HS Philosophy Question Paper- 2016 (উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর দর্শন প্রশ্নপত্র ২০১৬) Higher Secondary Philosophy Question Paper- 2016 দেওয়া হল।
HS Philosophy Question Paper 2016
বিভাগ-ক
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8×5=40
(a) নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণিবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। (2+4+2)
অথবা, নীচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করো ও তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। (2×4
(i) কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে।
(ii) কেউই কাজটি করতে পারেনি।
(iii) জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না।
(iv) কেবলমাত্র সাধুরাই সৎ।
(b) বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্তসহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। (2+2+4)
অথবা, নীচের বাক্যগুলির বিবর্তনের আবর্তন করো। (2×4)
(i) সাদা বাঘ আছে।
(ii) অমানুষ কবি নেই।
(iii) মানুষ মাত্রই পরিশ্রমী নয়।
(iv) প্রত্যেক মানুষ মরণশীল।
(c) নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদেরমূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। (4+4)
(i) কোনো কবিই অমর নয়; যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়।
(ii) যেহেতু কোনো কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয়সুখী, সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী।
অথবা, প্রমাণ করো:
(i) দুটি হেতুবাক্য বিশেষ হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না।
(ii) একটি ‘A’বচন কেবলমাত্র প্রথম সংস্থানেই সিদ্ধান্ত হতে পারে।
(d) মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। (1+2+1+2+2)
অথবা, “রামবাবু যখনই সকালে হাঁটতে বেরোন তখনই তার ঠান্ডা লাগে, যখন তিনি সকালে হাঁটতে বেরোন না তার ঠান্ডা লাগে না। অতএব, সকালে হাঁটতে বেরোনই তার ঠান্ডা লাগার কারণ।”—উপরের দৃষ্টান্তে কোন্ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? সেটি ব্যাখ্যা করো—চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)। (1+2+1+2+2)
(e) নীচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। (4+4)
(i) আকাশে ধূমকেতু আবির্ভাবের ঠিক পরেই রাজার মৃত্যু হল। সুতরাং আকাশে ধূমকেতুর আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ।
(ii) দিনের পর রাত্রি আসে, সুতরাং দিন রাত্রির কারণ।
অথবা, সংক্ষিপ্ত টীকা লেখো। (4+4)
(i) মন্দ উপমা।
(ii) অবৈধ সামান্যীকরণ দোষ।
বিভাগ-খ
বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: (1×24=24)
(i) বৈধতার প্রশ্নটি জড়িত হল
(a) বাক্যের সঙ্গে
(b) বচনের সঙ্গে
(c) সিদ্ধান্তের সঙ্গে
(d) যুক্তির আকারের সঙ্গে।
(ii) ……………..বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়।
(a) A
(b) E
(c) I
(d) O
(iii) FESAPO মূর্তিটি বৈধ হয়……………… সংস্থানে।
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ।
(iv) ‘যদি p তবে q, নয় q/ অতএব নয় p’– এই বৈধ যুক্তির আকারটির নাম-
(a) M.P.
(b) M.T.
(c) D.S.
(d) H.S.
(v) যে যৌগিক বচনের সত্যসারণির সব কটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে-
(a) স্বতঃসত্য বচন
(b) স্বতঃমিথ্যা বচন
(c) আপতিক বচন
(d) বিশ্লেষক বচন।
(vi) আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল-
(a) দৃষ্টান্ত গণনা
(b) পর্যবেক্ষণ
(c) পরীক্ষণ
(a) অন্বয়ী
(d) প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি।
(vii) কারণ হল –
(a) শর্তের সমষ্টি
(b) সংশয়াত্মক ঘটনার সমষ্টি
(c) আপতিক ঘটনার সমষ্টি
(d) অনিবার্য ঘটনার সমষ্টি।
(viii) মিলের………………পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়।
(a) অন্বয়ী
(b) ব্যতিরেকী
(c) সহ-পরিবর্তন
(d) পরিশেষ।
(ix) হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে-
(a) যুক্তিবাক্য
(b) সিদ্ধান্ত
(c) পূর্বগ
(d) অঙ্গবাক্য।
(x) উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয়-
(a) A বচনে
(b) E বচনে
(c) I বচনে
(d) O বচনে।
(xi) একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট A বচন সত্য হলে E বচনের সত্যমূল্য হবে-
(a) সত্য
(b) মিথ্যা
(c) অনিশ্চিত
(d) স্ববিরোধী।
(xii) প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির…………………বাক্যটি হল প্রাকল্পিক বচন।
(a) প্রধান
(b) অপ্রধান
(d) তৃতীয় বচন।
(xiii) “সকল অ-সৈনিক হয় কবি” – বচনটির ভেনচিত্রটি হল-
(xiv) p v ~ p এই যৌগিক বচনটি সর্বদা-
(a) স্বতঃমিথ্যা
(b) স্বতঃসত্য
(c) অনিশ্চিত
(d) বৈধ।
(xv) আরোহ অনুমানের সমস্যাটি হল-
(a) বৈধতা নির্ণয়
(b) অবৈধতা নির্ণয়
(c) আকারগত সত্যতা নির্ণয়
(d) সামান্যীকরণ।
(xvi) “ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ”- এখানে ‘কারণ’ শব্দটি কোন্ অর্থে ব্যবহৃত?
