একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন্ ২০২৩

উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন্ ২০২৩ (Class 11 History Suggestion 2023) প্রতিটি অধ্যায় থেকে পৃথক পৃথকভাবে তুলে ধরা হল।

উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন্ ২০২৩

একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে ইতিহাস বিষয়ের বড় প্রশ্ন উত্তর সাজেশন ২০২৩

১. হরপ্পা বা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও। এই সভ্যতার পতনের কারণগুলি লেখ?       ৪+৪

২. নদীকেন্দ্রিক যে কোনো চারটি সভ্যতার নাম লেখ। এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠার কারণগুলি আলোচনা কর?  ৪+৪

৩. কিভাবে বিবর্তনের মাধ্যমে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। ৮

৪. সিন্ধু সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও।    ৪+৪

234

একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে ইতিহাস বিষয়ের বড় প্রশ্ন উত্তর সাজেশন ২০২৩

১. গুপ্ত ও রোমান সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা কর।   ৪+৪

২. মৌর্য ও ম্যাসিডনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা কর।    ৪+৪

৩. পলিশের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি উল্লেখ কর।  ৪+৪

135

একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে ইতিহাস বিষয়ের বড় প্রশ্ন উত্তর সাজেশন ২০২৩

১. পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।   ৪+৪

২. ইংল্যান্ডে নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা কর।  ৪+৪

৩. জিয়াউদ্দিন বরনীর ‘ফতোয়া – ই – জাহান্দারি’ গ্ৰন্থে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি বিষয়ে কিরূপ ধারণা ছিল। ৮

1456

একাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায় থেকে ইতিহাস বিষয়ের বড় প্রশ্ন উত্তর সাজেশন ২০২৩

১. প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক আলোচনা কর। ৪+৪

২. মধ্যযুগের ইউরোপে বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা কর। ৮

৩. গুপ্তযুগে ভারতে সামন্তপ্রথা উত্থানের পটভূমি ব্যাখ্যা কর।

৪. প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক আলোচনা কর। ৪+৪

14689

একাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় থেকে ইতিহাস বিষয়ের বড় প্রশ্ন উত্তর সাজেশন ২০২৩

  • ১. বর্ণপ্রথার বৈশিষ্ট্যগুলি লেখ? সংক্ষেপে বর্ণ ও জাতি ধারণার মধ্যে পার্থক্য লেখ। ৫+৩
  • ২. প্রাচীন মিশরের ক্লিওপেট্রার পরিচয় দিয়ে তাঁর কার্যাবলি বা অবদান আলোচনা কর?   ৪+৪
  • ৩. প্রাচীন ভারতেনারীর সামাজিক অবস্থান সম্পর্কে সংক্ষেপে লেখ।  
  • ৪. ভারতের ইতিহাসে নূরজাহানের অবদান উল্লেখকরো।

একাদশ শ্রেণীর সপ্তম অধ্যায় থেকে ইতিহাস বিষয়ের বড় প্রশ্ন উত্তর সাজেশন্ ২০২৩

  • ১. ইউরোপের ধর্মসংস্কার আন্দোলন সম্পর্কে মার্টিন লুথারের অবদান উল্লেখ করো।
  • ২. খ্রিঃপূঃ ষষ্ঠ শতকে ভারতে নতুন ধরণের আন্দোলনগুলির উত্থানের পটভূমি আলোচনা করো।
  • ৩. ক্রুসেডের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।

Leave a Comment