বাল গঙ্গাধর তিলক প্রকাশিত কেশরী পত্রিকা -র প্রথম প্রকাশ, সম্পাদক, পত্রিকার ধরণ, প্রকাশিত স্থান, সমবেত প্রচেষ্টা, পত্রিকার সম্পাদক মণ্ডলী, পত্রিকার প্রসিকিউশন ও পত্রিকার বর্তমান অবস্থা সম্পর্কে জানবো।
বাল গঙ্গাধর তিলক সম্পাদিত কেশরী পত্রিকা প্রসঙ্গে কেশরী পত্রিকার সম্পাদক, কেশরী পত্রিকার প্রতিষ্ঠাতা, কেশরী পত্রিকার প্রথম প্রকাশ, কেশরী পত্রিকার প্রকাশনার স্থান, কেশরী পত্রিকার সম্পাদক মণ্ডলী, বাল গঙ্গাধর তিলকের মারাঠা ও কেশরী পত্রিকা প্রকাশ, কেশরী পত্রিকার বর্তমান অবস্থা।
কেশরী পত্রিকা
ধরণ | দৈনিক সংবাদপত্র |
প্রতিষ্ঠাকাল | ৪ জানুয়ারি, ১৮৮১ খ্রিস্টাব্দ |
প্রতিষ্ঠাতা, সম্পাদক | বাল গঙ্গাধর তিলক |
রাজনৈতিক মতাদর্শ | মধ্য-দক্ষিণপন্থী |
ভাষা | মারাঠি |
ভূমিকা :- মারাঠি কেশরী সংবাদপত্রটি ভারত -এর স্বাধীনতা আন্দোলনের মুখপত্র হিসাবে ব্যবহৃত হয়েছিল। বর্তমানে মারাঠা ট্রাস্ট এবং তিলকের বংশধরদের দ্বারা আজও পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে।
কেশরী পত্রিকার প্রথম প্রকাশ
কেশরী সংবাদপত্র ১৮৮১ সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা লোকমান্য বাল গঙ্গাধর তিলক প্রকাশ করেছিলেন।
কেশরী পত্রিকার প্রতিষ্ঠাতা
ভারতের স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলক ছিলেন কেশরী পত্রিকার প্রথম সম্পাদক
দুটি পত্রিকা প্রকাশ
বাল গঙ্গাধর তিলক দুইটি সংবাদপত্র চালাতেন।এগুলি হল মারাঠি কেশরী এবং ইংরেজি মারহাট্টা পত্রিকা।
কেশরী পত্রিকার প্রকাশিত স্থান
ওয়াদা, নারায়ণ পেথ এবং পুনে থেকে কেশরী পত্রিকাটি প্রকাশিত হত।
সমবায় প্রচেষ্টা
এই পত্রিকাগুলি মূলত চিপলুঙ্কার, আগরকর এবং তিলকের সমবায় প্রচেষ্টায় শুরু হয়েছিল।
কেশরী পত্রিকার সম্পাদক মণ্ডলী
কেশরী পত্রিকার সম্পাদকদের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা ও সামাজিক কর্মী বা সমাজ সংস্কারক অন্তর্ভুক্ত।
- (১) এদের মধ্যে আছেন গোপাল গনেশ আগারকার (প্রথম সম্পাদক), চিপলুঙ্কার এবং তিলক। ১৮৮৭ আগারকার কেশরী ছেড়ে চলে যান, তাঁর নিজের পত্রিকা সুধারক (সংস্কারক) শুরু করার জন্য।
- (২) এরপর তিলক নিজেই এই কাগজটি চালিয়ে যান। তিলকের ঘনিষ্ঠ সহকর্মী নরসিংহ চিন্তামণ কেলকার, ১৮৯৭ এবং ১৯০৮ সালে তিলক কারাগারে বন্দী থাকাবস্থায় সম্পাদক হিসাবে দু’বার দায়িত্ব পালন করেছিলেন।
কেশরীর প্রসিকিউশন
বাল গঙ্গাধর তিলক উল্লেখ করেছেন যে, স্বামী বিবেকানন্দ -এর কাছ থেকে প্রাপ্ত চিঠিটি ১৮৯৭ সালে কেশরীর প্রসিকিউশন বন্ধ হওয়ার পরে নিশ্চয়ই অনেকের সাথেই ধ্বংস হয়ে গিয়েছিল।
কেশরী পত্রিকার বর্তমান অবস্থা
দ্য ডেইলি কেশরী নামে একটি অনলাইন মারাঠি সাময়িকী প্রকাশিত হচ্ছে।লোকমান্য বাল গঙ্গাধর তিলকের নাতি দীপক তিলক বর্তমানে এটি সম্পাদনা করছেন।
প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “কেশরী পত্রিকা” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যে কোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন।
সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।
(FAQ) কেশরী পত্রিকা সম্পর্কে জিজ্ঞাস্য?
বাল গঙ্গাধর তিলক।
১৮৮১ খ্রিস্টাব্দে।
মারাঠি।