(a) পর্যাপ্ত শর্ত
(b) আবশ্যিক শর্ত
(c) পর্যাপ্ত-আবশ্যিক শর্ত
(d) যৌক্তিক শর্ত।
(xvii) নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষণমূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হল-
পূর্ববর্তী ঘটনা | অনুবর্তী ঘটনা |
---|---|
ABRS | abrs |
ATUV | atuv |
AXYN | axyn |
অতএব A হল a-এর কারণ।
(a) অন্বয়ী পদ্ধতি
(b) যুগ্ম পদ্ধতি
(c) ব্যতিরেকী পদ্ধতি
(d) সহ-পরিবর্তন পদ্ধতি।
(xviii) শক্তির অবিনশ্বরতার সূত্রটি হল-
(a) কারণের গুণগত লক্ষণ
(b) কারণের পরিমাণগত লক্ষণ
(c) আবশ্যিক শর্ত রূপে কারণ
(d) পর্যাপ্ত শর্ত রূপে কারণ।
(xix) অপসারণ, সংজ্ঞাপ্রদান ইত্যাদি হলআরোহ অনুমানে অনুসৃত প্রক্রিয়া।
(a) বৈজ্ঞানিক
(c) লৌকিক
(b) সাদৃশ্যমূলক
(d) কারণভিত্তিক।
( xx) p সত্য হলে ‘pv~q’ এর সত্যমূল্য হবে
(a) সত্য
(b) মিথ্যা
(c) সংশয়াত্মক
(d) স্ববিরোধী।
(xxi) কোনো কোনো অ-S নয় P’ – বচনটির বুলীয় ভাষ্য হল-
(xxii) ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হল-
(a) পক্ষপদ
(b) সাধ্যপদ
(c) হেতুপদ
(d) এদের কোনোটিই নয়।
(xxiii) একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট……………….. বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে।
(a) A, E
(b) I, O
(c) A, I
(d) E, O.
(xxiv) আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই-
(a) সুনিশ্চিত
(b) সম্ভাব্য
(c) বৈধ
(d) অবৈধ
নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16
(a) উপমাযুক্তির ভিত্তি কী?
অথবা, উপমাযুক্তি কাকে বলে?
(b) পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ-এর একটি দৃষ্টান্ত দাও।
(c) একটি বৈকল্পিক বচনের নিষেধ কী বচন হয়?
অথবা, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে?
(d) প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়?
অথবা, p > ~ p বচনাকারটি কখন মিথ্যা হবে?
(e) পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে?
অথবা, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের M.P. দাও।
(f) বৈকল্পিক বচন কাকে বলে?
(g) যুক্তি কাকে বলে?
অথবা, অবরোহ যুক্তি বলতে কী বোঝো?
(h) ‘কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন।’- বচনটির অধীনবিপরীত বিরোধী বচন উল্লেখ করো।
অথবা, অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও।
(i) মিল কীভাবে কারণের লক্ষণ দিয়েছেন?
(i) বহুকারণবাদ বলতে কী বোঝো?
অথবা, বহুকারণ সমন্বয় কী?
(k) বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও।
(l) অ-বৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন?
অথবা, প্রকৃতির একরুপতা নীতি কাকে বলে?
(m) নীচের বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো :
“সকল দার্শনিক হয় জ্ঞানী।”
(n) অস্তিত্বমূলক দোষ কাকে বলে?
অথবা, পরিপুরক শ্রেণি কাকে বলে?
(০) বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও।
(p) আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কী?
অথবা, “সকল মানুষ হয় অপূর্ণ জীব।”- বচনটির বিবর্তিত বচনটি কী?