ্যা করো । 4+4

e) প্রাচীন ভারতের প্রথম নগরায়ণ এবং বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো ।

Leave a Comment